X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চুলায় মিষ্টি দই বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৫ আগস্ট ২০১৮, ০০:১৫আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০০:১৫
image

ভারি খাবার খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। হজমের গণ্ডগোল দূর করার পাশাপাশি এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে তাই মিষ্টি দইয়ের বিকল্প নেই। ঘরেই তৈরি করে ফেলতে পারেন মিষ্টি দই। অল্প সময়ে দই তৈরি করতে চাইলে চুলার সাহায্য নিন। মেহমানদের সামনে পরিবেশন করার জন্য হাঁড়ির পাশাপাশি ছোট ছোট কাপেও জমাতে পারেন দই।

চুলায় তৈরি মিষ্টি দই
উপকরণ
ফুল ক্রিম গুঁড়া দুধ- দেড় কাপ
চিনি- স্বাদ মতো
টক দই- আধা কাপ
প্রস্তুত প্রণালি
৩ কাপ পানিতে দুধ গুলে চুলায় গরম করুন। বলক উঠে গেলে চিনি দিয়ে দিন। ৪ টেবিল চামচ চিনি দিতে পারেন। অতিরিক্ত চিনি না দেওয়াই ভালো। কারণ ক্যারামেলেও থাকবে চিনি। চিনি মিশে গেলে নামিয়ে নিন পাত্র।
ক্যারামেল তৈরির জন্য চুলায় হাঁড়ি বসিয়ে নিন। ২ থেকে ৩ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। ক্যারামেলের রং চলে এলে ১ কাপ দুধ ঢেলে দিন। অনবরত নাড়তে হবে। নেড়েচেড়ে বাকি দুধের সঙ্গে মিশিয়ে দিন ক্যারামেলমিশ্রিত দুধ। দুধ ভালো করে ঠাণ্ডা করে নিন। টক দই দুধের সঙ্গে মিশিয়ে দিন। তবে অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নেবেন দইয়ের। পানি ঝরিয়ে ফেটিয়ে তারপর মেশাবেন দুধের সঙ্গে। দুধের সঙ্গে মিশিয়ে আবারও ফেটান। ফেনা উঠে গেলে দুধের মিশ্রণ মাটির হাঁড়ি ও আইসক্রিমের মতো ছোট কাপে ঢেলে নিন। ফয়েল পেপার কেটে কাপ ও হাঁড়ি মুড়িয়ে নিন।
চুলায় একটি গভীর প্যান বসিয়ে গরম করে নিন। একটি মোটা টাওয়েল প্যানের উপরে দিয়ে মাঝের অংশ গর্ত করে নিন। তবে এটি না দিলেও সমস্যা নেই। হাঁড়ি রাখার স্ট্যান্ড বসান হাঁড়ির মাঝখানে। উপরে বসিয়ে দিন দুধের মিশ্রণসহ মাটির হাঁড়ি। টাওয়েলটি টেনে চারপাশ দিয়ে ঢেকে দিন হাঁড়ি। এবার প্যান ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল একদম কমিয়ে দিন। এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে চমৎকার মিষ্টি দই।  
কাপ দই তৈরির জন্য একটি বড় প্লেটে ফয়েল পেপার মোড়ানো কাপগুলো নিন। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দুই চুলার নিচে রেখে দিন প্লেটটি। ১ থেকে দেড় ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে কাপ দই। বেশি আঁচ দেবেন না চুলায়। আঁচ বেশি দিলে ছানা হয়ে যাবে দই। দই তৈরি হয়ে গেলে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। বের করে ঠাণ্ডা দই পরিবেশন করুন। 

তথ্য ও ছবি : রাবিয়া'স হাউজ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ