X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সম্পর্কে দূরত্ব চাইছে সঙ্গী?

নাদিয়া নাহরিন
১১ মার্চ ২০১৮, ১৪:০০আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৪:৩৬
image

মান অভিমানের এক পর্যায়ে আপনার প্রিয় মানুষটিই হয়তো আপনার কাছে চেয়ে বসলো কিছুটা ‘দূরত্ব’ বা সময়। নিশ্চয়ই আপনি এই মুহূর্তটির জন্য প্রস্তুত নন? আপনার মধ্যে তীব্র শঙ্কা দেখা দিল, ‘সে আবার ফিরে আসবে তো?’ কিংবা ঠিক কতটা সময় দেওয়া প্রয়োজন সেটাও বুঝে উঠতে পারছেন না। এসব টানাপড়েনের প্রভাব শেষ পর্যন্ত পড়বে সম্পর্কের উপরই। মনে রাখবেন, যেহেতু একসঙ্গে চলার পথটা দীর্ঘ এবং একইসঙ্গে বন্ধুর তাই এখানে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যার। হঠাৎ এ ধরনের পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যাবেন না তাই। মনে রাখবেন কিছু বিষয়।

সম্পর্কে দূরত্ব চাইছে সঙ্গী?
১. সব সম্পর্কেই প্রয়োজন কিছুটা দূরত্বের
এই ব্যাপারটি অনেকটাই বিপরীত! আপনার প্রিয় মানুষটিকে পাবার জন্যে তাকেই কিনা দূরে যেতে দিচ্ছেন? হ্যাঁ, অধিকাংশ কাউন্সেলররাই এমনটা মনে করেন। কেননা আমাদের প্রত্যেকেরই একটা ‘হিউম্যান সাইকোলজি’ রয়েছে। যেই জিনিসটি আপনি আঁকড়ে ধরতে চাইবেন বেশি, সেটারই হাত ফসকে বেড়িয়ে যাবার প্রবণতা সব চাইতে বেশি থাকে। তাই বিষয়টি মাথায় রেখেই আপনার সঙ্গীকে কিছুটা সময় একা থাকতে দিন। বিশেষ করে তিনি নিজেই যখন এই সময়টা চাইছেন।
২. এ সময়ে গড়ে তুলুন নিজেকে
অন্যকে ভালোবাসার পূর্বে নিজেকে ভালবাসতে শিখুন। চলার পথে কেউ একজন থাকলে মন্দ হয় না। কিন্তু মনে রাখুন এই চলার পথটা কিন্তু একান্তই আপনার। তাই নিজের পায়ে দাঁড়াতে শিখুন। এই সময়টা নিজের জন্যেই বরাদ্দ রাখুন। পছন্দের কাজগুলো করুন, নিজের যেই ভুলত্রুটি আছে সেগুলো শুধরে নিন। এটাই আপনার মনোবল বাড়িয়ে দেবে অনেক গুণ।
৩. অতিরিক্ত যোগাযোগ না করা
নিজের প্রয়োজন জানান দেওয়ার জন্যেই এ সময়টা খুব বেশি যোগাযোগ করবেন না। প্রয়োজনে তাকে ক্ষুদেবার্তা দিতে পারেন। এবং সেখানে অবশ্যই নিজের কথা না বলে এমন কিছু লিখুন যাতে আপনার সঙ্গী সহজবোধ করেন। তাকে বুঝতে দিন যে এই সময়টা আপনি ব্যয় করছেন নিজেকে গুছিয়ে নেওয়ার কাজে।
৪. আস্থা রাখুন
কথায় বলে, ‘বিশ্বাসে মেলায় বস্তু।’ এবং সেই সঙ্গে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আস্থা রাখতে পারেন নিজেদের উপর। কিন্তু মনে রাখুন দূরত্বের এই সময়টা সঙ্গীকে বিরক্ত করা যাবে না। তাকে তার মতই থাকতে দিন। এবং সবসময় চেষ্টা করুন ইতিবাচক থাকার। কেননা এটি পরবর্তীতে আপনার প্রয়োজনেই আসবে।
৫. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা
এ সময়ে আপনি হয়তো হালকা হওয়ার জন্যই কারও সঙ্গে আলাপ করলেন। কিন্তু তার কথা শুনে উল্টো আপনার মনই ভেঙ্গে গেল! এর মূল কারণ হলো, আমাদের একেকজনের দেখার দৃষ্টিভঙ্গি একেক রকমের। আপনাদের দুজনের সম্পর্কের বিভিন্ন দিকগুলো আপনি যেভাবে দেখছেন, আপনার বন্ধুটিই হয়তো সেভাবে দেখছে না। একইভাবে আপনার বন্ধুটির সম্পর্কের দিকগুলোও আপনি কাছে থেকে বুঝবেন না। তাই খুব কাছের দু-একজন ছাড়া অন্যের মতামত এড়িয়ে চলুন। এবং দিন শেষে আস্থা রাখুন নিজের ওপর।
৬. তারপরেও প্রস্তুত থাকা...
এবং যেমনটাই হোক চেষ্টা করুন নিজেকে প্রস্তুত রাখবার। আপনি যেমন ইতিবাচক থাকবেন তেমনি একই সঙ্গে নিজেকে এটাও বোঝান যে, সামনে আরও ভাল কিছু আসবে। এমনও তো হতে পারে, একটা সময় পর আপনি নিজেই বুঝে গেলেন যে চলার পথটা ভুল ছিল। আর তাই সবার আগে চেষ্টা করুন নিজেকে গড়ে তোলার। কেননা দিন শেষে আপনিই জয়ী!

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা