X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবেদন হারিয়েছে ঈদ কার্ড

সুবর্ণ আসসাইফ
০৪ জুন ২০১৯, ১১:০৪আপডেট : ০৪ জুন ২০১৯, ১১:০৪

আবেদন হারিয়েছে ঈদ কার্ড এক যুগ আগেও ঈদ কার্ড ছাড়া বাঙালির ঈদ আনন্দ কল্পনা করা যেত না। ঈদ আসলেই স্কুল-কলেজ পড়ুয়া ও তরুণ-তরুণীদের ব্যস্ততা ছিল ঈদ কার্ড সংগ্রহের। ঈদে পছন্দের জামা-কাপড়ের সঙ্গে তালিকায় থাকতো ঈদ কার্ডও। প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানোর জনপ্রিয় মাধ্যম ছিলো কার্ড।

একসময় শহর-মফস্বলের পাড়া মহল্লা থেকে গ্রামেও পাওয়া যেতো ঈদ কার্ড। বর্ণিল ডিজাইন আর বাহারি রঙের ঈদ কার্ডে আঁকা গম্বুজ, মিনারের উপর চাঁদ-তারা বা লাল গোলাপ, নায়ক-নায়িকাদের ছবির উপর লেখা ঈদ মোবারক দ্বিগুণ করে দিত ঈদ আনন্দ। কিন্ত সময়ের ব্যবধানে এখন আবেদন হারিয়েছে ঈদ কার্ড।

ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তির উৎকর্ষতার কাছেই হার মেনেছে ঈদ কার্ড সংস্কৃতি। ঈদ কার্ডের জায়গা দখল করেছে মুঠোফোনে ক্ষুদেবার্তা, ভার্চুয়াল শুভেচ্ছা কার্ড, ভার্চুয়াল উপহার। ১০-১২ বছর আগেও জমজমাট ছিল কার্ডের ব্যবসা। সেসময় ছোটো দোকানগুলোও প্রতি ঈদে ৭০-৮০ হাজার টাকার কার্ড বিক্রি হতো।

মূলত ৪-৫ বছর আগে থেকে চাহিদাশূণ্য ঈদ কার্ড। সাধারণ ক্রেতাদের কাছে খুচরা বিক্রি বন্ধ হয়ে গেছে প্রায়। টিকে থাকতেই বিয়ের কার্ড, ক্যালেন্ডার, ডায়েরির ওপর নির্ভর করছেন কার্ড ব্যবসায়ীরা।

ছোটোদের জন্য নানা মজার মিনি কার্ড ছাপানো হতো। জনপ্রিয় সব কার্টুন চরিত্র থাকতো মিনি কার্ডগুলোতে। সেগুলোও ছাপানো বন্ধ হয়েছে।

আবেদন হারিয়েছে ঈদ কার্ড রাজধানীর পল্টন, সদরঘাট, নিউমার্কেটে কার্ডের দোকানগুলো ঘুরে দেখা যায় ঈদ আসলেও ঈদ কার্ড নিয়ে ব্যস্ততা নেই দোকানীদের। পুরোপুরি মন্দাদশা চলছে ঈদ কার্ড ব্যবসায়। হাতেগোনা দুই-একটি দোকানে ঈদ কার্ড থাকলেও নামসর্বস্ব। গত ঈদেও ঈদ কার্ড ছাপানো অনেক দোকানী এ ঈদে কার্ড ছাপাননি। বর্তমানে কর্পোরেট হাউস, ব্যাংক-বীমা বা অন্যান্য প্রতিষ্ঠান ঈদ কার্ড অর্ডার করে থাকলেও সেগুলো সংখ্যায় সীমিত।

সদরঘাটে প্রজাপতি প্রোডাক্টসের দিলীপ কুমার বলেন, ঈদ কার্ড ব্যবসায় নব্বই দশক ছিল সবচেয়ে জমজমাট। সেসময় নিয়মিতদের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও ঈদ কার্ড ছাপাতো। ঈদের একমাসে আগে থেকে আমাদের ব্যস্ততার শেষ ছিলো না। এখন আর মানুষ ঈদকার্ডের খোঁজও কেউ করেনা। সবাই মোবাইলে ঈদের শুভেচ্ছা জানায়।

আইডিয়াল প্রোডাক্টসের ম্যানেজার নজরুল ইসলাম খান বলেন, ১০ বছর আগেও শবে বরাতের পর থেকেই ঈদ কার্ডের চাহিদা শুরু হতো। মানুষ লাইন দিয়ে ঈদ কার্ড নিতো সেসময়। সারা দেশের পাইকারি ও খুচরা ক্রেতাদের চাহিদা মেটাতে দম ফেলার ফুসরত ছিলো না আমাদের। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের ঈদ কার্ডের প্রতি আগ্রহ নেই। আমরা এবছর কোনো কার্ড করিনি, গতবছরের কিছু কার্ড আছে সেগুলোই রেখেছি।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’