X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার আলো ছড়াচ্ছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:৪১
image

তরুণদের দ্বারা পরিচালিত ‘ধনবাড়ী ইয়ুথ ক্লাব’ কাজ করছে শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে। পরিবেশ দূষণ রোধকল্পেও কাজ করছেন তারা।
ধনবাড়ী ইয়ুথ ক্লাব ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই ধনবাড়ী  উপজেলায় মানব ও শিক্ষা সেবায় বিশেষ অবদান রেখে চলছে ইয়ুথ ক্লাব। দীর্ঘ এক যুগ ধরে টাংগাইলের ধনবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব। 

শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে ক্লাবে কাজ করা তরুণরা উপজেলার বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠা করেছে ফ্রি পেপার স্ট্যান্ড। প্রতিষ্ঠা করার পর পরই সাধারণ মানুষদের মধ্যে তা ব্যাপক ভাবে সাড়া ফেলে। তারপর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছানোর জন্য ইয়ুথ ক্লাব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। যে সমস্ত এলাকায় বিদ্যুতের আলো পৌঁছায়নি, যোগাযোগের ভালো রাস্তা নেই, সেসব এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য ধনবাড়ী ইয়ুথ ক্লাব স্থাপন করে ফ্রি পেপার স্ট্যান্ড। 

শিক্ষার আলো ছড়াচ্ছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব

ধনবাড়ী ইয়ুথ ক্লাব বর্তমানে ধনবাড়ী বাসস্ট্যান্ডসহ মোট ৪টি (পানকাতা, চরপাড়া, সয়া, ভাইঘাট) এলাকায় বিনামূল্যে পত্রিকা পাঠের ব্যবস্থা করে আসছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভ্রাম্যমাণ স্কুল দ্বারা শিক্ষার আলো ছড়াচ্ছে।

ধনবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর পারুল আক্তার বলেন, ‘আমি অনেক আগে থেকেই ধনবাড়ী ইয়ুথ ক্লাবের সকল কার্যক্রম সম্পর্কে অবগত আছি। তাই পানকাতা গ্রামে পেপার স্ট্যান্ডটি উদ্বোধনের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি। এটি এলাকার সাধারণ মানুষের মনে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।’

ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব বলেন, ‘আমাদের উদ্দেশ্য ধনবাড়ীতে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। তাই আমরা ধনবাড়ীতে মেধা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, বিনামূল্যে পত্রিকা পড়ার ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়ানোর জন্য এ প্লাসদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার মতো শিক্ষামূলক আয়োজন করে থাকি।’

ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, ‘আমাদের প্রয়াস মেধা ও সংস্কৃতির বিকাশ। শিক্ষার আলো ছড়াতে আমরা কাজ করছি এক যুগ। প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সংবাদপত্র পাঠের ব্যাবস্থা থেকে শুরু করে মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে ধনবাড়ী ইয়ুথ ক্লাব। প্রতি বছর শীতে কষ্ট পাওয়া হাজারও গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র প্রদান করে পাশে থাকার চেষ্টা করেছি প্রতিবছর। সেই সাথে সঠিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্প, মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানসহ নানান কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা সম্প্রতি প্রতিবন্ধী শিশুদের বিনোদন ও বিকাশ লক্ষ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া