X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তাঁর কবিতার জন্য পাঠক প্রস্তুত ছিল না (ভিডিও)

চঞ্চল আশরাফ
২৯ আগস্ট ২০১৬, ১৩:২৩আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৩:৪৬

শহীদ কাদরী খেয়াল করতে হবে, শহীদ কাদরীর বিকাশকাল বাংলাদেশের স্বাধীনতাপূর্ব অস্থির ও অবরুদ্ধ সময়, এই প্রেক্ষাপটে কবিতা কেমন হতে পারে, তা বোঝার জন্য শহীদ কাদরী ভালো একটা উপায় হতে পারেন। কিন্তু কবিতা কেবল সময় সম্পর্কে ধারণা সংগ্রহের যন্ত্র নয়। এই সত্য তাঁর কবিতায় আরও বেশি প্রবল
ভিডিও দেখতে ক্লিক করুন

শহীদ কাদরী লিখেছেন কম। খুব কম বাঙালি কবির মধ্যে এই পরিমিতি কিংবা আত্মসংবরণের চর্চা দেখা যায়। জীবনের সব কালপর্ব যারা পার করেছেন, দেখা যায়, তাদের রচনারাশি পাহাড়সম। কিন্তু শহীদ কাদরী আড়াইশ’টির বেশি কবিতা লিখেছেন বলে মনে হয় না। তবে এই সংখ্যা খুব কম নয়, অধিকন্তু বেশির ভাগ কবিতাই উত্তীর্ণ, এবং বোঝা যায় কবিত্ব প্রচারের জন্য তিনি লেখেননি। বেশ আগে থেকেই কবিতা রচনার চেয়ে কবি হিসেবে সমাজে আত্মপ্রতিষ্ঠার সংস্কৃতির মধ্যে আমরা রয়েছি। শহীদ কাদরীর অবস্থান এর বাইরে।

একজন কবির ক’টা কবিতা দরকার? জার্মান কবি গটফ্রিড বেন বলেছেন, পাঁচটি ভালো কবিতা হলেই চলে। ভালো কবিতার যে দুটি শর্ত তিনি হাজির করেছেন (আপেক্ষিক সমগ্রতা ও অগ্রবর্তী ভাষা) তাতে তাঁর কিছু কবিতা টিকে যায়, তা অন্তত কুড়িটি হবে। কিন্তু তিনি দিস্তা দিস্তা লেখেননি; তাঁর প্রায় প্রতিটি কবিতা বর্জন করেছে বাচালতা, আলঙ্কারিক কাব্যিকতা; গ্রহণ করেছে সংহতি ও ভাবকেন্দ্রের শক্তি। যে নগরমনস্কতার জন্য বাংলাদেশের কবিতা প্রস্তুত ছিল না, তাই তিনি প্রকাশ করেছেন। মনে হতে পারে, তিনি পরিপ্রেক্ষিত থেকে বিচ্ছিন্ন, এখানকার সংস্কৃতিকে এড়িয়ে গেছেন বা উপেক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা নয়, তিনি বস্তুত অতিক্রম করতে চেয়েছেন নিজের সময়কেই, বড় কবিরা যা করে থাকেন। বরং তাঁর কবিতার অনুষঙ্গরাশির দিকে লক্ষ করলে বোঝা যায়, সমকালীন বাস্তবতা হেঁয়ালির চেহারা নিয়ে হাজির হয়েছে, বা একটা উপক্রমণিকা মাত্র; মূল কথাটা অন্যত্র, তা দু’চারটি ইশারা দিয়ে মিলিয়ে যাচ্ছে এবং সৃষ্টি করছে অনেকান্ত অর্থের সুযোগ। খেয়াল করতে হবে, শহীদ কাদরীর বিকাশকাল বাংলাদেশের স্বাধীনতাপূর্ব অস্থির ও অবরুদ্ধ সময়, এই প্রেক্ষাপটে কবিতা কেমন হতে পারে, তা বোঝার জন্য শহীদ কাদরী ভালো একটা উপায় হতে পারেন। কিন্তু কবিতা কেবল সময় সম্পর্কে ধারণা সংগ্রহের যন্ত্র নয়। এই সত্য তাঁর কবিতায় আরও বেশি প্রবল।

আধুনিকতা বলতে যা বোঝায়, বাংলা কবিতায় তা প্রায় পুরো মাত্রায় সঞ্চার করেছেন শহীদ কাদরী। এই আধুনিকতা মূলত সময়ের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পথ হিসেবে তাঁর কবিতায় ব্যবহৃত হয়েছে। এখানে ক্যাটাস্ট্রফি আছে, কিন্তু ভেঙে পড়া নেই; বরং দৃঢ়তা আছে। রোম্যান্টিক কাতরতায় নুয়ে পড়ার যে ঐতিহ্য বাঙালি কবিরা তৈরি করেছিলেন, শহীদ কাদরী তা প্রত্যাখ্যান করেছেন। অন্তত এই কৃতিত্বের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

পড়ুন-

শহীদ কাদরী আমার বন্ধু : আল মাহমুদ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী