X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেনারসি পল্লিতে কেনাকাটা: ক্রেতাদের পছন্দ গাদোয়াল ও কাঞ্চিভরম

রোকসানা রশীদ
১১ জুন ২০১৮, ১৪:৩০আপডেট : ১১ জুন ২০১৮, ১৭:৩৪
image

কেবল বিয়ের মৌসুমে নয়, ঈদ কিংবা যেকোনো উৎসবেই মিরপুর ১০ এর বেনারসি পল্লি জমে ওঠে ক্রেতাদের আনাগোনায়। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এখানকার ঐতিহ্যবাহী শাড়ির সুনাম। শোনা যায় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বনসালী ‘দেবদাস’ সিনেমার জন্য কস্টিউম বেছে নিয়েছিলেন মিরপুর বেনারসি পল্লি থেকেই।   

বেনারসি পল্লিতে কেনাকাটা: ক্রেতাদের পছন্দ গাদোয়াল ও কাঞ্চিভরম


অনলাইনে সহজলভ্যতা ও ভারতে কেনাকাটার ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পরেও বেনারসি পল্লির জনপ্রিয়তা টিকে আছে পণ্যের মানের কারণে। আধুনিক সব রকম ডিজাইনের শাড়ি এখানে পাওয়া যায় অনলাইন শপ বা বুটিক শপগুলোর চাইতে তুলনামূলক কম দামে। এছাড়া এখানে রয়েছে প্রায় দুই শতাধিক দোকান এবং ডিজাইনের প্রচুর বৈচিত্র্য।
‘সময় নিয়ে আসলে এখানে কেনাকাটা করে খুশী মনে ফেরা যায়’- জানালেন গুলশান থেকে আগত একজন ক্রেতা। তিনি পরিবারের সবার ঈদের উপহার হিসাবে বেশ কিছু শাড়ি নিয়েছেন। আরও জানালেন, ‘অনলাইনে হাতে ধরে কেনার সুযোগ নেই, তাই কোয়ালিটি অনেক সময় এক থাকে না। ছবির সঙ্গে পণ্যের বাস্তব চেহারারও মিল থাকে না যদি স্বনামধন্য অনলাইন শপ না হয়। তাই বড়মাপের কেনাকাটার ক্ষেত্রে বেনারসি পল্লিই ভরসা।’

বেনারসি পল্লিতে কেনাকাটা: ক্রেতাদের পছন্দ গাদোয়াল ও কাঞ্চিভরম
‘শাড়ি ফ্যাশন’ এ অন্যান্য দোকানের চেয়ে তুলনামূলক লোক সমাগম বেশি দেখে গেলাম তাদের ঈদ স্পেশাল কালেকশান সম্পর্কে জানতে। জর্জেট, খাড্ডি, গাদোয়াল এবারের বাজার মাত করে রেখেছেন বলে জানালেন দোকানটির একজন কর্মী। তিনি বলেন, ‘আমরা অনলাইনকে প্রতিদ্বন্দী মনে করছি না। কারণ আমাদের ক্রেতার ধরন আলাদা এবং আমাদের নিয়মিত ক্রেতার সংখ্যাও নেহায়েত কম না। তবে এখন ভারতে কেনাকাটা সহজ হয়ে যাওয়ায় আগের চেয়ে বিক্রি তুলনামূলক কম।’
গত দুই বছর ধরে মার্কেটের এমনই চিত্র সবখানে। তবে আশার কথা, আমাদের ক্রেতারাই শুধু ভারতে যাচ্ছেন না কেনাকাটা করতে; বেনারসি পল্লি থেকে কাতান, জামদানি শাড়ি, থ্রিপিসও প্রচুর রপ্তানী করা হচ্ছে ভারতে। সেখানে আমাদের দেশি পণ্যের বিপুল চাহিদা থাকলেও সে অনুযায়ী জোগান দেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন আইনী বিধিনিষেধের কারণে।
বেনারসি পল্লি ঘুরে দেখা যায়, প্রায় সব দোকানেই গাদোয়াল এবং কাঞ্চিভরমের আধিক্য। ‘নূর শাড়ি ওয়ার্ল্ড’ এর ম্যানেজার জানান, দেশের ক্রেতাদের মধ্যে এখন পিওর সিল্ক এবং কাতানের চাহিদা বেশি। গাদোয়াল, কাঞ্চিভরমে রঙের বৈচিত্র্যের কারণে দাম বেশি। তারপরেও এই ঈদে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে এগুলো।
এখানে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার গাদোয়াল রয়েছে। ‘বেনারসি মেলা’র ম্যানেজার জানান, গাদোয়াল কিনলে কম দাম দেখে ঠকে রেপ্লিকা না কিনে, দেখেশুনে একটি ভালোমানের শাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে।
এছাড়া ১ হাজার ২০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে রয়েছে মিরপুরের নিজস্ব বেনারসি কারিগরদের শাড়ি, যা বিক্রি চলে বছরজুড়ে।

বেনারসি পল্লিতে কেনাকাটা: ক্রেতাদের পছন্দ গাদোয়াল ও কাঞ্চিভরম
সব মিলিয়ে বেনারসি পল্লির ইদানিং এর কেনাবেচা রমরমা হলেও, গত ঈদ থেকেই নিয়মিতভাবে ব্যবসায়িক মন্দার শিকার হচ্ছে এখানকার দোকান মালিকেরা। তাছাড়া মেট্রোরেল নির্মাণের কাজ চলায় রাস্তার যানজট যেমন বেড়েছে, তেমনি বিকল্প পথে যেতে হয় বলে যতটা আশা করেছিলেন তারচেয়ে কম ক্রেতার পদচারণা এখন বেনারসি পল্লিতে।
বেনারসি পল্লির ব্যবসায়ীদের আশা, তাদের অসাধারণ শিল্পনৈপুণ্যে ভরা এক্সক্লুসিভ শাড়িগুলো যেন দেশের বাইরেও সমান জনপ্রিয়তা পায়। পাশাপাশি দেশের ক্রেতাদের বিদেশ থেকে কেনাকাটা করার প্রবণতাও যেন হ্রাস পায়। চোখ ধাঁধানো কালেকশন রয়েছে ঐতিহ্যবাহী বেনারসি পল্লিতেও, চাই কেবল ভালোবেসে গ্রহণ করার মতো ক্রেতা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ