X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভ

‘গ্যাজেট আসক্তির কারণে তৈরি হচ্ছে না শিশুর সামাজিক দক্ষতা’

নওরিন আক্তার
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:২৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭
image

বাংলা ট্রিবিউন আয়োজিত ফেসবুক লাইভে এসেছিলেন মনোরোগ বিশেষজ্ঞ মেখলা সরকার। সন্তান প্রতিপালনের খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি কথা বলেন। শিশুর সঠিক বিকাশে বাবা-মায়ের করণীয়, বিচ্ছেদের ক্রান্তিকালে শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য বাবা মায়ের প্রতি পরামর্শ ও বয়ঃসন্ধিকালের বিভিন্ন সংকট নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ও অভিনেত্রী বন্যা মির্জা।

‘গ্যাজেট আসক্তির কারণে তৈরি হচ্ছে না শিশুর সামাজিক দক্ষতা’
মেখলা মনে করেন, সন্তান প্রতিপালন একটি বিরাট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের শারীরিক গঠনের একটি অংশ আসে বাবা-মায়ের কাছ থেকে। কিন্তু মানসিক গঠনটা হয় প্রথমে পরিবার এবং পরে পারিপার্শ্বিক অবস্থা থেকে। একারণেই সন্তানের মানসিক বিকাশে বাবা মাকে থাকতে হবে সচেতন।  
কর্মজীবী বাবা মা সন্তানকে কীভাবে সময় দেবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবা মা সন্তানকে কতোটুকু সময় দিচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যে সময়টুকু দিচ্ছেন সেটা কতোটুকু গুণগত মানসম্পন্ন সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তানকে সারাদিন সময় দিতে পারছেন না বলে অনেক বাবা মা-ই হীনমন্যতায় ভোগেন। ফলে বাসায় ফিরে সন্তান যা চাইছে সেটাই তার হাতে তুলে দেন। এটা খুবই ক্ষতিকর সন্তানের জন্য। আবার সারাদিন পর বাসায় ফিরে নিজে ক্লান্ত থাকার কারণে অনেকে অল্পতেই বিরক্ত হয়ে যান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ে। এটাও ভুল। এতে শিশুরা নিজেদের অবহেলিত ভাবতে শুরু করে। শিশুকে কখনও অবহেলা করা যাবে না। তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কিনা, সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ।
বাবা-মায়ের সঙ্গে সন্তানের যে যোগাযোগ একদম জন্ম থেকে স্থাপিত হয়, ঠিক সেটাই পৃথিবী দেখার প্রথম পাঠ তাদের। একটু জেদ করলেই সে যদি সব পেয়ে যায়, তাহলে সন্তান অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে। সে মনে করে পৃথিবীটা খুবই সহজ। এখানে একটু রাগ করলে অথবা জেদ করলেই সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায়। ব্যর্থতা বলে যে পৃথিবীতে কিছু আছে, সেটা সে জানতে পারে না। এ কারণে পরিবর্তীতে সবচেয়ে বেশি কষ্ট সে-ই পায়। তাই সন্তান কিছু চাইলেই সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেওয়ার অভ্যাস করা উচিত নয়। কোনও কিছু পেতে চাইলে সেটা কষ্ট করে অর্জন করতে হয়- এই বোধ তার পরিবার থেকেই পেতে হবে।  

‘গ্যাজেট আসক্তির কারণে তৈরি হচ্ছে না শিশুর সামাজিক দক্ষতা’
আবার শিশুকে বেশি শাসনে রাখাও সঠিক বিকাশের জন্য বিরাট বাধা। যদি এমন হয় পান থেকে চুন খসলেই তাকে বকাঝকা করা হয় কিংবা শাস্তি দেওয়া হয়, তবে তার আত্নবিশ্বাস চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে ভয়ে ভয়ে চলতে শুরু করবে। এতে বাড়তে থাকবে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব।
মেখলা বলেন; ‘সন্তান প্রতিপালনের একদম বেসিক হচ্ছে সন্তানকে অতিরিক্ত শাসন করা যাবে না, আবার অতিরিক্ত প্রশ্রয়ও দেওয়া যাবে না। শিশুকে এমনভাবে বড় করতে হবে যেন বাবা মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টটা ঠিক থাকে। যেন বাবা মায়ের সঙ্গে তার গল্প করার সম্পর্ক থাকে।’
আমাদের সমাজে আজকাল বিচ্ছেদ অনেক বেশি বেড়ে গেছে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সবচেয়ে বড় বিপদে পড়ে সন্তান। একাকী বাবা কিংবা মায়ের কাছে বড় হতে থাকে সে। এ সময় বাবা অথবা মায়ের সম্পর্কে সে নেতিবাচক ধারণা পেতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশুর সামনেই বাবা-মা একে অন্যকে দোষারোপ করতে থাকেন। এটি শিশুর বিকাশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। কোনও অবস্থাতেই এই ধরনের আচরণ করা যাবে না শিশুর সামনে।
আরেকটি বিষয় হচ্ছে শিশুর সামনে কোন কথাগুলো বলা উচিত এবং কোনগুলো উচিত নয় এটি অনেক অভিভাবকই জানেন না, অথবা জেনেও মানেন না। যেমন শিশুর সামনে অন্য কারোর বদনাম একেবারেই করা উচিত নয়। এতে এক ধরনের নেতিবাচক ধারণা গেঁথে যায় শিশুর মনে যা পরবর্তীতে তাকেও এই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করে।     

‘গ্যাজেট আসক্তির কারণে তৈরি হচ্ছে না শিশুর সামাজিক দক্ষতা’
প্রযুক্তির এই যুগে শিশুদের হাতে খুব সহজেই মোবাইল বা বিভিন্ন গ্যাজেট তুলে দেন অভিভাবকরা। এর কুফলটা হঠাৎ করে বোঝা যায় না। কিন্তু এটি শিশুর বিকাশের অন্তরায় এটি বলার অপেক্ষা রাখে না। গ্যাজেট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির কারণে একজন শিশুর সামাজিক দক্ষতা তৈরি হয় না। তারা একটি ফ্যান্টাসি জগতে বসবাস করতে শুরু করে। ফলে তারা জানে না আসল পৃথিবীটা কেমন। পৃথিবীতে প্রচুর মানুষ, একেক জন একেক রকম। তারা শেখে না কীভাবে এসব মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে- বলেন মেখলা।   
বাবা-মা সন্তানকে সবসময় সফল হওয়ার পরামর্শ দেন। কিন্তু অনেক বাবা মা আসলে জানেনই না সফলতার সংজ্ঞা কী। সফলতা মানে কেবল কর্মজীবনে সাফল্য নয়, সফলতা মানে সুখী থাকা। একজন অনেক টাকা উপার্জন করেও যদি অশান্তি নিয়ে ঘুমাতে যায়, যদি তার কোনও বন্ধু না থাকে কিংবা যদি সে দাম্পত্য জীবনে সুখী না হয়- তবে সে চূড়ান্ত ব্যর্থ।
টিনএইজে খুব সামান্য কারণে হতাশায় ভুগতে থাকে সন্তানরা। এক্ষেত্রে বাবা মায়ের করণীয় কী? এমন প্রশ্নের জবাবে মেখলা বলেন, টিনএইজের হতাশা বেশিরভাগই প্রেমঘটিত। এছাড়া বন্ধুহীনতা, পড়াশোনা সংক্রান্ত কারণেও অনেকে হতাশায় ভোগে। সন্তানের হতাশায় তাকে কটাক্ষ না করে তার পাশে থাকা উচিত অভিভাবকদের। সন্তানকে এটা বোঝাতে হবে যে, জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, বাবা মা সবসময়ই আছেন পাশে।
আরেকটি বিষয় হচ্ছে সন্তান অন্যায় করলে গায়ে হাত তোলা। মেখলা মনে করেন এমনটি করলে শিশু তার পরবর্তী জীবনে কখনও না কখনও এই আচরণ করার শিক্ষা পেয়ে যায়। গায়ে হাত না তুলে শাসন করা যেতে পারে শিশুকে। যদি শিশু কোনও অন্যায় করে তবে কিছুক্ষণের জন্য তার প্রতি আচরণে পার্থক্য নিয়ে আসুন। যেমন প্রতিদিন খাওয়ার জন্য হয়তো তাকে সাধেন। সেদিন সাধবেন না। এমন ছোট ছোট আচরণে তাকে বুঝিয়ে দিন সে যা করেছে সেটিতে আপনি রাগ করেছেন। শিশু নিজেই বুঝবে তার কাজটি করা উচিত হয়নি।

মেখলা সরকার ও বন্যা মির্জা
সর্বোপরি সন্তান প্রতিপালন একটি কঠিন দায়িত্ব। সেটি সফলভাবে পালন করা প্রতিটি বাবা মায়ের জন্যই একটি কঠিন পরীক্ষা। ‘তবে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে। সন্তানের সঠিক বিকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও সন্তানকে নিজের সম্পত্তি মনে করা যাবে না। মনে রাখতে হবে, আমার সন্তান আমার স্বপ্ন পূরণ করার জন্য এ পৃথিবীতে আসেনি’- বলেন মেখলা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়