X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যত্নে থাকুক আদরের সন্তান

আহমেদ শরীফ
৩১ মার্চ ২০১৮, ১৯:৪৯আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৯:৫৫

যত্নে থাকুক আদরের সন্তান খুব দ্রুত সময় পাল্টাচ্ছে। আমরা এখন অফিসে বা কর্মক্ষেত্রেই বেশি সময় দেই। যান্ত্রিক হয়ে উঠা এই জীবনে তাই পরিবারের সন্তান, মানুষদের সময় দেওয়া হয়ে উঠে না খুব একটা। বিষয়টা অনেকটা আমেরিকা, বৃটেন, কানাডার স্থানীয়দের মতোই। সেখানে তাই কর্মজীবী বাবা-মায়েরা তাদের সন্তানদের কোয়ালিটি টাইম দিতে পারে খুব কম। তাই বেবি সিটিংয়ের মাধ্যমে বাবা-মায়েরা সন্তানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন।  ঢাকায় এখন সে অবস্থাই দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। বাবা-মা দুজনই কর্মক্ষেত্রে চলে যায় বলে সন্তানরা কাজের মানুষ বা আনাড়ি দূর সম্পর্কের কোনও পরিচিতজনের তত্ত্বাবধানে বেড়ে উঠছে। এতে করে সন্তানের মানসিকতায় ভর করে বিরাট এক শূন্যতা, অপ্রাপ্তি। বাবা-মা কাছে না থাকলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এ অবস্থায় কর্মজীবী বাবা-মা খুঁজছেন ডে কেয়ার সেন্টার। ইদানিং ঢাকার কয়েকটি এলাকায় তেমন কিছু ডে কেয়ার সেন্টার গড়ে উঠেছে।

সন্তানদের সার্বিক দায়িত্ব নিয়ে একটি সুন্দর পরিবেশে বাচ্চাদের বেড়ে উঠার সুযোগ দিতে গড়ে তোলা হয়েছে ‘টাইনি নেস্ট; নামের একটি ডে কেয়ার সেন্টার। লালমাটিয়ায় গড়ে তোলা এই ডে কেয়ার সেন্টারটি আপনার সন্তানের জন্যেও হতে পারে নিরাপদ এক বিকল্প স্থান। গত বছর জুন মাস থেকে ডে কেয়ার সেন্টারটি কাজ শুরু করে।

যত্নে থাকুক আদরের সন্তান পুরো দিন, অর্ধেক দিন, ঘন্টা বা দিন ভিত্তিক সার্ভিস দেওয়া হয় এই ডে কেয়ার সেন্টারে। ছয় মাস থেকে ১২ বছর পর্যন্ত সব বয়সী বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে। শিশুদের সুস্থ বিকাশে খেলাধুলা, ড্রইং, বই পড়া, গল্প বলা সহ বিভিন্ন সৃজনশীল ব্যবস্থা রয়েছে। নিজস্ব ডাক্তারের মাধ্যমে বাচ্চাদের প্রতি মাসে চেক আপের ব্যবস্থা আছে। পরিচালক ছাড়াও প্রতি ৫ জনের জন্য আছে একজন কেয়ারটেকার। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। বাসা থেকে অভিভাবক শিশুর সাথে কথা বলার সুযোগ পান। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেন্টার খোলা থাকে। বিশেষ প্রয়োজনে ছুটির দিন ও সন্ধ্যার পরও খোলা রাখার ব্যবস্থা আছে। লালমাটিয়া অ্যাকাডেমিয়া স্কুলের বিপরীতে এই স্কুলটি সম্পর্কে বিস্তারিত জানতে ঢুঁ মারুন এর ওয়েব সাইট ও ফেসবুক পেইজে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া