X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফুল তাজা রাখতে

আনিকা আলম
২৫ মার্চ ২০১৬, ১৩:৫৬আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৪:০৫
image

ফুল তাজা রাখতে..

ফুল মানেই সজীবতা। স্নিগ্ধতায় ভরপুর একগুচ্ছ তাজা ফুলের সৌরভ নিমিষেই দূর করে দিতে পারে মনের ক্লান্তি। পাশাপাশি অন্দরের সৌন্দর্য বাড়াতেও বাহারি তরতাজা ফুলের জুড়ি মেলা ভার। কিন্তু দিন না যেতেই যদি নেতিয়ে পড়ে সাধের ফুলগুলো, তবে সব আয়োজনই মাটি। সঠিক যত্ন ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে গুঁজে রাখা ফুল প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুলের সৌন্দর্য ও সজীবতা অনেক দিন পর্যন্ত জিইয়ে রাখার কিছু উপায় জেনে নিন-  

  • ফুল রাখার জন্য সব সময় পরিষ্কার ফুলদানি বা পাত্র ব্যবহার করুন।
  • ফুলের পরিমাণ অনুযায়ী রাখার পাত্র বাছাই করা উচিত। ছোট ফুলদানিতে বেশি ফুল রাখলে যেমন পানির অভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তেমনি অল্প কয়েকটি ফুলের জন্য বিরাট ফুলদানি নির্বাচন করাও বোকামি।
  • সকাল বা বিকালে ফুলদানি সাজান, যখন আবহাওয়া ঠাণ্ডা থাকে।
  • ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  • ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠাণ্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
  • তিন-চার দিন পর পর ফুলদানির পানি পাল্টান। পানি হলদে বা ঘোলা হয়ে গেলে ফুল বিবর্ণ হয়ে পড়ে, পানি পাল্টানোর সময় এক কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।
  • ফুলদানির পানিতে পাতা ডুবে থাকলে তা পচে গন্ধ ছড়ায়। তাই ফুল রাখার আগে ধারালো কাঁচি দিয়ে অপ্রয়োজনীয় পাতা ছেঁটে নিন।
    ফুল তাজা রাখতে
  • ফুলের ওপর বারবার পানি ছিটানো উচিত নয়। এতে ফুলের পাপড়ি পচে যেতে পারে।
  • প্রতিদিনই ফুল ছেঁটে দিন ও শুকিয়ে যাওয়া পাপড়িগুলো সরিয়ে ফেলুন। নিয়মিত ফুলের ডাঁটার কিছু অংশ ছেঁটে দিলেও ফুল দীর্ঘদিন তাজা থাকবে।
  • ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি নিয়মিত পরিষ্কার করবেন।
  • ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
  • ফুল ভালো রাখার জন্য তিন ভাগ পানিতে এক ভাগ লাইম সোডা মেশান।
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
  • ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে।
  • ফুলদানির পানিতে এক চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে অনেক দিন।
  • সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
  • ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
  • ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!