behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বিদ্যা দেবীর চরণে অর্ঘ্য

লাইফস্টাইল রিপোর্ট১৫:৪৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

স্বরস্বতী পূজা-৩

আজ শনিবার পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এসেছেন ধরাধামে। বিদ্যানুরাগী অনুসারীরা আজকের দিনটি কাটিয়েছেন দেবীর চরণে অর্ঘ্য দিয়ে।

সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চণাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা। বিশেষ করে বিভিন্ন শিক্ষাঙ্গনেই স্বরস্বতী পূজা উদযাপনের অধিকতর আয়োজন দেখা গেছে।

প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। ভোর থেকেই ভক্ত ও অনুরাগীদের ভিড় দেখা গেছে বিশ্ববিদ্যালয় চত্বরে। পহেলা ফাল্গুন ও স্বরস্বতী পূজা একদিনে পড়ায় উদযাপন ও আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করছেন ভক্ত অনুরাগীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভাগ ভিত্তিক প্রতিমা নির্মান করেছে।  

ছবিতে দেখে নিন স্বরস্বতী পূজার এক ঝলক…

স্বরস্বতী পূজা-২

স্বরস্বতী পূজা-১

স্বরস্বতী পূজা

ছবি: বাংলা ট্রিবিউন।

/এফএএন/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ