X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোরবানির পশুর যত্নআত্তি

নাদিয়া নাহরিন
২০ আগস্ট ২০১৮, ১৪:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৫:০৮

কাল বাদে পরশু কোরবানির ঈদ। কোরবানির পশু কেনার পর ঈদের আগ পর্যন্ত চাই সঠিক যত্নআত্তি। আপনার অবহেলার কারণে পশুটি অসুস্থ হয়ে গেলে ঈদের আনন্দ মাটি। ঈদের আনন্দ কিংবা স্বাস্থ্যের যেন কোনও অবনতি না হয়, সেজন্য সঠিক উপায়ে যত্ন নেওয়া চাই কোরবানির পশুর।

কোরবানির পশুর যত্নআত্তি

  • পশু গরু, ছাগল কিংবা উট যেটাই হোক না কেন, পর্যাপ্ত পরিমাণ খাবার দিন। হাট থেকে কেনার সময়েই জেনে নিন খাবারের পরিমাণ। যেমন, প্রাপ্ত বয়স্ক গরুর জন্য ৮ থেকে ১০ কেজি পাতা জাতীয় কিংবা কাঁচা ঘাস প্রয়োজন। এছাড়াও ১০-১৪ কেজি খড়, ৩-৫ কেজি দানাদার খাদ্য এবং সঙ্গে পরিমিত পরিমাণে পানি। ছাগল বা বকরির ক্ষেত্রে খাদ্যের পরিমাণ হবে দেড় থেকে ৩ কেজি দানাদার খাদ্য কিংবা ৪ থেকে ৫ কেজি পাতা এবং ঘাস।
  • কিছু কিছু খাবার আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। যেমন, ১০ কেজি খড় ছোট ছোট করে কেটে এর সঙ্গে আড়াই কেজি পঁচা গুড়, ৩০০ গ্রাম ইউরিয়া সার এবং ৫-৬ লিটার পানি একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। খড় যাতে ইউরিয়া মলোসেস স্ট্র উপাদান বিশিষ্ট হয়। কোরবানির পশু যদি গরু হয় তাহলে এ ধরনের খাবার আড়াই থেকে ৩ কেজি পরিমাণে খাওয়াতে পারেন। আর ছাগলের ক্ষেত্রে এর পরিমাণ হতে পারে দেড় থেকে দুই কেজি। তারপরেও হাটের বিক্রেতার কাছ থেকে সঠিক পরিমাণ জেনে নিতে পারেন।
  • এছাড়াও অন্যান্য প্রোটিন খাবার যেমন, ভুট্টার গুঁড়ো, গব কিংবা যবের গুঁড়ো, প্রোটিন ফিশ খাওয়ানো যেতে পারে।
  • হাট থেকে পশু বাড়িতে নিয়ে আসার সময় সচেতন থাকা প্রয়োজন। যদি দূরত্ব বেশি হয় তাহলে ট্রাকে করে নিয়ে আসা যেতে পারে, আর কাছে হলে হেঁটেই আনতে পারেন। তবে বাড়ি আনার সময় পশুকে দৌড়ে না আনাই ভাল। কেননা গরম এবং ভিড়ের কারণে পশুর হার্ট অ্যাটাকও হয়ে যায়। সেই সঙ্গে বিভিন্ন দুর্ঘটনাও হতে পারে। তাই এ সময়টা সতর্ক থাকুন।
  • নতুন জায়গায় আনার পর পশু স্বাভাবিকভাবেই খাবার খেতে চায় না। সেক্ষেত্রে জোর না করে কিছুটা সময় নিন। প্রয়োজনে পশুর ক্লান্তি রোধে পানির সঙ্গে স্যালাইন মিশিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিতে হবে আগে।

এছাড়াও খেয়াল রাখুন কিছু বিষয়

  • পশু কেনার সময় শারীরিক অবস্থা, বয়স যাচাই করে নিন। যেমন, গরুর ক্ষেত্রে বয়স ২ বছর হলে ভালো। ছাগল এবং ভেড়া, উটের ক্ষেত্রে ১ থেকে ৫ বছর হওয়া প্রয়োজন।
  • অনেকেই মনে করেন স্ফীত কিংবা মোটা গরু কেনা লাভজনক। কিন্তু এ ধরণের পশুতে চর্বির পরিমাণ বেশি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া মাংস থেকে চামড়া ছাড়াতেও সমস্যা হয়। উট, দুম্বা কিংবা ভেড়ার ক্ষেত্রেও বিষয়টি খেয়াল রাখুন।
  • হাট থেকে বাড়িতে কোরবানির পশু আনার সময় সতর্ক এবং অভিজ্ঞ একজন লোক সঙ্গে রাখুন।
  • পশু কেনবার সময় শিং, ক্ষুর, লেজ এবং দাঁত সব পরীক্ষা করে নিন।
  • অনেকেই একসঙ্গে বিভিন্ন ধরনের পশু কোরবানি দেন। সেক্ষেত্রে কেনার সময়ই সেই পশুর খাবার পরিমাণ, যত্নআত্তি সম্পর্কে ভালো করে জেনে আসবেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা