X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুমার চক্রবর্তীর কবিতা

.
২৯ জুন ২০১৬, ১৮:১২আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:২৬

কুমার চক্রবর্তীর কবিতা

 

কামপাঠ


দৃশ্য কিছু আঁকি নাই, মনোমাঠ, হাওয়াবন
কাঁপছে ভুবন
আকুলপ্লাবিত তার অদৃশ্যপ্রবাহ,
শীর্ণকায়, তবে কিনা ছায়া দেখে ভাবি-
আমি ঋজু, দীর্ঘও হয়েছি আজ
আপাতসংযোগ হেতু।
তোমার নিকটে আছে ইনফের্নো
দগ্ধ হতে বেশ, আমি আমকাঠ
যেভাবে পুড়েছে লঙ্কা, ছাই অবশেষ,
আমি পুড়ে ক্ষত হই, আর ভাবি-


আমি আছি সেই কথা বলা হলে
অন্যকিছু সহসাই নাই হয়ে যায়,
কিন্তু শুধু প্রেম সত্য হলে
কাম সেতো নাই হয় নাই!


শরীর না মন!


অনেক জীবন ঘুরে, খাল হয়ে, নদী হয়ে, সমুদ্রে এসেছি
বহমানতার কথা ভুলেছি এখন, মনে পড়ে
সঙ্গমস্নিগ্ধ দ্বিপ্রহর, শরীরের স্রোতে বিকেল গড়িয়ে গেল
তোমার পর্বতশৃঙ্ঘে, ভাবছি কখনো, ভাবছি কি
উড়ে উড়ে সঙ্গমের কথা, অথবা কি ডুবে, গভীর সলিলে
যেমন মাছেরা মাতে অতিন্দ্রীয় জলজ সংযোগে,
শরীরে অগুরুগন্ধ, মাতাল পবন।


একটাই মনে রাখি, প্রশ্ন জাগে, রমনে কে গুরুত্ববহ
শরীর, না মন?


রেখা ভাঙে অবিরত
কখনো শরীর ভাঙে নিজস্ব খেয়ালে, একটি পৃথিবী
অবশেষে ক্লান্ত হয়, হয় দ্বিখণ্ডিত, এই ভেবে-


রমনে কে বার্তাবহ?
শরীর, না মন!

 



তোমার অগ্নির কাছে


তোমার অগ্নির কাছে যৌনতা চেয়েছি
পোড়ো আর আমাকে পোড়াও
দেহ থেকে দেহান্তরে দাহ হয়ে যাও।
দিন আজ পড়ে আছে ঝিনুকের দেশে
প্রকৃত পথের হাওয়া দৈব সর্বনাশে
কাঁপে ও কাঁপায়,
হে মুগ্ধ, হে গান
স্থিরবিন্দু টলছে উধাও


এখন পালাও, ওহে প্রাণ।

 



আগুন ও ছাই


তাহলে সুন্দর, যতটুকু নগ্নতা তোমার
বাজে গান, বেজে ওঠে স্তনের সোনাটা
এসো আজ নগ্ন হই করণকৌশলে
যেভাবে ভ্রমর থাকে পদ্মগন্ধস্থলে
আমিও লোটাব আম্লজানসিক্ত পথে
রথ যাবে বেগতিক ছুটে
যদি তুমি রাজি হও
তবে আজ প্রলয় নিশ্চয়
লুপ্ত হবে লোকাচার গুহাশিল্প হবে উন্মোচিত
অতএব আমিও নিশ্চিত
তোমার আগুন এসে পোড়াবে আমায়
ছাই হব, ভস্ম হব, স্বর্ণ হয়ে রয়ে যাব তোমার গুহায়

 


কিউপিঠের মনস্তত্ত্ব


তোমার শরীর যখন ছোঁয় আমার শরীর
তখনই যেন হয়ে উঠি আমি মুক্ত কিউপিঠ,
আমার তীর বিদ্ধ করে তোমার দেবীপীঠ
তুমি চিহ্নে চিহ্নে হয়ে ওঠো অজানা অ্যাক্রোপোলিস,
তোমার স্কামান্দার নদী, তোমার শরীরের উদ্ভাবনা
বয়ে চলে আমার ভেতরে, আর ভাসে ও ভাসায়
রসে ভরে ওঠে থোকা থোকা আঙুর
আমি পান করি, দেখি রহস্য, দেখি বুনে যাওয়া হাওয়ার নকশা,


এসো, প্রথাগত পদ্ধতির বাইরে, এসো সাইকি
মিলে যাই- উড়ে উড়ে হাওয়ায় হাওয়ায়
অথবা হাঁটতে হাঁটতে, যোনি আর লিঙ্গম
করবে রচনা শিল্প, ভিন্ন এক চিরন্তনতায়

...........................................................

ঈদ সংখ্যার সূচিপত্র দেখতে ক্লিক করুন :

বাংলা ট্রিবিউন ঈদ সংখ্যা ২০১৬

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা