X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চলছে ‘ঢাকা মোটর শো ২০১৮’

লাইফস্টাইল রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১২:১৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:০৫
image

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৩তম ঢাকা মোটর শো। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আর একই সঙ্গে শুরু হয়েছে ৪র্থ ঢাকা বাইক শো-২০১৮, ৩য় ঢাকা অটোপার্টস শো’ এবং ২য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। আর এ সবক’টি শো এর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সেক্রেটারি মোহাম্মদ শওকত আলী, এনার্জিপ্যাক জেনারেশন লি: এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হুমায়ন রশিদ, র‌্যানকন মোটরবাইকস্ লি: এর ম্যানেজিং ডিরেক্টর শাওন হাকিম, এবং সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মিস মেহেরুন এন ইসলাম।

এইচ টি ইমাম বলেন,  বাংলাদেশের এমন আয়োজন খুবই ভালো উদ্যোগ। আমি আনন্দিত সেমসের এমন আয়োজনে। আমাদের দেশের মোটর মার্কেট প্রসার হচ্ছে। বাইরের দেশের আন্তর্জাতিক মোটর কোম্পানিগুলো আমাদের দেশে আসছে। সেই সাথে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের ভালো সম্পর্ক হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে মোটর বিভাগ আরো সুপ্রসার হবে।

জাপান, ফ্রান্স, ইউএই, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ২৩৫টি প্রতিষ্ঠান ৬২০টি স্টলে অংশগ্রহণ করেছে। এই মোটর শোতে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটর বাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রুপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার।

চলছে ‘ঢাকা মোটর শো ২০১৮’

বাংলাদেশে দ্রুত প্রসারিত অটোমোটিভ ও অটো-কম্পোনেন্ট খাতকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ডনিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে। প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে যা বাংলাদেশে অটোমোটিভ, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

‘৪র্থ ঢাকা বাইক শো-২০১৮’-এর প্লাটিনাম স্পন্সর সুজুকি মোটর বাইকস এবং ‘২য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০১৮’ এর প্লাটিনাম স্পন্সর এনার্জিপ্যাক (আনকাই ও জ্যাক)। প্রদর্শনীর ব্রডকাস্ট পার্টনার- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মিডিয়া পার্টনার- দ্যা ডেইলি স্টার, দৈনিক সমকাল, রেডিও পার্টনার- স্পাইস এফএম, ম্যাগাজিন পার্টনার- আইস বিজনেস টাইমস, অটোমোটিভ ব্লগিং পার্টনার- অটো রিবেলিয়ন, মিডিয়া মনিটরিং পার্টনার- রায়ান্স আর্কাইভ লি:, আইটি পার্টনার- আমার টেক এবং ক্রিয়েটিভ পার্টনার- মার্কেট এজ, এন্টারটেইনমেন্ট পার্টনার- কনকর্ড এন্টারটেইনমেন্ট, অনলাইন মিডিয়া পার্টনার- বিক্রয় ডটকম, ‘৪র্থ ঢাকা বাইক শো-২০১৮’-এর অনলাইন মিডিয়া পার্টনার- বাইক বিডি এবং কমিউনিটি পার্টনার- বিডি মোটরসাইকেলিস্ট।

প্রদর্শনীগুলো ২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে