X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাংশন এ দেশি পণ্যের মেলা

লাইফস্টাইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৫

জাংশন এ দেশি পণ্যের মেলা দেশি পণ্য এবং কারিগরদের নিয়ে ঢাকার নিকেতনে দা জংশন আয়োজন করেছে ‘গো দেশী’ নামে দেশীয় পণ্যের মেলা। গত বৃহস্পতিবার শুরু হওযা এই মেলা শেষ হবে ০২ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

মেলায় অংশ নেওয়া প্রতিটি পণ্য বাংলাদেশি শিল্পীদের হাতে তৈরি। স্থানীয়ভাবে তৈরি কারুপণ্য প্রচার এবং প্রসারের এটি দ্বিতীয় উদ্যোগ। আয়োজকরা আশা করছেন গত বছরের মতো এবারও অতিথিদের ব্যাপক সাড়া পাওয়া যাবে। দা জংশনের ব্যবস্থাপক মেহরিন রহমান জানান, ‘আমরা গো দেশির মতো একটা আয়োজন করতে পেরে খুব আনন্দিত। দেশি ডিজাইনার, কারিগরদের কাজকে তুলে ধরা এবং মানসম্পন্ন দেশীয় পণ্য সবার কাছে পৌছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।’

মেলায  থাকছে, প্রাকৃতিক রং ব্যবহার করা দেশি শাড়ি, হাতে তৈরি তৈজসপত্র, ব্লক - বাটিকের কাজ করা কাপড়, গহনা, হাতে করা সূচিকর্ম, অর্গানিক খাবার, বই, রিকশা পেইন্ট, হ্যান্ডিক্রফটস, চামড়াজাত দ্রব্যাদি, পাটের তৈরি দ্রব্যাদি ইত্যাদি। 

এছাড়া আয়োজনের তিনদিনব্যাপী আগত অতিথিদের জন্য থাকছে বিশেষ র‌্যাফেল ড্র। মেলা থেকে সংগ্রহ করা ২০ টিরও বেশি উপহার সামগ্রী থাকছে এই র‌্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে। মেলার শেষদিন সন্ধ্যা ৭ টায় দা জংশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই ড্র। 

দা জংশন একটি উন্মুক্ত স্থান, যেখানে সৃজনশীল মানুষজনের সঙ্গে শিল্প-সাহিত্যানুরাগীদের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হয়। ঢাকার গুলশানের নিকেতনে ৮ নং সড়কে ৬৬ নম্বর বাড়িতে অবস্থিত এই জায়গাটি- সংগীত, নাচ, থিয়েটার, চলচ্চিত্র, ওপেন মাইক, রিহার্সল, বই এর মোড়ক উন্মোচন, বই ক্লাব মিটিং, প্রদর্শনী, আর্ট ক্লাস ইত্যাদি আয়োজন করে থাকে। এছাড়া সেমিনার এবং কর্মশালা, রিহার্সল, সাংবাদিক সন্মেলনের মতো আয়োজন এখানে হয়ে থাকে। এসব পারফরম্যান্সের সাহায্যে দা জংশন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে থাকে।

জাংশন এ দেশি পণ্যের মেলা মেলায় মোট স্টল থাকছে ৩০টি। যার মধ্যে আছে স্বাক্ষর, শুকসারি, ফিউশন টার্মিনাল, পিউর বাংলাদেশ, জয়ী, সুরঞ্জনা শাড়ি, ধারা, ব্রাউন হোমস, বিবিস ক্লোজেট, স্মার্টিনার্ডি, চন্দন’স, মিমোসা অর্গানিক সল্যুশন, গ্রিফফিল্ড জুটেক্স, অহম, পিচ অ্যান্ড লেমন, প্রবর্তনা, মাদল, গাবা, ক্র্যাফটস অ্যান্ড কালারস, শখের ক্যানভাস, ইগনাইট, কেকে টি, মিনা হারবাল, কুকআপস, ক্যাফে অ্যানথ্রো, বাংলা ন্যাচারাল অ্যাগ্রো, রোল এক্সপ্রেস, যথাশিল্প, ফিউশন টার্মিনাল, লেজার ইনোসেন্ট ইত্যাদি।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা