X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাজী লতিফের কবিতা

.
১২ জুন ২০১৬, ১৩:২৭আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:২১

অলঙ্করণ : মোস্তাফিজ কারিগর যাই


যাই,–ক্রৌঞ্চির খোঁজে পুনঃ পরিযায়ী পাখির আদলে
পুনর্বার উড়ে যাই, ধরাতলে মেঘের মিনার ছুঁয়ে এ ঘোর বাদলে
প্রত্যাশার পাহাড় জঙ্গল গিরি জগৎ জঙ্গম ঘুরি মননের বন
উচাটন তোমার গায়ের গন্ধ যদি আনে দমকা পবন
স্মৃতিসরোবরে প্রণয়ের হিরন্ময় দীঘল সুবর্ণখণ্ড ভাসে।
প্রতিটি বছর যেন ক্ষণমাত্র! দৈর্ঘ্য নেই!– প্রস্থ নেই!
                                          –সামান্য প্রহর হয়ে আসে
অসীম অকাশও ক্ষুদ্র, বি-শা-ল ব্রহ্মাণ্ড তাও তুচ্ছ মনে হয়!
অনন্ত আমিত্ব নিয়ে জেগে উঠি অন্য আমি– কালের অভয়।


সামনে পিছনে নাচে বিরহের-পরিণয়– ভালোবাসা জাতিস্মর স্মৃতি!
যেন ক্লান্তি কোনও ক্লান্তি নয়, জয়ের বিজয় যেন নিকটেই অধরা স্থিতি।


*
একাকী উদাস মনে কখন যে কী কারণে মনবনে খুঁজেছি কবিতা
বৃথা সে খোঁজার শ্রম! কবিতাকে, না তোমাকে, পাইনি কিছু তা
স্বপ্নে তুমি বল্লে– ‘মানুষের মাঝে খুঁজো, হার্দ্যিক সেই লেনদেন!
সেখানে বসতবাড়ি; –কবিতারা সেখানে থাকেন।’
মানুষের আঙিনায় চাষাবাদ হয়েছে বহুত
গোলায় ওঠেনি ধান, পাইনিকো একমুঠো খুদ্!
এতো অল্প মূলধনে বলো আর ক’জীবন গুণে যাবো সুদ!


আঁধারের হৃদপিণ্ড হাতড়ে হাতড়ে– আরাধ্যা, খুঁজেছি তোমায়
তুমি বল্লে– ‘আঁধারে নয়, আলোতে এসো– স্বপ্নের আলোকসভায়
কবিতা অচিন পাখি– বর্ণিল, কোমলস্য– শুভ্রপালক!
কবিতা আলোতে থাকে অতঃপর অন্ধকারে স্বয়ং আলোক।
সে আলোকে দূরে যাবে দুখ, তাপ; শোক–
কবিতার সেখানে নিবাস; –জ্বালো অন্তরালোক।’


তুমি আরো বল্লে– ‘কবিতা হৃদয়ে থাকে
তুমিও মানুষ, তাই আপন হৃদয়ে তাকে
খুঁজে দেখো ভালো করে তোমার নিজেকে
নির্মল হৃদয়ের শুদ্ধতম সেই তাকে
পাবে তুমি কবিতাকে এবং আমাকে।’


*
হয়তো পুড়িয়ে তোমার শান্তি
নয়তো দহনই আমার নিয়তি
পুড়ছে পুড়ুক একটা জীবন– ক্ষুদ্র তুচ্ছ আয়ু
প্রেমের জন্য রইল তোলা হাজার পরমায়ু।


*
যাই,–জয়ের জাহাজ নিয়ে তোমার বন্দরে ভিড়ে যাই
জাতিস্মর স্মৃতি আর জন্মোত্তর শ্রুতি-কাণ্ড, ধ্যান-অণুধ্যান
অনাদি অনন্তকাল শুধুই তোমাতে যাত্রা– তুমি ধ্যান-জ্ঞান
যাই– বিজয়ের সংগীত-সিম্ফনী মেখে হালে পালে মিনার মাস্তুলে
শতাব্দির সওদা সম্ভার ডালি মনোরম হীরা-মণি-রত্নরাজি ফুলে–
সুবিন্যস্ত জয়ের জাহাজ নিয়ে তোমার বন্দরে ভিড়ে যাই


সিঁড়ির সোপানে রাখি বিজয়ের জয়রথ তোমারে বন্দিতে
মাথার মুকুট-মালা– জপমালা তোমাতে উৎসর্গ করি–
হৃদয়ের সকল বকুল তুলে অর্ঘ্য দেই তোমার বেদিতে
ক্লান্তিহীন লোলচর্ম!
                  গতরে গোসল-ঘর্ম!
                                     নৈসর্গিক সুচিকর্ম!
নাওয়া-খাওয়া ভুলে! তোমারই নগরে পতাকার বিজয় ওড়াই
হাজার জনমভর বার বার শতবার সযতনে ভেঙে গড়ে
শতভাবে গড়ে ভেঙে তোমাকে নির্মাণ করি, সাজাই; বাজাই।

সম্পর্কিত
প্রিয় দশ
ইচ্ছা
প্রিয় দশ
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি