Vision  ad on bangla Tribune

বাঘের জন্য সচেতনতা

লাইফস্টাইল ডেস্ক১২:০২, ফেব্রুয়ারি ১১, ২০১৬

বাঘের জন্য সচেতনতা

নববর্ষের প্রথম প্রহর শুরু হয় চারুকলার বাঘের মূর্তিকে সঙ্গে নিয়ে। আমাদের জাতীয় বীর ক্রিকেটারদের আমরা বাঘের সঙ্গে তুলনা করি। বাঘের প্রতিকৃতি নিয়ে আমরা মেতে উঠি গর্ব ও উচ্ছ্বাসে। অথচ সেই বাঘের অস্তিত্বই আজ হুমকির মুখে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে থাকে বেঙ্গল টাইগার। দিন দিন আশংকাজনক হারে কমে যাচ্ছে তাদের সংখ্যা। বাঘের সুরক্ষা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম আয়োজন করেছে জনসচেতনতামূলক কার্যক্রম ‘ন্যাশনাল অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন।’ আজ ১১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ কার্যক্রমের আওতায় বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতে ঘুরে বেড়াবে বাঘের আদলে তৈরি একটি ‘টাইগার ক্যারাভান।’
এছাড়া আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে দিনব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজনে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা, বাঘ নিয়ে বিভিন্ন শিল্পীদের পেইন্টিং, এক্সিবিশন ও লাইভ মিউজিক থাকবে। জনসচেতনতামূলক এ পুরো আয়োজনের স্লোগান হচ্ছে ‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো।’ 

/এনএ/

লাইভ

টপ