X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

সুরবি প্রত্যয়ী
২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬
image

গ্যালারিতে ঢুকে কয়েক মূহুর্তের জন্য চমকেই উঠতে হয় বৈকি। যদিও জানি সামনে দাঁড়ানো কিংবা বসা অবয়বগুলো নিছকই ফাইবার গ্লাসে তৈরি মূর্তি তবুও রক্তে মাংসে গড়া ‘মানুষ’ ভেবে ভুল ভাবার অবকাশ রয়েই যায় এতোটাই নিখুঁত কাজ। ভাস্কর্য নির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন ভাস্কর মৃণাল হকের উদ্যোগে তারই হাতে তৈরি ৩২ জন বিশ্বখ্যাত ব্যক্তিত্বের ভাস্কর্য নিয়ে রাজধানীর গুলশানে নির্মিত হয়েছে এই ‘সেলিব্রেটি গ্যালারি।’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’
মাদাম তুসো জাদুঘরের কথা জানেন অনেকেই। সেই জাদুঘরের কনসেপ্ট নিয়েই গত ৮ ডিসেম্বর রাজধানীর গুলশানে যাত্রা শুরু করে ‘সেলিব্রেটি গ্যালারি।’ বাংলাদেশে এমন গ্যালারি এটাই প্রথম। এই গ্যালারিতে জায়গা পেয়েছে বিশ্ববিখ্যাত কবি, রাষ্ট্রনায়ক থেকে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও ফুটবলারের প্রতিকৃতি। শুরুতে ৩২ জন ব্যক্তিত্বের ভাস্কর্য নিয়ে পথচলা শুরু করছে এই গ্যালারি। এই খ্যাতিমানদের মধ্যে স্থান পেয়েছেন কাব্যচর্চায় মগ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, সাদা শাড়িতে মানবতার দূত মাদার তেরেসা, রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন, গায়িকা শাকিরা, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, বলিউড তারকা শাহরুখ খান, বিখ্যাত কমেডি সিরিজ থ্রি স্টুজেস-এর তিন মূল চরিত্র, প্রিন্সেস ডায়না, বব মার্লে, অ্যাভাটার, রোবোকপ; এবং তাদের পাশেই বহুতল ভবনে ঝুলছে শিশুদের প্রিয় চরিত্র স্পাইডার ম্যান। কালজয়ী নায়িকা সুচিত্রা সেনের ভাস্কর্যটির কাজ এখনও চলছে। এর মধ্যে কয়েকটি ভাস্কর্যের সঙ্গে আবার সংযুক্ত রয়েছে সেন্সর ব্যবস্থা, সেগুলোর সামনে দাঁড়ালে আপনি শুনতে পাবেন সেই ব্যক্তিত্বের জীবনের সঙ্গে জড়িত গান।  

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

ভাস্কর মৃণাল হক মোজাইক, পেইন্টিং, টাইলস ও অন্যান্য উপকরণ দিয়ে ভাস্কর্য তৈরি করে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেন সবসময়। কথা হলো তার সঙ্গে। তিনি বলেন, ‘আমার সবসময়ই ইচ্ছা ছিল সাধ্যমতো কাজ করে দেশের মানুষের জন্য কিছু করার। সেই ইচ্ছা থেকেই এক সময় উদ্যোগ নিয়েছিলাম পুরো ঢাকা ভাস্কর্য দিয়ে সাজিয়ে তোলার। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমি কখনোই সেরকম মানসিক কিংবা আর্থিক সহায়তা পাইনি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে। তবে দুর্নাম করার বেলায় কেউ পিছু হটেনি।’ এই গ্যালারি সম্পর্কে তিনি বলেন, ‘বহু দেশে এ রকম জাদুঘর-গ্যালারি আছে। আমাদের দেশ থেকে অনেকে ওইসব জাদুঘরে যান। তারা বাংলাদেশে এসে সেসবের প্রশংসাও করেন। আমার মনে হলো, আমরা চাইলে বাংলাদেশেও তো এ রকম কিছু করতে পারি। এটাকে জাদুঘর নয়, গ্যালারি হিসেবে নাম দিতে চেয়েছি। এটার বেশির ভাগ ব্যয়ভার আমার ব্যক্তিগত খাত থেকে করেছি। আশা করি দর্শনার্থীরা এগিয়ে এসে এই গ্যালারির সমৃদ্ধি ও উন্নয়নে উদ্যোগী হবেন।’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

মাদাম তুসোর আদলে গুলশানে ‘সেলিব্রেটি গ্যালারি’

সেলিব্রেটি গ্যালারিটি স্থাপিত হয়েছে গুলশান-১ এর দুই নম্বর সড়কের ৫/এ নং বাড়িতে। গ্যালারি তৈরিতে সহযোগিতা করেছে চ্যানেল আই। গ্যালারির দ্বিতীয় তলায় আরও প্রায় ৪০টি ভাস্কর্য তৈরির কাজ চলছে। সপ্তাহের সাত দিনই খোলা থাকবে সেলিব্রেটি গ্যালারি। টিকেট মূল্য ৫০০ টাকা। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই গ্যালারি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল