X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দাম্পত্য অশান্তিতে জটিল রোগ!

সত্যজিৎ পাল
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৮

দাম্পত্য অশান্তিতে জটিল রোগ! স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাট ঝগড়াঝাটি হয়না এমন দম্পতি মেলা ভার৷ শোয়ার সময় কে মশারি টানাবে, টিভি দেখার সময় রিমোট কার হাতে থাকবে, কে কোন চ্যানেল দেখবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাট তর্ক-বিতর্ক হয়েই থাকে৷ কিন্তু আধুনিক গবেষণা বলছে স্বামী-স্ত্রীর এসব দ্বন্দ্ব বা ঝগড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷ সাইকোনিউরোএন্ডোক্রাইনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে দেখা গেছে যেসব দম্পতি ঝগড়া করেন তাদের ‘লিকি গাটস’ নামক সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি থাকে৷ লিকি গাটস্ এমন একটি সমস্যা যা রক্তে ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয় ফলশ্রুতিতে রোগ সৃষ্টিকারী প্রদাহ হতে পারে৷

গবেষণা প্রবন্ধটির প্রধান লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের জিনস কাইকোল্ট গ্লাসার বলেন, আমরা মনে করি যে এই দৈনন্দিন দাম্পত্য কলহ অন্তত কিছু লোকের ক্ষেত্রে অন্ত্রে পরিবর্তন ঘটায় যা প্রদাহে রূপ নিতেপারে এবং পরবর্তীতকালে অসুস্থতার কারণ হতে পারে৷

এই গবেষক দল ৫০ জন সুস্থ বিবাহিত দম্পতিদের সম্পর্কের উপর জরিপ করেন৷ তারপর দম্পতিদের নিজেদের মধ্যে আলোচনা করে দৃঢ় মতানৈক্যের জন্য উদঘাটিত দ্বন্দ্ব সমাধান করতে উৎসাহিত করা হয়৷ গবেষকরা দম্পতিদের একান্তে এই আলোচনার সুযোগ দেন৷ তাদের পারস্পরিক আলোচনা ২০ মিনিট ভিডিও রেকর্ড করা হয় এবং পরে দেখা হয় তারা কিভাবে তর্ক-বিতর্ক করেছেন৷ গবেষকগণ দম্পতিদের মৌখিক এবং অ-মৌখিক (আচরণগত) বাদানুবাদের আচরণবিন্যাস শ্রেণিভূক্ত করেন, এক্ষেত্রে দম্পতিদের প্রতিকূল আচরণ এবং কিছু বিষয় যেমন চোখের ভাষা, একে অন্যের সমালোচনা করা ইত্যাদি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয়৷

যে স্বামী অথবা স্ত্রী তাদের একান্ত আলোচনার সময় অধিক প্রতিকূল আচরণ করেছেন, তার মধ্যে সঙ্গীর থেকে বেশি লিকি গাটস্ এবং লিপোপলিস্যাকারাইড (এলপিএস) বাইন্ডিং প্রোটিন পাওয়া গেছে৷ লিপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন ব্যাকটেরিয়ার লিপোপলিস্যাকারাইডের সঙ্গে বন্ধন সৃষ্টি করে এবং ইহা সংক্রমণ সৃষ্টি করতে পারে৷

গবেষণায় দেখা গেছে, যাদের সঙ্গীর সঙ্গে প্রতিকূল সম্পর্ক রয়েছে এবং একই সঙ্গে বিষণ্নতা অথবা মেজাজ সংক্রান্ত ব্যাধি আছে তাদের ক্ষেত্রে লিকি গাট ছিল সর্বাধিক৷

গবেষণায় সঙ্গীর সঙ্গে বিরূপ সম্পর্কের সাথে লিপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন (এলবিপি) এর একটি শক্তিশালী সংযোগ দেখা গেছে, যা রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে৷ এছাড়া লিপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন (এলবিপি) এর সাথে প্রদাহেরও শক্তিশালী সংযোগ পাওয়া গেছে৷

গবেষক কাইকোল্ট-গ্লাসার বলেন লাইফস্টাইল পরিবর্তন করলে অন্ত্র সংক্রান্ত প্রদাহ কমতে পারে যেমন খাদ্যে বেশি পরিমাণ চর্বিহীন প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফল, শাকসবজি এবং আস্ত শস্যদানা রাখতে হবে৷ প্রোবায়োটিক (স্বাস্থ্যের জন্য উপকারী অণুজীব) সমূহও এক্ষেত্রে ফলপ্রসূ হতেপারে৷

তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি এবং ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)৷

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট