X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
জেমকন সাহিত্য পুরস্কার

পুরস্কার পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত : মঈনুল আহসান সাবের

.
২০ নভেম্বর ২০১৬, ১১:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১১:৩৪

কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের এ বছর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগের দিন তার বনানীর বাসায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে গেলে তিনি পুরস্কারপ্রাপ্তীর অনুভূতি ব্যক্ত করেন। এখানে তা প্রকাশ করা হল।    

পুরস্কার পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত : মঈনুল আহসান সাবের

জাহিদ সোহাগ : জেমকন সাহিত্য পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাই।

মঈনুল আহসান সাবের : সারা পৃথিবীতেই লেখকদের মধ্যে নানা রকম ব্যাপার থাকে। কেউ কেউ পুরস্কার প্রত্যাখ্যান করতে ভালবাসেন- আমি তাদের শ্রদ্ধা করি- আবার কেউ কেউ পুরস্কার পেতে আনন্দবোধ করেন, আমি তাদেরকেও শ্রদ্ধা করি। তবে আমি দ্বিতীয় দলে। পুরস্কার পেতে আমার কোন লজ্জা বা দ্বিধা নেই বরং আমি আনন্দ অনুভব করি। যখন আমি শুনি, আমি জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছি তখন আমার খুব ভাল লাগে। কারণ আমি এতদিন দেখে এসেছি এই পুরস্কারের জন্য নিজস্ব কোন প্রচার করেনি জেমকন গ্রুপ। তারা কখনই এই পুরস্কারের মাধ্যমে তাদের নিজেদেরকে হাইলাইটস করেনি। তারা এটা কখনো ভাবেনি এতে তাদের একটা বাড়তি প্রচার হবে। তাদের আগ্রহ একজন লেখককে সন্মানিত করা। আর লেখককে সন্মানিত করা মানে লেখাকে সন্মানিত করা । তো এই পুরস্কার পাওয়ার ফলে আমি অবশ্যই আনন্দিত এবং সন্মানিতবোধ করছি।

জাহিদ সোহাগ : এবার তো পুরস্কারের অর্থমূল্যও বৃদ্ধি করা হয়েছে।

মঈনুল আহসান সাবের : হ্যাঁ, আমি এটা শুনেছি। আমাকে বলা হয়েছে। যদিও অর্থমূল্য পুরস্কারের সবকিছু নয়, তবু একজন লেখককে কী পরিমাণ অর্থ দিচ্ছে সেটাও দেখার বিষয় । তবে অর্থমূল্য বাড়ার কারণে এই পুরস্কারের আরও অনেক মূল্য বেড়ে যাবে বলে আমার ধারণা। সবমিলিয়ে এটা আমার জন্য একটা দারুণ দিন হয়ে থাকবে।

জাহিদ সোহাগ : আজীবন সম্মাননা আমাদের এখানে ততটা মূল্যবান নয়। এ সম্পর্কে কিছু বলবেন?

মঈনুল আহসান সাবের : এখানে এই ব্যাপারটি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। স্বাধীনতা পুরস্কার কিংবা একুশে পদক যেগুলো লাইফ টাইম এচিভমেন্টের মতই, কিন্তু বেসরকারি খাতে কিন্তু এমন পুরস্কার বা সম্মাননা নেই। সেদিক থেকে হিসেব করলে জেমকন সাহিত্য পুরস্কার একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। সঙ্গীত বা নাটকের ক্ষেত্রে দেখা যায় লাইফটাইম এচিভমেন্ট দেওয়া হয়- তবে কেন সাহিত্যের জন্য নয়? আমার মনে হয় এটা আরও আগে হওয়া উচিত ছিল। এটা যদি শুরু করা হয়, আমি বিশেষ করে জেমকন গ্রুপকেই অনুরোধ করবো তারা যেন এই বিষয়টি বিবেচনা করেন। এছাড়া অন্য প্রতিষ্ঠানের প্রতি তো এই আবেদন থাকবেই।

জাহিদ সোহাগ : আপনি কি মনে করেন আপনার পছন্দের বইকে পুরস্কার দেওয়া হল?

মঈনুল আহসান সাবের : পুরস্কারের নিয়ম হচ্ছে- আমি যতদূর জানি যে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি বইকে বিবেচনা করা হয়। সেই হিসেবে আমার অন্য কোন বই হয়তো সে সময়ের মধ্যে পড়েনি, বা আমার খুব প্রিয় লেখার থেকেও ভাল লেখা হয়তো জমা পড়েছে ।

জাহিদ সোহাগ : আবদুল জলিল যে কারণে মারা গেলো- এই বইটি সম্পর্কে জানতে চাই।

মঈনুল আহসান সাবের : আমি যদি আমার অন্য লেখাগুলোকে সরিয়ে রাখি তাহলে আমি বলবো যে, ‘আবদুল জলিল যে কারণে মারা গেলো’ উপন্যাসটি যে পুরস্কার পেল এটা আমার একটি প্রিয় লেখা। কারণ এতে একটা মানুষকে উঠিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। যেখানে সে অনেক বিষয়ের মুখোমুখি হয়। আমাদের জীবনটা এরকম। প্রতিনিয়ত আমাদের নানারকম জিজ্ঞাসার মুখোমুখি হতে হয়। আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। সমাজ আমাদের কাছ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে নানা রকম জবাবদিহিতা চেয়ে যাচ্ছে। এতে একজন ব্যক্তির কথা বলা হয়নি। এতে সমাজের অনেক খণ্ডিত অংশ উঠে এসেছে- যেখান থেকে আমরা অনেক ছবি পাই। সুতরাং এই বইটিকে পুরস্কৃত করায় আমি আনন্দিত।

জাহিদ সোহাগ : আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।

মঈনুল আহসান সাবের : আপনাকেও ধন্যবাদ।

 

শ্রুতিলিখন : অহ নওরোজ

   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া