X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘সম্ভাবনা’র ঈদ উৎসব

লাইফস্টাইল ডেস্ক
৩০ মে ২০১৯, ১৬:৩৮আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:০৭
image

ঈদের আনন্দ তো শিশুদের জন্যই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পুরাতন পোশাকে। এসব পথশিশুদের কাছে প্রতিবছরের মতো এবারও ঈদের উপহার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা।’

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘সম্ভাবনা’র ঈদ উৎসব
গতকাল বুধবার (২৯ মে)  মিরপুরের একটি কমিউনিটি হলে দুইশতাধিক শিশু নিয়ে অনুষ্ঠিত হয় ‘পুষ্পকলির ঈদ উৎসব ও ইফতার আয়োজন।’ এ আয়োজনে ‘সম্ভাবনা’ পরিচালিত পুষ্পকলি স্কুলের ধানমন্ডি, মিরপুর ও কালসি শাখার ২০০ জন সুবিধা বঞ্চিত শিশুর সাথে একই কাতারে ইফতার করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
আয়োজনে উপস্থিত ছিলেন সম্ভাবনার প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্টান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ তোফাজ্জল আলী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, সামিট গ্রুপের ডেপুটি ম্যানেজার রাহাদ হোসাইন, নারী উদ্যোক্তা হাসিনা মুক্তা, হাসিনা জান্নাত ছাকি, ইসরাত জাহান, রেশমা জাহান, প্রীতি ইসলাম পারভিন, সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধাক্ষ্য আল আমিন হোসাইন, সংগঠনিক সম্পাদক মুশফিকা নিশাতসহ সম্ভাবনার স্বেচ্ছাসেবীরা।
স্টান্ডার্ড গ্রুপে, আকিজ গ্রুপ ও ওয়াল্টন গ্রুপের সহয়তায় অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাক, সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল ও কিসমিস।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘সম্ভাবনা’র ঈদ উৎসব
প্রসঙ্গত, ২০১১ সালে ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা।’ ‘বঞ্চিত শিশু ও আগামীর সম্ভাবনা’ এই স্লোগানকে সামনে রেখে পথশিশুদের নিয়ে সম্ভাবনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি পথশিশুদের জন্য রাজধানীর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পুস্পকলি স্কুলের মাধ্যমে চালাচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। যেখানে শিশুদের সাধারণ শিক্ষা কর্যক্রমের পাশাপাশি নৈতিক ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়। এছাড়া এবছর কালসির গুদারাঘাট বস্তিতে ৯০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে চলছে পুস্পকলি স্কুলের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। পুষ্পকলি স্কুলের তিনটি শাখায় প্রায় ২০০ জন পথশিশুর পাঠদান করা হয়। এছাড়া সম্পূরক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন শিক্ষার্থীর লেখাপড়া খরচ, শিক্ষা উপকরণ এবং টিউশন প্রদান করা হয়। যেহেতু পরিবারের চাপেই শিশুরা স্কুল ছেড়ে কাজে চলে যায় এবং ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত হয় তাই সুবিধাবঞ্চিত শিশুর মায়েদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ‘অনিন্দিত নারী’ নামে কর্মসূচি পরিচালনা করছে সংগঠনটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!