X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যেখানে খোঁপায় গাঁথা ফুলে চেনা যায় নারী!

ওয়ালিউল মুক্তা, তামিলনাড়ু থেকে ফিরে
২৬ জানুয়ারি ২০১৬, ২০:৩৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২০:৪৩
image

যেখানে খোঁপায় গাঁথা ফুলে চেনা যায় নারী!

মারুগান নামের এক দেবতা এসে নেমেছেন পদ্ম পুকুরে। হাতে তার তির। যুদ্ধের তির। তার উদ্দেশ্য ভয়াবহ ও ভালো। ধনুক হাতে নিয়ে তিনি এসেছেন খারাপদের (শত্রু) ওপর তা নিক্ষেপ করতে। আর যে জায়গায় তিনি নেমেছিলেন, সে পদ্ম পুকুরটা আজকের ভারতের ভেলোর সিটি। ভেল অর্থ বলা হচ্ছে স্পেয়ার বা যুদ্ধাস্ত্র। 'অর' মানে জায়গা। এটা হলো সংক্ষেপে এ নগরের নামকরণ। তবে ভেলরো আমি যে লজে আছি, তার মালিক সেলিম ভাইয়ের কাছে এ তথ্য তেমন একটা গুরুত্ব পেল না। তার মতে, ভেল অর্থ সূর্যের উত্তাপ আর 'অর' মানে জায়গা। গত এক সপ্তাহ ধরে এ শহরে আছি। উত্তাপ কাকে বলে তা মোটামুটি টের পাচ্ছি। তাই সেলিম ভাইয়ের ওপর কথা চলে না।

এলাকায় আরও একজন আধ্যাত্মিক পুরুষ আছেন। নাম তার শ্রী শাক্তি আমা (শ্রী নারায়ণী)। কয়দিন আগে সামনাসামনি তাকে পেয়ে বড় সাইজের ধাক্কা খেয়েছিলাম। এই মানুষটিও নাকি যখন পৃথিবীতে আসেন, তখন তার হাতেও ছিল পদ্ম ফুল চিহ্ন। এত কথার কারণ হলো ফুল। শুধু ভেলোর নয়, পুরো তামিল সংস্কৃতিতে ফুলের প্রভাব অগাধ। তামিলদের মধ্যে ফুল প্রিয়তা অসাধারণ। পৃথিবীর আর কোনও জাতির এই ঈর্ষণীয় ক্ষমতা আছে বলে মনে হয় না।

যেখানে খোঁপায় গাঁথা ফুলে চেনা যায় নারী!

এখানকার প্রতিটি নারী যখন রাস্তায় বের হন, চুলের ভাঁজে পরম যত্নে ফুল গেঁথে নেন। সাত দিনে তামিলনাড়ুর বেশ কয়েকটি শহরে এই একই কাণ্ড আমি দেখেছি। বিস্ময় নিয়ে লক্ষ্য করেছি, রাজ্যের প্রতিটি চুলখোলা নারী এই কাজটি করে যাচ্ছেন। আশ্চর্যের বিষয়, এই ফুল দিয়েই নারীকে নাকি চেনা যায়!প্রতিটি ফুলের আলাদা অর্থ আছে। বিবাহিত নারীরা এক রকম ফুল খোঁপায় রাখে। টিনএজরা অন্যরকম। এই নিয়ম বিধবাদের জন্যও! তবে অবিবাহিত যারা তামিলনাড়ুতে আসবেন, তারা জেসমিন (সাদা) ও গোলাপ (লাল) ফুলের কেশধারীর দিকে বিগলিত নয়নে তাকাতে পারেন! কারণ তারা টিনএইজ বা অবিবাহিত।

যেখানে খোঁপায় গাঁথা ফুলে চেনা যায় নারী!

আর গোলাপি, কৃষ্ণচূড়াসহ বেশ কয়েকটি রঙের ফুল ব্যবহার করে বিবাহিত মেয়েরা। তাদের একের অধিক রঙের ফুল রাখতে দেখা যায়। এ ধরনের মেয়েরা সাদা ফুল পরতে পারেন। তবে সঙ্গে অন্য যেকোনও ফুল মাথায় থাকতে হবে। আর বিধবারা ব্যবহার করেন সাদা রঙের ফুল। তবে এক্ষেত্রে শর্ত প্রযোজ্য, এ ফুলের কোনও গন্ধ থাকা চলবে না। বেগুনি, কমলা, হলুদ ধরনের ফুলের কোনও বাছ-বিচার নাই। এগুলো সবার জন্য। দেবতার জন্য তারা রেখেছে হলুদ রঙের ফুল। এর নাম লাক্সমি বা লক্ষ্মী। আমার দেখা অত্যন্ত অমায়িক এ গোষ্ঠী ফুলকে পবিত্র বস্তু হিসেবে মান্য করে। স্থানীয় এক তামিলের সঙ্গে কথা বলছিলাম, তার কথা বেশ কিছুক্ষণ ভাবাল। তার তথ্য হলো, ফুল মাথায় গুঁজে বের হওয়াটাই তাদের সংস্কৃতি। আর এটা মাথায় রেখে বাসার কাজ করাটা হলো অপসংস্কৃতি। ফুল এতটাই পবিত্রতম তাদের কাছে!

ছবি: লেখক  

/এম/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়