X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জায়গার নাম মেন্দিপুর

নওরিন আক্তার
১১ জুলাই ২০১৮, ১৭:৩০আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:৩২
image

নরসিংদী গিয়েছিলাম লটকন বাগান দেখতে। দুপুরে প্রচণ্ড রোদ আর গরমে ত্রাহি অবস্থা। ঠিক করলাম বিকেলটা কোনও নদীর পারে কাটাতেই হবে। আমরা যখন ভৈরব রওনা দিই, তখনও সূর্য ঢালছে তার তেজ।

চলতি পথে চোখে পড়বে এমন সব প্রাকৃতিক দৃশ্য
ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম দুর্জয় মোড়ে। মোড় থেকে বায়ে ঘুরে আবার পথচলা শুরু। ভাঙা রাস্তার ঝাঁকুনি খেতে খেতে বেশ কয়েক চোট বকাঝকাও হয়ে গেল, ‘কোথায় চলেছি আমরা? এত ঝাঁকুনি কেন!’ চলতে চলতে রেললাইন পেরিয়ে আরও কিছু দূর। এবার ডানে মোড়। এদিকে বিকেল প্রায় হয়ে এসেছে, কিন্তু রাস্তা তো শেষ হয় না! গাড়ি চলছে সাজানো গোছানো একটি গ্রামের রাস্তা দিয়ে। আমরা তখন ব্যস্ত দুদিকের প্রকৃতি দেখায়। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে এক বাঁক নিতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো বিশাল নদী!

হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো নদী! হঠাৎই যেন হারিয়ে গেল ঘরবাড়ি, গাছপালার দল। যেন গুহা থেকে বেরিয়ে দেখা পেলাম বিশাল আকাশের! সে সৌন্দর্য চোখ ধাঁধানো। নদীর উপর দিয়ে সরু রাস্তা, সে রাস্তা দিয়েই চলছি আমরা। আর চোখ ভরে দেখছি প্রমত্তা মেঘনার রূপ। মনে হচ্ছে যেন নদীর মাঝ দিয়ে চলছি। গাড়ি সাইড করে নেমেই ভৌঁ দৌড়!

মেঘনার পাড়ের সৌন্দর্য, যেন রংতুলিতে আঁকা ছবি

পাড়ে ভিড়ে আছে নৌকা নদীর পাড় জুড়ে বিশাল সবুজ চরের মতো জায়গা। যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। সেই সবুজেই আছড়ে পড়ছে মেঘনার পানি। ভেসে আসছে কচুরিপানা। সেই কচুরিপানা ঘেঁষে ভিড়ে আছে নৌকা। সেই সবুজে শেষ বিকেলের রোদ পড়ে জ্বলজ্বল করছে প্রকৃতি। অদ্ভুত সুন্দর দৃশ্যটি যে বাস্তব, বিশ্বাস হতে চায় না। মনে হয় যেন পটে আঁকা ছবি, কিংবা কোনও স্বপ্নদৃশ্য।

মেন্দিপুর বেড়িবাঁধ চমৎকার একটি বিকেল কাটাতে চাইলে চলে যান মেন্দিপুরে

আকাশে মেঘ জমে ছিল বেশ কিছুক্ষণ ধরেই। হঠাৎ করেই বইতে শুরু করলো ঠাণ্ডা বাতাস। সেই সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি। দৌড়ে পালাচ্ছে আশেপাশের সবাই, আমি দাঁড়িয়ে আছি মন্ত্রমুগ্ধ হয়ে। আহা জীবন, আহারে জীবন!

মেঘনার পাড়ে

মেঘনার পাড়ে
এমন চমৎকার বিকেল কাটানোর জন্য রাস্তার ঝাঁকুনি নস্যি। গরমের দাবদাহও নগণ্য। নদীর পাড়ে এমন চমৎকার সময় কাটাতে চাইলে চলে যেতে পারেন আপনিও। দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারবেন মেন্দিপুর থেকে। বর্ষা মৌসুমই এখানে বেড়ানোর জন্য আদর্শ।   

বেড়িবাঁধ থেকে মেঘনা নদী
যেভাবে যাবেন
কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হচ্ছে ভৈরব। ভৈরবের উপজেলার ইউনিয়ন সাদেকপুরেই অবস্থিত মেন্দিপুর মেঘনা বেড়িবাঁধটি। ভৈরবের দুর্জয় মোড় থেকে বাঁয়ে চলে যাবেন। রসুলপুর পার হয়ে মেন্দিপুর পড়বে। মেন্দিপুরে মাঝ দিয়ে চলে গেছে উপজেলার সর্ববৃহৎ ভৈরব-মেন্দিপুর প্রধান সড়ক। আর ওই সড়কের শেষ প্রান্তে মেঘনা নদীর পাশে গড়ে তোলা হয়েছে মেন্দিপুর বেড়িবাঁধ প্রকল্প।

ফিরতি পথে

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে