X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘তোমার কণ্ঠে এসো হে বৈশাখ’ প্রতিযোগিতার বিজয়ীরা পেলেন পুরস্কার

লাইফস্টাইল ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৭:২০আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:৩৯
image

১৪ এপ্রিল (রবিবার) আজকের পত্রিকা এবং দোয়েল টিভি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘তোমার কণ্ঠে এসো হে বৈশাখ’ এর বিজয়ীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতারা তাদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে রেকর্ড করে অনলাইনে পাঠান। সেখান থেকে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশজনকে এদিন সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক, প্রযোজক, ব্যবসায়ী এবং ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান, প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটিডের হেড অব অপারেশন গোলাম রাব্বানী।

‘তোমার কণ্ঠে এসো হে বৈশাখ’ প্রতিযোগিতার বিজয়ীরা পেলেন পুরস্কার
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ গায়কা গায়িকাদের গাওয়া গান ‘এসো হে বৈশাখ’ এর রেকর্ড থেকে সেরা দশজনকে বাছাই করেন বিচারকগণ। এবং সেখান থেকে সেরা দশজনকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন আবির হাসান, দ্বিতীয় সুমিত দাশ এবং তৃতীয় হন হুমায়েরা চৌধুরী মিম। প্রথম দ্বিতীয় ও তৃতীয়জনকে যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা ও প্রত্যেককে ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, ‘বৈশাখ প্রতি বছর নতুন জীবন বয়ে নিয়ে আসে। বৈশাখ মানে তাই নতুনত্ব। এখানে হিন্দু মুসলমানের কোনও ভেদাভেদ থাকে না, এটা বাঙালির নিজস্ব একটি সংস্কৃতি। তাই এই দিনে এমন একটি অনুষ্ঠান সত্যিই মানুষকে আরও বেশি দেশাত্ববোধে আপ্লুত হতে উদ্বুদ্ধ করে।’ অনুষ্ঠান চলে বিকাল পাঁচটা পর্যন্ত।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল আজকের পত্রিকা, টিভি পার্টনার বাংলাভিশন, রেডিও পার্টনার রেডিও স্বাধীন, স্টুডিও পার্টনার স্টুডিও জয়া, পোশাক পার্টনার রঙ বাংলাদেশ এবং মেকওভার পার্টনার পারসোনা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!