X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
জামালপুরের হস্তশিল্প

ঈদে একশ' কোটি টাকার পোশাক বিক্রি!

জামালপুর প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৭:৫৮আপডেট : ১১ জুন ২০১৮, ১৮:০৭
image

জামালপুরের নারীদের হাতে তৈরি নকশিকাঁথা, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের নকশি পণ্যের সুনাম রয়েছে দেশে ও বিদেশে। ঈদকে সামনে রেখে এসব পণ্যের চাহিদাও বেড়ে গেছে অনেক। ঈদে নকশি পণ্যের বিপুল চাহিদা মেটাতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জামালপুরের সূচিশিল্পীরা।
নারীরা সুঁই-সুতা দিয়ে নানা নকশায় ফুটিয়ে তুলছেন নকশিকাঁথা, বেড কভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ নানা ধরনের সূচিপণ্য। মানের দিক থেকে উন্নত এখানকার নকশি সূচিপণ্য ঢাকাসহ দেশের সব বড় বড় শহরে চলে যায়।

পোশাক নকশা করছেন নারীরা
সদর উপজেলার নান্দিনা, নরুন্দী, লাহিড়ীকান্দা, শরিফপুর, গোপালপুর, ঘোরাধাপ ইউনিয়ন এবং জেলার মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় বাড়িতে বসে কাজ করছেন মেয়েরা। অনেক ছাত্রীও ঈদের আগে বাড়তি উপার্জনের জন্য হাতে তুলে নিয়েছেন সুঁই-সুতা।

জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার শাপলা বেগম, পৌরসভার পাথালিয়া ফুলবাড়িয়া এলাকার রিমা আক্তার, নরুন্দি গ্রামের দিলরুবা বেগম,  লাহিড়ীকান্দা গ্রামের নাজনীন আক্তার, গোপালপুর গ্রামের শিল্পী বেগমের সঙ্গে কথা বলে জানা গেল,  এবার ঈদে দেশের বড় বড় শহরগুলোতে তাদের তৈরি নতুন ডিজাইনের নকশিকাঁথা, বেড কভার, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও ফতুয়া বিক্রি হচ্ছে।

ঈদে একশ' কোটি টাকার পোশাক বিক্রি!

জামালপুর শহরের আমলাপাড়াস্থ পৌরসভা গেইটের সন্মুখে ত্রিশিরা বুটিক এর প্রোপাইটার মাকসোদা আক্তার রীতা, শহরের বকুলতলার প্রজাপতি ফ্যাশন এর প্রোপাইটার আবুল কালাম, শহরের ঢাকাইয়া পট্টি এলাকার দিপ্ত কুটির এর প্রোপাইটার অঞ্জনা বেগম, কলেজ রোড এলাকার জীবিকা হস্তশিল্পের প্রোপাইটার মাছুদ মিয়া জানান, সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বাড়লেও তারা চেষ্টা করছেন পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার।

ত্রিশিরা বুটিক এর প্রোপাইটার মাকসোদা আক্তার রীতা আরও জানান, এবার জামালপুরে নকশিকাঁথা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকায়। শাড়ি ১ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকায়, সুতি পাঞ্জাবি ৬০০ টাকা থেকে ২ হাজার টাকা এবং সিল্কের পাঞ্জাবি ৩ হাজার থেকে থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।  থ্রি পিসের দাম ৮৫০ থেকে শুরু হয়ে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।  

জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর আলম বলেন, জামালপুরের নকশি পণ্যের মান ভালো হওয়ায় এর সুনাম এখন দেশজুড়ে। এবারের ঈদে জামালপুর জেলার হস্তশিল্পের পোশাক অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে বলে ধারণা করছেন তিনি। ঈদে প্রায় একশত কোটি টাকার পণ্য বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া