Vision  ad on bangla Tribune

যে অভ্যাসগুলো পরিচ্ছন্ন রাখবে অন্দর

লাইফস্টাইল ডেস্ক১২:৪৭, জানুয়ারি ০৮, ২০১৬

ঘুম থেকে উঠেই বিছানা ঠিকঠাক করে ফেলুন

ঘরদোর পরিষ্কার করা, সেতো অনেক ঝক্কির বিষয়! কাজ শেষ করতে করতেই রাজ্যের ক্লান্তি ভর করে শরীরে। দিনশেষে তাই ঘর পরিষ্কার করার ইচ্ছাটা গায়েব হয়ে যায় বেমালুম। তবে যদি বদলে ফেলতে পারেন দৈনন্দিন কিছু অভ্যাস, আলাদা করে ঘর গোছানোর জন্য আর সময় লাগবে না। কাজের ফাঁকেই দিব্যি ফিটফাট রাখতে পারবেন অন্দর। জেনে নিন কোন অভ্যাসগুলো পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে আপনার ঘরদোর-

 

ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ফেলুন
সকালে ঘুম থেকে উঠে বিছানা ত্যাগ করার আগেই চাদর গুছিয়ে বালিশগুলো জায়গা মতো রাখুন। এতে পরে আর বিছানা গোছানোর তাড়া থাকবে না।  

মসলার বয়াম রাখুন ঠিকঠাক

রান্না করার সময়ই যেখান থেকে মসলার বয়াম নিয়েছিলেন সেখানে তুলে রাখুন। এতে রান্নাঘর গোছানোর জন্য বাড়তি সময় লাগবে না।  জুতা খুলে প্রবেশ করুন ঘরে

বাসায় প্রবেশ করার আগে জুতা খুলে তারপর আসুন। এ অভ্যাসটি আপনার অন্দরকে রাখবে ধুলাবালিমুক্ত। সম্ভব হলে দরজার বাইরেই জুতা রাখার র‍্যাক রাখুন। এতে জুতা গুছিয়ে র‍্যাকে রেখে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন।

 

আবর্জনা পরিষ্কার করুন নিয়মিত
ঘরে আবর্জনা জমিয়ে রাখবেন না। নিয়মিত আবর্জনা ও এটি রাখার পাত্র পরিষ্কার করুন। সপ্তাহে একদিন লেবু ও ভিনেগারের সলিউশন দিয়ে পরিষ্কার করুন আবর্জনা রাখার পাত্র।অপরিষ্কার কাপড় জমিয়ে রাখবেন না

ময়লা কাপড় জমিয়ে রেখে পরিষ্কার করবেন না। প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে নিন।

সিঙ্ক অপরিচ্ছন্ন রাখবেন না
রাতে খাওয়ার পর অপরিষ্কার বাসনকোসন সিঙ্কে ফেলে রাখবেন না। এঁটো বাসন ফেলে রাখলে ইঁদুর, তেলাপোকার উপদ্রব বাড়ে।

 

/এনএ/     

লাইভ

টপ