X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

কাফি কামালের 'রঙ্গুম রঙ্গিলা'

সাহিত্য ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৪

বাংলাদেশের সাথে বার্মার সম্পর্ক একই সাথে ঐতিহাসিক ও বৈরী। এক সময় দেশটির সাথে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সুদৃঢ় সম্পর্ক ছিলো। প্রতিবেশী দেশ হলেও বৈরী পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে দুইদেশের মানুষের যাতায়াত ও সম্পর্ক খুবই সীমিত। ফলে দেশটি নিয়ে বাংলাদেশের বর্তমান প্রজন্মের মানুষের কৌতূহল থাকলেও জানাশোনা তেমন পরিস্কার নয়। বাংলাদেশে বার্মা উপর তেমন বইপত্র মেলে না, জানার সুযোগও কম। কাফি কামাল দেশটির প্রাচীন তিনটি রাজধানী বাগান, মান্দালয়, রেঙ্গুন ও পুরোনো উষ্ণকালীন রাজধানী পিন উ লউইন সহ বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। ভ্রমণে কেউ দেখেন মুগ্ধ দৃষ্টিতে, ডুবেন ভাবনার অতলে। নেন ভিনদেশি ব্যঞ্জনের স্বাদ, মাতেন শখের কেনাকাটায়। কাফি কামাল কেবল নিজে দেখেন না, দেখান অন্যদেরও। চিত্ররূপময় বর্ণনায় বাঙ্ময় হয়ে উঠে তার ভ্রমণ লিখন। বাগান, মান্দালয়, পিন উ লউইন, রেঙ্গুনের ইতিহাস-ঐতিহ্য আর প্রাকৃতিক নিসর্গ চিত্রায়িত হয়েছে ‘রঙ্গুম রঙ্গিলা’ বইয়ে। ইরাবতীর কূল থেকে হাজার মন্দিরের বাগান, মান্দালয় পাহাড়ের চূড়া থেকে পিন উ লউইনের লীলাময় নিসর্গ, রেঙ্গুনের শোয়েডাগন প্যাগোড়া থেকে বাহাদুর শাহ জাফরের কবর নানা আকর্ষণীয় স্থান ঘুরে দেখতে দেখতে পাঠকদেরও অবলীলায় করে নেন ছায়াসঙ্গী। কবিতার উদ্ধৃতি, গল্পগাঁথা ও হাস্যকৌতুকে চারিয়ে দেন ঐতিহ্যের গভীর শেকড়ে। নানা ঘটনা ও তথ্যে পাঠকদের ইতিহাসের বর্ণিল অলিগলিতে ছুটিয়ে নেন। ঘুরিয়ে আনেন এক মায়াময় স্বপ্নাচ্ছন্নতায়। কাফি কামাল তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন বর্ণিল প্রকৃতি ও স্থাপনার সৌন্দর্য, ব্যঞ্জনের স্বাদ, নানা শ্রেণি-পেশা-বর্ণের মানুষের আচার-আচরণ আর চলতি পথের খুঁটিনাটি। বাগানের প্যাগোড়া সংক্রান্ত মিথ, নানাদেশি পর্যটকদের আনাগোনা, মাইনকাবা গ্রামের শ্রমজীবী পরিবার, মান্দালয়ের বুড়ো ডাক্তারের নীরব চাহনি, মান্দালয় হিলের চূড়া থেকে অর্ধচন্দ্রাকৃতির কারাগার, মুখে তানাক্কার নকশা আঁকা মেয়ে, পিন উ লউইনের জাতীয় উদ্যান, রেঙ্গুন সন্ধ্যাকালীন বাহারি স্ট্রিট ফুড, সোনালী শোয়েডাগন প্যাগোড়া, বাহাদুর শাহ জাফরের সমাধিস্থলের নির্জনতা, দেশটির মুসলমান সম্প্রদায়ের নীরব ক্ষরণ, রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র ও পাবলো নেরুদার স্মৃতিপাঠসহ বার্মিজ যুবকদের পায়ে সিনলুন ক্রীড়াশৈলী সবকিছু এবং সকলে তার ভ্রমণবর্ণনায় সমান রঙিন।


প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য।
প্রকাশনা প্রতিষ্ঠান: বুনন প্রকাশন।
মূল্য: ৪৫০টাকা।

/জেড-এস/
সম্পর্কিত
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে