X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মাও শিখুক প্রযুক্তি

নওরিন আক্তার
১৩ মে ২০১৮, ২০:২৬আপডেট : ১৩ মে ২০১৮, ২০:২৯
image

ছেলে সজল আমেরিকায় থাকেন পড়াশোনার জন্য। মা সালেহা বেগমের আফসোস তিনি খুব সহজে ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পান না। ইন্টারনেটে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারলে এই সমস্যায় পড়তেন না। কিন্তু গ্যাজেটে অভ্যস্ত নন বলে অপেক্ষায় থাকতে হয় মেয়ের। মেয়ে সময় পেলে তবেই তিনি সুযোগ পান সাত সমুদ্র তের নদীর ওপারে থাকা একমাত্র ছেলের সঙ্গে কথা বলার। জানালেন চাকরিজীবী মেয়ে ফোন করেন দিনের মধ্যে বেশ কয়েকবার। মায়ের শরীরের খোঁজখবর নেন। কিন্তু ছেলেকে কিছু বলতে চাইলে মেয়েই ভরসা। আফসোস করে জানালেন, প্রযুক্তিটা একটু আয়ত্ত করতে পারলে ছেলেমেয়ের বেশ কাছাকাছিই থাকা যেত।

মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া মাকে নিয়ে মডেল হয়েছেন বাংলা ট্রিবিউনের আয়োজনে
মজার একটি তথ্য জানালেন ব্যবসায়ী মাইশা ইসলাম। প্রতিদিন বাড়িতে ফিরে রীতিমত একঘণ্টা ক্লাস নিয়ে মাকে স্মার্ট ফোন ব্যবহার করা শেখাচ্ছেন তিনি। জানালেন, প্রায়ই দেশের বাইরে কাজে যান কিংবা ঘুরতে যান। সে সময় মায়ের সঙ্গে যোগাযোগ করাটা বেশ কষ্টকর হয়ে পড়ে। এ কারণেই মাকে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে ভিডিও কলে কথা বলতে হয় সেটা শেখাচ্ছেন। ফেসবুক, হোয়াটস অ্যাপ কিংবা ইমোতে খুব সহজেই যে যোগাযোগ করা যায় সেটা জেনে মাও ভীষণ অবাক!
ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আনিসুর রহমান জানালেন, টিউশনি করে মাকে একটি স্মার্ট ফোন কিনে দিয়েছেন। খুলে দিয়েছেন ফেসবুক অ্যাকাউন্টও। এখন মা ফেসবুকেই জিজ্ঞেস করেন দুপুরের খাওয়া হয়েছে কিনা! আবার খালা কিংবা দেশের বাইরে থাকা আত্মীয়স্বজনদের পোস্ট পড়ে তার অবসর সময়টাও বেশ ভালো কাটে।
জেনারেশন গ্যাপের একটি বড় কারণ প্রযুক্তিগত দূরত্ব। বাবা-মায়ের যেমন অভিযোগ সন্তান সারাক্ষণ স্মার্ট ফোনে মেতে থাকে, তেমনি সন্তানরাও মনে করেন বাবা-মা তাদের একদম বোঝেন না। এই পরিস্থিতির সমাধানে নিজের ব্যস্ত জীবন থেকে খানিকটা সময় বের করে মাকেও শিখিয়ে দিতে পারেন প্রযুক্তির প্রয়োজনীয় কিছু ব্যবহার। বিশেষ কোনও দিবস উপলক্ষে উপহার দিতে পারেন স্মার্ট ফোন কিংবা ট্যাব। শিখিয়ে দিতে পারেন কীভাবে ইউটিউবে ভিডিও দেখতে হয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে হয়। অবসরে গান শোনার জন্য কিনে দিতে পারেন গান শোনার ছোট্ট কোনও যন্ত্রও। কিনে দিতে পারেন হেডফোন। নতুন নতুন গান শোনা, ভিডিও দেখা কিংবা দূরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের এই ব্যবস্থা মা পছন্দ করবেনই।

মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া মাকে নিয়ে মডেল হয়েছেন বাংলা ট্রিবিউনের আয়োজনে
তবে প্রয়োজন ছাড়া সারাক্ষণ স্মার্ট ফোনে বুঁদ হয়ে থাকার অভ্যাস থাকলে সেটা কিন্তু বাদ দিতে হবে আপনাকেই! মায়ের সঙ্গে গল্প করা, তাকে ঘুরতে নিয়ে যাওয়া কিংবা মায়ের সঙ্গে একান্তে সময় কাটানোর কোনও বিকল্প নেই। প্রযুক্তিহীন এই জীবনটাই মায়ের সঙ্গে বাড়াবে আপনার বন্ধুত্ব।

বাংলা ট্রিবিউনের আয়োজনে মাকে নিয়ে মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া
ছবি: সাজ্জাদ হোসেন    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক