behind the news
Vision  ad on bangla Tribune

শাড়ি ও গহনার ‘ঝালমুড়ি!’

লাইফস্টাইল রিপোর্ট১৪:২০, মার্চ ২৩, ২০১৬

উৎসাহ

পহেলা বৈশাখকে সামনে রেখে চারটি ফেসবুকভিত্তিক বিপণন প্রতিষ্ঠান একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ‘ঝালমুড়ি’ প্রদর্শনী। অনলাইনভিত্তিক ব্যবসাগুলোতে পণ্য দেখে কেনার সুযোগ থাকে না। এই আয়োজনটিতে দর্শনার্থীরা পণ্য দেখে তারপর কেনার সুযোগ পাবেন। সাজপোশাক ও গহনার বিপুল সংগ্রহ থাকবে প্রদর্শনীতে।

২৫ মার্চ থেকে ২৭ মার্চ রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘কিভা হান’ রেস্তোরাঁয় এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনী চলবে এই তিন দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রদর্শনীতে দেশী তাঁতের শাড়ি নিয়ে থাকবে সুইট পটেটো, এম্ব্রয়ডারি আর স্ক্রিনপ্রিন্টের সালোয়ার কামিজের সঙ্গে এক্সক্লুসিভ শাড়ি নিয়ে থাকবে স্ট্রিংজ, উৎসাহ প্রদর্শন করবে নজরকাড়া নেপালি গহনা আর দেশি হ্যান্ডপেইন্ট শাড়ি। সিক্স ইয়ার্ডস স্টোরির প্রদর্শনে থাকবে ইউনিক নকশার সব গহনা আর শাড়ি।

সুইট পটেটো

এ বিষয়ে সুইট পটেটোর উদ্যোক্তা রোকসানা রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝালমুড়িতে সুইট পটেটোর বিশেষ সংগ্রহে থাকছে নিজস্ব ডিজাইনের ব্লকের দোতারি সুতায় বোনা শাড়ি। শাড়িতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে 'সাপের ছলং' নামের একটি দেশি হ্যান্ডলুম শাড়ি। শাড়ির বাইরেও থাকছে আমার নিজস্ব রেসিপির দেশি স্ট্রবেরির আচার।’

স্ট্রিংজস্ট্রিংজ-এর উদ্যোক্তা তানজিনা আনিস প্রেমা জানান, ‘আমরা পহেলা বৈশাখের জন্য বিশেষ সালোয়ার কামিজ ও শাড়ি প্রদর্শন করবো। ক্রেতাদের জন্য স্ট্রিংজের বিশেষ অফার থাকবে। ১০ হাজার ও ১৫ হাজার টাকার পণ্য কিনলেই ক্রেতারা পাবেন বিশেষ গিফট।’ তিনি জানান, স্ট্রিংজ লভ্যাংশের একটি অংশ পথশিশুদের কল্যাণে দান করে।
অপর আয়োজক ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র এর কর্ণধার লরা খান জানান, 'শাড়ির পাশাপাশি আমাদের বিশেষ আকর্ষণ থাকবে বিচিত্র নকশার গহনা। একেবারেই নিজস্ব নকশায় প্রস্তুত গহনাগুলোতে থাকবে আলাদা আবেশ।’ 

সিক্স ইয়ার্ডস স্টোরি

উৎসাহ-এর উদ্যোক্তা মনামি সানজিয়া বলেন, ‘ফেসবুকভিত্তিক হওয়ার কারণে আমাদের পণ্য ক্রেতারা দেখে নিতে পারেন না। অনেক ক্রেতাই আমাদের অনুরোধ করেছেন যেন দেখে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়। সেজন্যই আমরা চারজন মিলে এই প্রদর্শনীর আয়োজন করেছি। উৎসাহতে থাকবে নেপালি গহনা ও হ্যান্ডপেইন্ট শাড়ি।’

/এমএমআর/এনএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ