X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহকর্মীর জন্য ফ্রি প্ল্যাটার!

লাইফস্টাইল ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ২০:১৮আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:২২

গৃহকর্মীর জন্য ফ্রি প্ল্যাটার! আমরা যখন বাইরে খেতে যাই তখন আমাদের সঙ্গে প্রায়শই বাসার গৃহকর্মী যান। এবং খুব স্বাভাবিকভাবেই পরের দৃশ্যটি দৃষ্টিকটু। বাড়ির সবাই খাচ্ছে, গৃহকর্মী এক কোনায় বাচ্চাকে ধরে বসে আছেন। খুব কম পরিবারেই একই টেবিলে কিংবা রেস্তোরাঁর অন্য টেবিলে গৃহকর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ছবি ভাইরাল হয়। তবে এরকম একটি দৃশ্য থেকে  আপাতত আমাদের মুক্তি দিচ্ছে ঢাকার রেস্তোরাঁ সই থ্রি। রেস্তোরাঁটির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপনার কাজের লোকও পাবে প্ল্যাটার, এবং একদম ফ্রি।

রেস্তোরাঁটির কর্নধার এবং পরিচালক শাহেদ হোসেন জানান, আমরা গৃহকর্মীদের সম্মান জানাতে, তাদের শ্রমের মর্যাদা দিতেই এই অফার দিয়েছি। তিনি বলেন, বেশির ভাগ সময় দেখি আমাদের  অতিথিদের সঙ্গে গৃহকর্মীরা আসেন এবং তাদের খাবারের জন্য কোনও অর্ডার দেওয়া হয় না। তারা নীরবে বাচ্চা সামলানো বা ব্যাগ সামলানোর মতো কাজ করে যায়।  

তিনি আরও জানান,  এই ফ্রি প্ল্যাটার দুই ধরনের। একটি শিশু গৃহকর্মীদের জন্য, অন্যটি বড়দের জন্য। এতে থাকছে লেমন গার্লিক চিকেন, ফ্রায়েড রাইস এবং সফট ভেজিটেবল। বড়দের প্ল্যাটারে থাকছে তন্দুরি, ফ্রায়েড রাইস, ভেজিটেবল এবং কোক। দুটো প্ল্যাটার যথাক্রমে ৩০০ ও ২৫০টাকা।

শাহেদ এই সিদ্ধান্ত নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তার মায়ের কাছ থেকে। তিনিই শিখিয়েছিলেন, যে খাবার নিজে খাবে বাসার গৃহকর্মী বা বাইরের কর্মী সবাইকে সেটিই দিবে। অন্য কোনও খাবার দিবে না।

এই অফার তিনি চালিয়ে যেতে চান। তিনি মনে করেন, তরুণ প্রজন্ম যদি নিজেদের মধ্যে গৃহকর্মীদের জন্য শ্রদ্ধাবোধ তৈরি করতে পারে, তবে অবশ্যই পরিবর্তন আসবে। সবার মধ্যে শ্রদ্ধাবোধ জাগাতেই সই থ্রিয়ের এই আয়োজন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা