X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রেসিপি: মজাদার হাঁড়ি কাবাব

লাইফস্টাইল ডেস্ক
২৪ আগস্ট ২০১৮, ১৫:১৫আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৫:৩১
image

মাংস ভুনা, ঝোল তো অনেক হলো। এবার মজাদার দুয়েকটি কাবাবের আইটেম বানিয়ে ফেলতে পারেন। হাঁড়ি কাবাব পরোটা কিংবা নান রুটির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। আবার পোলাও ও বিরিয়ানির সঙ্গেও খাওয়া যায় এই কাবাব। জেনে নিন রেসিপি।

হাঁড়ি কাবাব উপকরণ
গরু অথবা খাসির মাংস- ২৫০ গ্রাম (হাড় ও চর্বি ছাড়া)
আদা বাটা- আধা টেবিল চামচ
রসুন বাটা- আধা টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
মরিচের গুঁড়া- স্বাদ মতো
জয়ফল গুঁড়া- ১/৪ চা চামচ
জয়ত্রী গুঁড়া- আধা চা চামচ
পেঁপে বাটা- ২ টেবিল চামচ (খোসাসহ)
ঘি- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
কালো এলাচ- ১টি
সবুজ এলাচ- ৩টি
তেজপাতা- ১টি
বড় দারুচিনি- ১ টুকরা
লবঙ্গ- ৪টি
আস্ত গোলমরিচ- আধা টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
টক দই- ২ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- দেড় চা চামচ
ভাজা জিরার গুঁড়া- দেড় টেবিল চামচ
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
প্রস্তুত প্রণালি
সলিড মাংস দেড় থেকে দুই ইঞ্চি লম্বা ও পাতলা করে কেটে নিন। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বড় বাটিতে নিয়ে নিন। আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, পেঁপে বাটা, জয়ফল গুঁড়া ও জয়ত্রী গুঁড়া দিয়ে মাংস মেখে ফ্রিজে রেখে দিন সারারাত। হাতে এত সময় না থাকলে ২ থেকে ৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। তবে সারারাত রাখলে ভালো।  
পরদিন হাঁড়িতে ঘি ও সয়াবিন তেল গরম করে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, কালো এলাচ, সবুজ এলাচ ও আস্ত গোলমরিচ ভেজে নিন। গরম মসলা থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসতে শুরু করলে মাংস দিয়ে দিন হাঁড়িতে। টক দই, ধনিয়ার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিন সব উপকরণ। প্রায় ৪ থেকে ৫ মিনিট জ্বাল করার পর মাংস থেকে আস্তে আস্তে পানি বের হতে শুরু করবে। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। চুলার জ্বাল মিডিয়াম করে ঢাকনা দিয়ে হাঁড়ি ঢেকে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন ৫ থেকে ৬ মিনিট। ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার হাঁড়ি কাবাব।

তথ্য ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!