X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশের বাইরেও ব্যবহার করতে পারেন রাইড শেয়ারিং অ্যাপ

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০১৮, ১৫:০০আপডেট : ২৪ মে ২০১৮, ১৫:২৪

আসন্ন ঈদের ছুটিতে হয়তো অনেকেই ঘুরতে যাবেন। কিন্তু দেশের বাইরের ভ্রমণ মাঝে মাঝে ঝামেলার হতে পারে। কঠিনসাধ্য হয়ে উঠতে পারে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া ব্যাপার। তাই ঝামেলাবিহীন ভ্রমণের ক্ষেত্রে সহায়ক হতে পারে রাইড শেয়ারিং সার্ভিস।

দেশের বাইরেও ব্যবহার করতে পারেন রাইড শেয়ারিং অ্যাপ
ক্লান্তিকর ভ্রমণের পর রেলস্টেশন, এয়ারপোর্ট অথবা বাস স্ট্যান্ডে ট্যাক্সির জন্য আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এছাড়াও এয়ারপোর্ট, হোটেল এবং প্রধান পর্যটন আকর্ষন স্থানেও পেয়ে যাবেন উবার। অ্যাপ থেকে কাঙ্ক্ষিত সেবার নির্দেশনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে চলে আসবে উবারের গাড়ি।
দেশের মধ্যে
সারাবছর যানজট থাকলেও ঈদের সময় ঢাকার রূপ পাল্টে যায়। তাই ঈদের ছুটিতে ঢাকায় বের হতে পারেন উবার হায়ার নিয়ে। ঘুরে দেখতে পারেন লালবাগ কেল্লা, আহসান মনজিল, জাতীয় জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনসহ ঢাকার দর্শনীয় স্থানগুলো। উবার হায়ারে গাড়ি পাল্টানোর ঝামেলা নেই। অ্যাপে আপনার গন্তব্যস্থানগুলো নির্দেশ করে দিলেই উবার আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে সারাদিন। ঢাকা ব্যতীত বন্দরনগরী চট্টগ্রামেও এখন পাওয়া যাচ্ছে উবারের সেবা। এখন আর জিইসি মোড়ের কোনও রেস্টুরেন্ট অথবা বিকেলে পতেঙ্গা যাওয়া নিয়ে ভাবতে হবে না! উবার রিকোয়েস্ট করে চলে যান আপনার গন্তব্যে এবং ছুটিতে উপভোগ করুন বন্দরনগরীর সৌন্দর্য।
দেশের বাইরে
পৃথিবীর অনেক দেশেই উবারের সার্ভিস চালু আছে। যেসব দেশে উবার সার্ভিস চালু আছে সেসব দেশ ভ্রমণে গিয়ে উবার ব্যবহার করার জন্য নতুন করে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনার ফোনে থাকা অ্যাপটি বিদেশেও ব্যবহার করা যাবে।
এই ছুটিতে ঘুরে আসতে পারেন অস্ট্রেলিয়া থেকে। একটি দেশের দর্শনীয় স্থানগুলোর ব্যাপারে সবচেয়ে ভাল ধারণা দিতে পারেন একজন স্থানীয় ব্যক্তি। আপনি উবারের মাধ্যমে আপনার ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন। স্থানীয় হওয়ার সুবাদে সবকিছু তাদের নখদর্পনে থাকে। নিশ্চিত থাকতে পারেন যে তার দেওয়া তথ্য আপনার ভ্রমণকে অনেক সহজ করে তুলবে। উবারে ঘুরে দেখুন মেলবোর্ন শহরের অপরূপ সৌন্দর্য কিংবা মর্নিংটন পেনিনসুলার অবাক করা প্রাকৃতিক দৃশ্য অথবা সাউথব্যাংক, ব্রিসবেন শহরের মধ্যে থাকা কৃত্রিম সমুদ্র সৈকত।
চলে যেতে পারেন নিউজিল্যান্ডে। ঘুরে আসুন ওয়েলিংটন জাদুঘর কিংবা অকল্যান্ডের স্কাই টাওয়ারের ২২০ মিটার উঁচু থেকে দেখুন শহরের সৌন্দর্য। এছাড়াও অকল্যান্ডের চিড়িয়াখানায় যেয়ে দেখে আসতে পারেন কোয়ালা বিয়ার অথবা একটু সাহস নিয়ে করে ফেলতে পারেন বাঞ্জি জাম্প অকল্যান্ড ব্রিজে। আর এসব জায়গায় সহজেই চলে যাওয়া যাবে উবারের মাধ্যমে।

গন্তব্যস্থল যদি ভারত হয় তাহলে কলকাতা কিংবা দিল্লীর ইন্ডিয়া গেটসহ ভারতের চারপাশ ঘুরে দেখতে নিয়ে নিতে পারেন সাশ্রয়ী উবারপুল। আপনার অসংখ্য শপিং ব্যাগ বহন থেকে শুরু করে শহর ঘুরে দেখানো সব ক্ষেত্রেই আপনার পাশে থাকবে উবার।
ঢাকা, চট্টগ্রাম কিংবা বিশ্বের যেখানেই যান ব্যবহার করুন উবার এবং নিশ্চিন্ত থাকুন। উবারে একটি ট্রিপ রিকোয়েস্ট করার সময় মোবাইলের স্ক্রিনে ড্রাইভারের সকল তথ্য, গাড়ির নম্বর ও মডেল এবং যাত্রীর অবস্থানে গাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটি জানিয়ে দেওয়া হয়। তাই চাইলেই এখন ঝামেলা এড়িয়ে চলা সম্ভব।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক