Vision  ad on bangla Tribune

শুরু হলো ক্যাফে এন্ট্রো-এর যাত্রা

লাইফস্টাইল ডেস্ক১০:৩০, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

শুরু হলো ক্যাফে এন্ট্রো-এর যাত্রা

মানসম্পন্ন খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে ‘ফান, ফ্রেশ অ্যান্ড ফেবুলিশিয়াস’ স্লোগানের সঙ্গে নগরে যাত্রা শুরু করলো নতুন রেস্তোরাঁ ও কফিশপ ক্যাফে এন্ট্রো। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বনানীর ১১ নম্বর রোডে এফ ব্লকের ৫৬ নম্বর ভবনের ৪র্থ তলায় জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক পথচলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থাপক ফারহানা নিশো, অভিনেত্রী প্রভা, মডেল টুম্পা, রুম্পা, আজরাসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মায়া চৌধুরীর পুত্র রনি চৌধুরী।

ফ্রাইড রাইস ও চাউমিন, চিকেন চিলি অনিয়ন, স্যুপ, বিফ চিলি অনিয়ন, থাই ভেজিটেবল গ্রেভি ইত্যাদি বিভিন্ন আইটেম মিলবে রেস্টুরেন্টে।  

 

/এনএ/

লাইভ

টপ