behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মিরপুরে টেলিব্র্যান্ডের নতুন শোরুম

লাইফস্টাইল ডেস্ক১৫:৫৫, মার্চ ৩১, ২০১৬

Tele Brand Picture 

সম্প্রতি রাজধানীর মিরপুরে জনপ্রিয় ফিটনেস এক্সেসরিস বিক্রেতা প্রতিষ্ঠান টেলিব্র্যান্ড তাদের নতুন শো-রুম উদ্বোধন করেছে। দৈনন্দিন যান্ত্রিক জীবনকে সহজ করতে প্রয়োজনীয় অত্যাধুনিক সুবিধা সম্বলিত সকল পণ্য পাওয়া যাবে টেলিব্র্যান্ডের এ শোরুমটিতে।

স্মার্ট লাইফ স্টাইল, স্বল্প পরিশ্রম, সময় ও অপ্রত্যাশিত ঝামেলা এড়িয়ে চলতে টেলিব্র্যান্ডের পণ্য অন্যতম। এ্যাব কিং প্রো, পুশ আপ পাম্প, স্মার্ট ওয়ান্ডার কোর, এ্যাব-রকেট টুইস্টার, এ্যাব জোন ফ্লেক্স, এক্সারসাইজ বাইক, মাস্টার ব্লাস্টার, টুইন টোনিং মোশন বেল্ট, পাওয়ার এ্যাবস, ম্যানুয়্যাল ট্রেডমিল, মটোরাইজড ট্রেডমিল সহ নানা ধরনের পণ্য যা ব্যস্ত জীবনে ফিটনেসের জন্য খুবই কার্যকরি।

উদ্বোধন উপলক্ষে টেলিব্র্যান্ড -এর সকল পণ্যে রয়েছে ১৫% পর্যন্ত ছাড়। এ সুবিধা পাওয়া যাবে বসুন্ধরা সিটির লেভেল-৫, ধানমন্ডির প্লাজা এ. আর, ওয়ারির র‌্যাংকিন স্ট্রিট, উত্তরায় পলওয়েল কারনেশন, মিরপুরে -২২০,মিরপুর, চট্রগ্রাম ও নরসিংদির শো-রুমে। এছাড়াও শিগগিরই নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে নতুন শোরুম উদ্বোধন হতে যাচ্ছে।

/এফএএন/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ