behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বর্ণিল ফাল্গুন নিয়ে অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক১৫:০৬, ফেব্রুয়ারি ১০, ২০১৬

বসন্ত অঞ্জন`স-১

অঞ্জন’স বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে যুগল ও পরিবারের সবার জন্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করেছে। কামিজ গুলোর প্যাটার্নেও নতুনত্ব এসেছে। স্লিমফিট ও একছাট কাটিং এ পাঞ্জাবি করা হয়েছে। এই আয়োজনের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শাড়ি। রংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে বাসন্তী, গোলাপি, লাল, সাদা, কমলা, হলুদ, সবুজ প্রভৃতি। রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ফিউশন ও শার্ট। পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ড পেইন্ট, টাইডাই প্রভৃতি। তরুণ তরুণীদেরকে প্রাধান্য দেওয়া হলেও সব বয়সীদের জন্যই পোশাক করা হয়েছে এই আয়োজনে। পোশাকের পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে ম্যচিং পার্স, হ্যান্ড মেইড গহনা। মূল্য- শাড়ি (১০০০-৫০০০), পাঞ্জাবি-(১২০০-২০০০), সালোয়ার কামিজ-(২৫০০-৫০০০)।

বসন্ত অঞ্জন`স

বসন্ত অঞ্জন`স -১

/এফএএন/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ