X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ঈদ বাজার

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়

নওরিন আক্তার
০৮ জুন ২০১৮, ১৬:১১আপডেট : ০৮ জুন ২০১৮, ১৬:১৮
image

শেষ সময়ের ঈদ কেনাকাটা নিয়ে এখন ব্যস্ত নগরবাসী। মার্কেটগুলো ঘুরে দেখা গেল, শাড়ি কিংবা সালোয়ার কামিজের মতো পাঞ্জাবির বাজার এখনও সেভাবে জমে ওঠেনি। বিক্রেতারা আশা করছেন, আজ শুক্রবার থেকে বাড়তে শুরু করবে পাঞ্জাবির ক্রেতা।

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়
এলিফ্যান্ট রোডের পাঞ্জাবির দোকানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতারা নতুন নতুন পাঞ্জাবি খুঁজছেন। আদিল হোসেন এসেছিলেন মগবাজার থেকে। জানলেন, নিজের জন্য পাঞ্জাবি কিনবেন। পাশাপাশি বাবা ও ছোট ভাইয়ের জন্যও কিনবেন। কেনার আগে যাচাই-বাছাই করে দেখছেন। এর আগে আড়ং ও অন্যান্য ব্র্যান্ডের দোকানগুলো ঘুরে দেখেছেন। ঢাকা কলেজের বিপরীত দিকের দোকানগুলো থেকে অবশ্য নিজের দুই ছেলের জন্য পাঞ্জাবি কিনে ফেলেছেন মুনির। জানালেন, একদিনেই সব কেনাকাটা করে ফেলতে চান। তাই চলে এসেছেন নিউ মার্কেট-গাউসিয়ার এই সাইডে। বাকি কেনাকাটাও এদিক থেকেই সেরে ফেলবেন।

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়
সুলভে পাঞ্জাবির জন্য বিখ্যাত আয়েশা শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা গেল এবারও বেশ কমেই মিলছে পাঞ্জাবি। কুইন ফ্যাশনে প্রিন্টের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। বিভিন্ন রং ও কাপড়ের পাঞ্জাবি রয়েছে বলেন জানালেন দোকানি। মার্কেট ঘুরে দেখা গেল, গলায় হালকা কাজ করা সুতির পাঞ্জাবিই পছন্দ করছেন ক্রেতারা। ক্রিম রঙের ছিমছাম পাঞ্জাবি কিনছিলেন আবু তালেব। জানালেন বাবার জন্য একটু হালকা রং ও কাজের মধ্যে পাঞ্জাবি খুঁজছিলেন। পছন্দসই পেয়েও গেছেন। এখানে পাঞ্জাবির দামটাও বেশ হাতের নাগালে। 

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়
বিক্রেতারা জানালেন, গরমে ঈদ পড়ছে বলে ক্রেতারা সুতির পাঞ্জাবি বেশি কিনছেন। তবে যারা একটু জমকালো পাঞ্জাবি চান, তারা বেছে নিচ্ছেন সিল্ক কিংবা কাতানের পাঞ্জাবি। রয়েছে তসর, ধুপিয়ান, স্লাব কটন, জুট কটন ও বার্মিজ কাপড়ের পাঞ্জাবিও।

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়

মাতৃভূমি দোকানের ম্যানেজার শাকিল জানালেন, একদম ছিমছাম পাঞ্জাবির দাম শুরু ৬০০ টাকা থেকে। কলারের অংশে ও বুকের উপর কাজ করা পাঞ্জাবির চাহিদা বেশি। স্ট্রাইপ ও পাঞ্জাবিজুড়ে কারুকার্য এমন পাঞ্জাবিও পছন্দ করছেন কম বয়সী ক্রেতারা। ৬০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ২০০ টাকা দামের পাঞ্জাবি তার দোকানে রয়েছে বলে জানালেন শাকিল। সিল্কের উপর কাজ করা ভারতীয় পাঞ্জাবির দাম বেশি। শিশুদের পাঞ্জাবিও পাওয়া যাবে। ৪৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পড়বে দাম।

পাঞ্জাবি মিলবে ৬০০ টাকায়
আয়েশা শপিং কমপ্লেক্স, আড়ং, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ছাড়াও দেশি ফ্যাশন হাউসগুলোতে পাবেন পাঞ্জাবি। একটু কম দামের মধ্যে পাঞ্জাবি চাইলে চলে যেতে পারেন বঙ্গবাজার। আজিজ সুপার মার্কেট, বেইলি রোডসহ বিভিন্ন শপিং মলেও মিলবে পছন্দের পাঞ্জাবি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া