behind the news
Vision  ad on bangla Tribune

বরফের অঙ্গে যত রূপ!

লাইফস্টাইল ডেস্ক১৬:৫৭, এপ্রিল ০৬, ২০১৬

কোথাও গড়িয়ে নামা পানি পরিণত হয়েছে ধারালো বরফে, আবার কোথাও প্রচণ্ড ঘূর্ণিঝড়ে চাকার আকারে ধেয়ে আসছে বরফ! কোথাও বরফ জমে তৈরি হয়েছে রহস্যময় গুহা, আবার কোথাও শোভা পাচ্ছে আশ্চর্য বরফের ভাস্কর্য। বরফের দুনিয়ায় এমন চমক দেখা যায় প্রায়ই। ছবিতে দেখুন বরফের চমৎকার কিছু রূপ-

ডোরাকাটা বরফ!

ডোরাকাটা বরফ!

মনে হবে যেন ভ্যানিলা আইসক্রিমের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে চকোলেট! পাথরে সৃষ্ট সমুদ্র শৈবাল ও পলি থেকে এই রঙিন লাইনের জন্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের লেক মিশিগানে এ ধরনের বরফখণ্ড দেখা যায়।

বরফের গুহা

বরফের গুহা
বরফের তৈরি গুহা! প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া এ গুহা রয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়।

বরফের চাকা

বরফের চাকা
শীতপ্রধান দেশের পাহাড়ি এলাকায় প্রচণ্ড বাতাসে সৃষ্টি হয় বরফের ঘূর্ণি। এ ঘূর্ণি গড়াতে গড়াতে পরিণত হয় শক্তিশালী বরফের চাকায়।

নীল বরফ

নীল বরফ
বিশাল বরফখণ্ড, সেখান থেকে নীলচে রং ঠিকরে বের হচ্ছে যেন! অ্যান্টার্টিকায় খোঁজ পাওয়া যায় দুর্লভ এ বরফখণ্ডের।

বরফের বুদবুদ

 

বরফের বুদবুদ
২০১৫ সালের জানুয়ারিতে কানাডার বানফ ন্যাশনাল পার্কের লেকে আবিষ্কার করা হয় দুর্লভ বরফের বুদবুদ। মিথেন গ্যাসে পরিপূর্ণ ছিল এ বুদবুদগুলো। সাধারণত ভূমিতে দেখা পাওয়া যায় এ ধরনের বুদবুদের।

বরফের গিরিখাদ

বরফের গিরিখাদ
বরফের মধ্যে চলছে নৌকা। অসাধারণ এ দৃশ্য প্রায়ই দেখা যায় গ্রিনল্যান্ডে।

বরফের ভাস্কর্য

বরফের ভাস্কর্য
প্রচণ্ড বৃষ্টি আর বাতাসে সৃষ্টি হতে পারে এ ধরনের চমৎকার ভাস্কর্য!

/এনএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ