X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কটন ক্যাজুয়ালে জমছে ফ্যাশন

সুরাইয়া নাজনীন
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

কটন ক্যাজুয়ালে জমছে ফ্যাশন সকালে ঠাণ্ডা, দুপুরে গরম। সন্ধ্যায় আবার শীতের ভেলকিবাজি। আবহাওয়ার এমন মশকারা যেন লেগেই রয়েছে। কোন পোশাক পরে স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে এই সময়ে সুতি পরম বন্ধু হতে পারে। পোশাকে যেকোনও ডিজাইনের ক্ষেত্রে সুতি এক বাক্যে নিজেকে আপোস করে। ট্রেন্ডি এই নগরীতে ফ্যাশনটা যেমন গুরুত্ব বহন করে তেমনি আরামের বিষয়টিও কেউ হালকাভাবে দেখে না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমার পোশাকটি কেমন হবে? সময় উপযোগী সেসব পোশাকের খবর নিয়ে এই লেখা-

মডেল: প্রিয়ন্তি ইরফান, পোশাক: বিশ্বরঙ এখনকার মেয়েরা দুহাতে গোটা পৃথিবীই সামলাচ্ছে। চোখে মুখে ব্যস্ততা। তাই ফ্যাশন দুনিয়ার অনুসঙ্গগুলোও ঘুরছে তাদের কথা চিন্তা করে। জবরজং পোশাকে আজ আর বিশেষায়িত্ব নেই। সবাই ঝুকছে ক্যাজুয়াল পোশাকের দিকে। ছিমছাম পোশাক সবাই পছন্দ করছে। হরেক মোটিফে উজ্জ্বল পোশাকের জমিন নানা শেডে। ফ্যাশন ডিজাইনাররাও সময়ের সৌন্দর্যকে ধরার চেষ্টা করছেন। এখনকার পোশাক হিসেবে প্রাধান্য পাচ্ছে সিঙ্গেল কামিজ, থ্রি-পিস, লং স্কার্ট-টপস, টি-শার্ট ও ফতুয়া। অফিস কিংবা নানান প্রোগ্রামে এসব পোশাক নিজেকে স্মার্ট করে তুলবে অনায়াসে। নিজের রুচির সঙ্গে বোঝাপড়া করে পোশাক নির্বাচন করতে হবে।

মডেল:  রেহনুমা রেজা, পোশাক বিশ্বরঙ ডিজাইনাররা প্রাধান্য দিয়েছেন আরামদায়ক কাপড় আর ক্যাজুয়াল আউটফিটে। রঙের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে হালকা রং। বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, এসময়ের জন্য সুতি কাপড়ই গ্রহণযোগ্য। ডিজাইনের ক্ষেত্রে ছিমছাম ও ক্যাজুয়াল কাট গুরুত্ব পাচ্ছে। সুতির কাপড়ে তৈরি করছি লং কাটের গাউন। লং স্কার্ট সঙ্গে ফুল স্লিভ টপস বেশ চলছে। তবে মজার বিষয় হলো এখন সুতি কাপড়ের কুর্তিতে নানান ঢঙের কুচি লাগিয়ে গর্জিয়াস পোশাক তৈরি করা হচ্ছে। তবে ফিটিং কাট এড়িয়ে কাপড়ের কাটিংয়ে ঢিলেঢালা ভাব রাখা হচ্ছে।

পোশাক: বিশ্বরঙ গতানুগতিক সালোয়ার-কামিজের পাশাপাশি সুতি কাপড়ে টপস, পালাজ্জো, টি-শার্ট, কাফতানের কাটিং ও ডিজাইনে এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। বেশিরভাগ কাপড়ই নিট, ভয়েল, সুতি লিলেন। এগুলো পরতে আরামদায়ক। কাফতান, টপস, কুর্তা, টি-শার্টে এসেছে নতুন ডিজাইন। ডিজাইন লেস, পাইপিং, অ্যামব্রয়ডারি করা হয়েছে। কাফতানে টাইডাই, কুর্তায় কোমরের কাছে বেল্ট, বুকের মাঝখানটায় অনেকগুলো কুঁচি বসিয়ে ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে।

পোশাক: ইনফিনিটি সুতি কাপড় সব সময়ের জন্যই গ্রহণযোগ্য। সহজেই ঘাম শুষে নেয় বলে সুতি কাপড় শরীরে অস্বস্তির সৃষ্টি করে না। শুধু বড়দের জন্য নয় এটা নরম বলে বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া বৃদ্ধরাও সুতি পোশাক অনায়াসে পরতে পারে। সুতি কাপড় পাওয়া যায় নানা রঙের ও প্রিন্টের। একরঙা সুতি কাপড়ে ব্লক, বাটিক, টাইডাই, সূচিকর্ম, স্প্রে ইত্যাদির কাজ করে পোশাক আরো আকর্ষণীয় ও অনবদ্য করে তোলা যায়।

মডেল: রেহনুমা রেজা, পোশাক: ইনফিনিটি তাহলে এই বিচ্ছিরি আবহাওয়া পরিবর্তনের সময় আরামদায়ক কাপড়েই জমে উঠুক আপনার ফ্যাশন।

মডেল: প্রিয়ন্তি ইরফান ও রেহনুমা রেজা।

ছবি: রাব্বি ইসলাম, ওয়েডিং রিফ্লেকশন।

পোশাক: বিশ্বরঙ এবং ইনফিনিটি। প্রচ্ছদের পোশাক: ইনফিনিটি। 

মডেল: প্রিয়ন্তি ইরফান, পোশাক: ইনফিনিটি

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!