X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চারুকলায় তুলির শেষ আঁচড়, অপেক্ষা মঙ্গল শোভাযাত্রার

হাসনাত নাঈম
১৩ এপ্রিল ২০১৮, ১৭:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৪
image

আর মাত্র কয়েক ঘন্টা পর বাঙালি জাতি মেতে উঠবে নববর্ষ উদযাপনে। ২৮ বছরের ধারাবাহিকতায় এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ধরা হয়েছে লালনের অমর বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ প্রস্তুতি ১
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আগামীকাল শনিবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে যাত্রা শুরু করবে। শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রতিকৃতি, কাগজের মুখোশ, মাটির তৈরি অশুভ শক্তির প্রতীকী মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল মোড় হয়ে শাহবাগ ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার চারুকলার গেটে এসে শেষ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ প্রস্তুতি ২
শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, শেষ দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অনুষদের শিক্ষার্থীরা। তাদের তৈরি করা মাটির  মুখোশ, কাগজ কেটে তৈরি করা পেঁচার প্রতিকৃতি, হাতি, ঘোড়ায় শেষ সময় চলছে তুলির আঁচড়। অন্যদিকে চারুকলার খোলা জায়গায় কাঠের বৃহৎ প্রতিকৃতিতে শেষবারের মত দেওয়া হচ্ছে রঙের আঁচড়। কাঠের প্রতিকৃতিতে ফুটিয়ে তুলা হয়েছে মাছ ও বক, একজন নারী পায়রা ওড়াচ্ছেন, সাইকেলে কৃষক ও তার কোলে শিশু, জেলের মাছ ধরা, পানিতে মাথা ভাসিয়ে রাখা মহিষ ইত্যাদি। কাগজ দিয়ে হাতে ধরার এবং ঝুলানোর মতো বিভিন্ন প্রতিকৃতিও বানাচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ প্রস্তুতি ৪
এবারের মঙ্গল শোভাযাত্রার কাজ করছেন চারুকলার ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। তারা জানান, চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে মার্চের ১৫ তারিখ থেকে। বাংলার লোকশিল্পকে নানা রঙে সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এই শোভাযাত্রায় ব্যবহৃত করা হবে নানা রকম মোটিফ। এসব মোটিফ তৈরি পেছনে উদ্দেশ্য একটাই, বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প যেন হারিয়ে না যায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ প্রস্তুতি ৫
মঙ্গল শোভাযাত্রা নিয়ে জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, নতুন বছরের প্রথম দিনে আমাদের কামনাটা কী, সেটিই আমরা মঙ্গল শোভাযাত্রার ব্যানারে লিখি। আমরা চেষ্টা করি আমাদের দেশের কোনও মহান ব্যক্তি, কোনও সাহিত্যিক বা কোনও দার্শনিকের একটা বাণী শোভাযাত্রায় ব্যবহার করার। গত বছর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, এর আগের বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা এসেছে। এবার আমরা লালনের বাণী নিয়ে এসেছি। এমন একটি বাণী যা এ মুহূর্তে দেশ এবং মানুষের জন্য প্রয়োজন। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ধরা হয়েছে লালনের অমর বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’
এছাড়াও শুক্রবার বিকেল ৫টায় চরুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান। এটি চলবে রাত ৯টা পর্যন্ত।

ছবি: আহমদ সিফাত

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা