X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদ বাজার

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

তরিকুল রিয়াজ, বরগুনা
১১ জুন ২০১৮, ১৬:৩৮আপডেট : ১১ জুন ২০১৮, ১৭:০৪
image

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ বাজার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে দোকানে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। দিনরাত তাই ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দিতে খোলা হয়েছে ২৪ ঘন্টা অপরাধ নিয়ন্ত্রণ সেল। তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিটি পণ্যের দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পছন্দের পোশাকসহ জুতা ও প্রসাধনী কিনতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন সব শ্রেণির ক্রেতারা। শাড়ি, তৈরি পোশাক, প্রসাধনী আর জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ভারতীয় পোশাক উড়াল পাপড়ি, আড়ি পাঞ্চু, সোনালি, গোল্ডেন রোজ ২, রাজলক্ষী, মহুয়া নামের পোশাকগুলোর প্রতি আগ্রহ দেখা গেছে ক্রেতাদের।

এ বছর ক্রেতাদের আগ্রহের শীর্ষে রয়েছে সেমিলং ও শর্ট পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, জিন্স ও টি শার্ট।
মধ্যম আয় ও উচ্চ আয়ের লোকজন ভিড় জমাচ্ছেন মাতৃছায়া, জানাম ফ্যাশন, লাক্সারি ফ্যাশন হাউজ, জেন্স পয়েন্ট , ঐশি ফ্যাশন, কামাল অ্যান্ড ব্রাদার্স, আদর্শ গার্মেন্টসের দোকানগুলোতে। কাপড়ের জন্য ইসলামিয়া বস্ত্রালয়, শাড়ি বিতান, সারা শাড়ি ঘর, অন্তরঙ্গ শাড়ি বিতানে ভিড় করছেন ক্রেতারা। জুতার জন্য অপূর্ব সু হাউজ, ভাই ভাই সু হাউজ, খান সু হাউজসহ শহরের অভিজাত বিপণীবগুলোতে ঢুঁ মারছে মানুষ।

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

একটু সস্তার মধ্যে ঈদের কেনাকাটা করতে নিউ পৌর সুপার মার্কেটের ছোট ছোট দোকানসহ ফুটপাতের দোকানগুলোতে যাচ্ছেন অনেকে।

রোডপাড়া গ্রামের সেলিম মিয়া বলেন, ‘অন্য বাড়িতে দিনমজুরের কাজ করে, মাঝে মাঝে রিকশা চালিয়ে কিছু টাকা জমিয়ে রেখেছি ঈদে পরিবারের জন্য নতুন কিছু কিনবো বলে। এখান থেকে অল্পদামে নতুন পোশাক কিনতে পেরে ভালোই লাগছে। দুই ছেলে ও দুই মেয়ের জন্য কিনেছি।’

ঐশি ফ্যাশনে পরিবারের সকলের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছেন মনিরুজ্জামান মনির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সকলের জন্য কেনাকাটা শেষ করেছি। এখন আত্মীয়স্বজনের জন্য পোশাক দেখছি। তবে পোশাকের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবুও কিনতে হবে, ঈদ মানে তো আনন্দ।’

জেন্টস্ পয়েন্ট এর মালিক মো. আলআমিন জানান, এ বছর চায়না পণ্যের চাইতে ভারতীয় পণ্যের চাহিদা বেশি। ভিড় বাড়ছে। সামনের দিনগুলোতে আরও বড়বে বলে আশা করেন তিনি।

বন্ধুরা মিলে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন রাহাত, রুহুল আমিন, সুমন, সুমন ও পিয়াস। তারা জানান, প্রচুর ভিড় প্রতিটি দোকানে। ভিড় ঠেলেই সবাই একই রঙের পাঞ্জাবি কিনেছেন।

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

ইসলামিয়া বস্ত্রালয়ের মালিক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন সব কালেকশন নিয়ে সাজানো হয়েছে দোকান। এ বছর দাম কিছুটা বেশি হলেও পোশাকের মান ভালো।

কাপড় ব্যবসায়ী আল্লাহরদান দোকানের মালিক মো. অপু মিয়া বলেন, এ বছর বেচাকেনা তুলনামূলক কম। তবে ক্রেতারা আসছেন, কিনছেন। আশা করা যাচ্ছে ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে।

ঈদকে সামনে রেখে স্বর্ণ ব্যবসায়ীরা আশায় বুক বাধলেও বেচাকেনা নেই তাদের দোকানে। জননী গোল্ড হাউজের মালিক সনজীব সমাদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, আগের বছরে কিছু বেচাকেনা ছিল, এ বছর অনেক কম। বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর কবির বলেন, বরগুনার ব্যবসায়ীরা দাম সব সময় সহনীয় পর্যায়ে রাখতে চেম্বার অব কামার্সের সিদ্ধান্তকে গ্রহণ করে। বরগুনায় ঢাকা থেকে বা দেশের অন্য জেলা থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে ব্যবসা করতে হয়। তাই ব্যবসায়ীদের একটু বাড়তি ঝামেলা পোহাতে হয়। বর্তমানে বেচাকেনা স্বাভাবিক থাকলেও তা ঈদের পূর্ব মুহূর্তে আরও বাড়বে বলে আশা করেন তিনি।

বরগুনায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

ঈদকে সামনে রেখে জোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বরগুনা জেলা পুলিশ। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বাংলা ট্রিবিউনকে বলেন, ক্রেতা বিক্রেতাদের সকল ধরনের নিরাপত্তা দিতে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে খোলা হয়েছে অপরাধ নিয়ন্ত্রণ সেল। বাজারের গুরুত্বপূর্ন স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাজারে যেন জাল টাকা ঢুকতে না পারে সেজন্য বাজারের বিভিন্ন পয়েন্টে রয়েছে জাল টাকা চেক করার মেশিন। একই সাথে চাঁদাবাজি প্রতিরোধে একটি সেল গঠন করা হয়েছে বলেও জানালেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা