X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হঠাৎ ডাস্টবিনে রঙ!

আজরাফ আল মূতী
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০১

হঠাৎ ডাস্টবিনে রঙ! এখন যানবাহন ও মানুষের ভিড়ে চলা দায় রাজধানীর রাজপথে। কিন্তু শহরকেন্দ্রিক শিল্পকর্ম প্রদর্শনী ‘শহরনামা’র প্রভাবে শাহবাগের চারুকলার বকুলতলা এবং সামনের রাস্তার চিত্র ছিল অনেকটাই ভিন্ন। সামনের রাস্তায় ডাস্টবিন থেকে শুরু করে বিভিন্ন স্থানে আঁকা ছিল নানা ধরনের গ্রাফিতি যা মনে করিয়ে দেয় শহুরে যান্ত্রিকতার কথা, মনে করিয়ে দেয় এখনও হারিয়ে যায়নি মানবিকতা ও শিল্পবোধ।

হঠাৎ ডাস্টবিনে রঙ! অন্যদিকে চারুকলার বকুলতলায় চলছিল আরেক আয়োজন। দেশি-বিদেশি মানুষের ভিড় ছিল সেখানে। চলছিল শহরনামা কর্মসূচির শহরকেন্দ্রিক চলচ্চিত্র প্রদর্শনী।  

বৃত্ত আর্টস ট্রাস্টের তত্ত্বাবধানে ৩০ জানুয়ারি থেকে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে চলছে শহরনামা’র শিল্পকর্ম প্রদর্শনী। চলবে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। এর মধ্যে আবার তিন দিনব্যাপী চলেছে গ্রাফিতি, লাইভ আর্ট আর চলচ্চিত্র প্রদর্শনী।

হঠাৎ ডাস্টবিনে রঙ! বৃত্ত আর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে বাংলাদেশের শহরনামা আয়োজনের কিউরেটরের দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান। মূলত টপোগ্রাফি অব মিরর সিটির ব্যানারে বিশ্বব্যাপী যে প্রদর্শনী হচ্ছে সেটিরই বাংলাদেশ সংস্করণ ‘শহরনামা’। এটির আন্তর্জাতিক কিউরেটর তাইওয়ানের স্যান্ডি সিউ চিহলো।  

এই তিনদিনে শিল্পীদের রংয়ের খেলায় ক্যানভাস হয়ে উঠেছিল ডাস্টবিন। পরিত্যক্ত দেওয়া, ফুটপাত। লাইভ আর্ট উপভোগ করেছে নগরবাসী। আর চলচ্চিত্র প্রদর্শনীতেও ছিল যথেষ্ট উপস্থিতি। চেনা-অচেনা, জানা-অজানা অনেক মুখই উপভোগ করেছেন এই তিনটি দিন।

হঠাৎ ডাস্টবিনে রঙ! শহরনামার চারুকলার আয়োজন ও অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আরও চার দিন রাজধানীর গ্রিন রোডে চলবে এর প্রদর্শনী। মোট নয়টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীটিতে। শিল্পী আমিনুল ইসলামের বালিশ দিয়ে তৈরি মায়ের দোয়া টাওয়ার অথবা শহুরে যান্ত্রিকতার ঘুর্ণন নিয়ে তৈরি শিল্পী কামরুজ্জামানের ‘রোটেটিং লাইভ’ দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ৩৩/১ গ্রিন মার্ট, গ্রিন রোড থেকে। শহুরে যান্ত্রিকতা, ব্যস্ততা ও তিক্ততার এক ব্যতিক্রমী গল্প শোনাবে আপনাকে ‘শহরনামা’।

হঠাৎ ডাস্টবিনে রঙ! এই শহরের মানুষকে ভিন্ন একটি শৈল্পিক আমেজ দিতেই এই আয়োজন চলছে। আবার মার্চ মাসে এই শহরনামার ধারাবাহিকতায় আরেকটি আয়োজন অনুষ্ঠিত হবে।

ছবি: হামিদ ভূইয়া

                  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসাকেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনের বিরুদ্ধে চিকিৎসাকেন্দ্রে বারবার হামলার অভিযোগ রাশিয়ার
এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি সই
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট