X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মধ্যবিত্তের ভরসা 'হকার্স'

ফাতেমা আবেদীন
০৯ জুন ২০১৮, ২০:০৭আপডেট : ০৯ জুন ২০১৮, ২০:১৩

মধ্যবিত্তের ভরসা 'হকার্স' রাত ১২টায় ধানমন্ডি হকার্সে পা রেখে বুঝলাম সত্যিকারের ঈদ শপিং চলছে এখানে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার কথা বলছি। হাজার হাজার ক্রেতা। দোকানিরা ভিড় সামলে উঠতে পারছেন না। কথা বলার জন্য বিক্রেতা পাওয়া গেলো না। পোশাক কেনার ছলে একজনের সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম- বেচাকেনা কেমন চলছে? তিনি কোনরকম চেহারার সামনে থেকে কাপড়ের স্তুপ সরিয়ে বললেন আপা পরে কথা বলি।

এটি ধানমন্ডি হকার্সের নূর জাহান এসি মার্কেটের একটি দোকানের দৃশ্য। রেডিমেড পোশাকের জন্য এই মার্কেটের জুড়ি নেই। ছেলে-বুড়ো বা বড় সবার জন্য হাতের নাগালের দামের মধ্যে রয়েছে পোশাক। মেয়েদের গাউন থেকে লং ফ্রক, কিংবা ফতুয়া। অ্যাম্ব্রয়ডারি বা অ্যাম্বুশ- সব ডিজাইনের দেখা মিলবে হকার্স মার্কেটে।

হকার্স মার্কেট নিয়ে একটি গল্প ছিল, এই মার্কেটে একেবারে সাধারণ পোশাক পরে ঢুকে পরে ভোল পালটে বের হওয়া যায়। নিত্যপ্রয়োজনীয় পোশাকের সবগুলোই পাওয়া যায় হকার্সে।

জামা, প্যান্ট, শার্ট এমনকি ইনার্স বা অন্তর্বাস, নাইটি, স্লিপিং গাউন সবকিছুই হাতের নাগালেই পাবেন। নূর জাহান এসি মার্কেটের দোকানি আকবর মেয়েদের কামিজ, ফতুয়া, গাউন ও লং ফ্রক বিক্রি করেন। তিনি জানালেন দেশেই তৈরি হয় তার পোশাক। আন্তর্জাতিক ফ্যাশন আউটলেটের ছবি দেখে নিজেরা ডিজাইন করে কারিগর জামা বানায়। কাটিং বা ফিটিংয়ে সমস্যা নেই বললেই চলে।   

দাম শুরু হয় ৩৫০ থেকে। এক রঙা বা প্রিন্টেড লিলেন কাপড়ের মধ্যে শার্ট কাটিং ফতুয়ার দাম পড়ে ৩৫০ টাকার মতো। অন্যদিকে লং গাউন বা ফ্রক কামিজের দাম সর্বোচ্চ ১৫০০ টাকা। দরদাম করতে পারলে ৭০০/৮০০ টাকার মধ্যেই মিলবে পছন্দের পোশাক।

বনানী থেকে এসেছেন মিতা। তিনি জানালেন, আড়ংসহ অন্যান্য দেশি আউটলেটগুলো থেকে কেনাকাটা শেষ ঈদের দিন রিলাক্সে পরা যাবে এমন কিছু লিলেনের আরামদায়ক জামার জন্য এসেছেন হকার্সে। নিজের পাঁচ বছর বয়সী মেয়ের জন্যও কিনবেন বেশ কয়েকটি জামা। হকার্সে কেন, এই প্রশ্নের উত্তরে বললেন, এত সাশ্রয়ে আর কোথাও ভালো ও আরামদায়ক পোশাক মেলে না। তিনি অনেক বছর ধরেই এখান থেকে নিত্য প্রয়োজনীয় পোশাকগুলো কেনেন।

হকার্স মানেই মেয়েদের পালাজ্জো ও স্কার্টের সমাহার। সাইজ অনুযায়ী দামের কমবেশ হয় পালাজ্জোগুলোর। কলকাতা কাটের ঢোলা প্রিন্টেড পালাজ্জোগুলোর দাম শুরু হয় ৩৫০টাকা থেকে। ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ডিজাইন ও কাপড়ের ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়।

মধ্যবিত্তের ভরসা 'হকার্স' মেয়ের জন্য স্কার্ট কিনছেন আয়শা আহমেদ। তিনি জানালেন। ঘরে ও বাইরে যাওয়ার কাপড় তিনি এখান থেকেই কেনেন। প্রধান কারণ সাশ্রয়ী দাম। হাতের নাগালেই রয়েছে। কাটপিসের জোরা দিয়ে তৈরি স্কার্টগুলোর দাম শুরু হয় ২৫০টাকা থেকে। ছয় ছাটের স্কার্টের দাম ৪০০-৫০০ টাকা। আর ডিজাইনার স্কার্ট ৫০০ থেকে ৭০০ পর্যন্ত রয়েছে। জিন্সের স্কার্ট সিজন অনুযায়ী। যেকোনও বয়সী ব্যক্তির জন্য পাওয়া যাবে জিন্সের এই পোশাক।

তাই ঈদের আগে ঘুরে আসুন হকার্স থেকে।

হকার্সের ছেলেদের ও শিশুদের পোশাক নিয়ে সংবাদ আসছে শিগগির...।

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া