X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ম্যানগ্রোভ মন’ থেকে

.
৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৫:২১

‘ম্যানগ্রোভ মন’ থেকে অমর একুশে গ্রন্থমেলায় কাগজ প্রকাশন প্রকাশ করছে রাজু আহমেদ মামুনের ‘ম্যানগ্রোভ মন’। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দি উদ্যানে কাগজের ৪২০-২১ নম্বর স্টলে। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর। মূল্য ২০০ টাকা। 


 

ব্লার্ব থেকে—

বাংলার দক্ষিণ উপকূলে সাগর-নদী-স্রোতস্বিনীর জঙ্গম জলে, পলির প্রণয়ে গড়ে উঠেছে সবুজ, ভয়ঙ্কর সুন্দরবন—যেখানে মিলনকাতর বাঘিনীর আহ্বানে জ্বলে ওঠে বাঘার সুখজৌলুস, রতিকাতর হরিণীর গন্ধে ছুটে আসে প্রণয়কামী তরুণ-হরিণ। এই বনভূমির অধিশ্বরী বনবিবি বা বনদেবী—তিনি ঐশ্বর্যময়ী, শক্তিরূপিনী—তার লাবণ্যময়ী দেহে শৃঙ্গারময় সৃজনাবেশ—সনিষ্ঠ অরণ্যচারী মানুষ তার আরাধনা করে। বঙ্গোপসাগরের রুদ্র ঢেউয়ে ইলিশের স্বপ্ন চোখে জাল ফেলে মাঝি; গহীন বনের ভেতর বুনো খালে বাওয়ালির বহর সন্তর্পনে রওয়ানা হয় এবং মোয়ালেরা মৌমাছির নিঃশব্দ গুঞ্জন অনুসরণ করে হানা দেয় মধুর চাকে—পাশেই গা ছম ছম করা শব্দে বুনো নদীর জোয়ার ঠেলে রাজসিক উল্লাসে বাঘ চলে যায়। এই জঙ্গম রূপ ভেদ করে জ্বলে ওঠে অন্য এক আলো, বনের উপান্তে আলোকিত হয় রাসের উৎসব—সেখানে রাধাকৃষ্ণ, বাঘের দেবতা গাজী ও বনবিবি পাশাপাশি মিলেমিশে থাকে।

ভয়াল-সুন্দর এই আরণ্যক জনপদের ছবি মামুন প্রগাঢ় মমতায় তুলে এনেছেন ইন্দ্রিয়ঘন কবিতার কুশলী অন্তর্বয়নে। সমকালে কবিতা লিখন যখন প্রায়শই হয়ে উঠেছে শূন্যগর্ভ শব্দক্রীড়া, তখন জীবনের দপদপে শিরা-ধমণীতে আঙুল রেখে, তাকে প্রকাশের সামর্থ্য মামুনকে স্বতন্ত্র মহিমায় চিহ্নিত করবে, সন্দেহ নাই। ‘ম্যানগ্রোভ মন’ কাব্যগ্রন্থ এ সময়ে একটি গুরুত্বপূর্ণ কাব্যকৃতি হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটা আমার নিশ্চিত বিশ্বাস।

—তুষার গায়েন


 

পাঁচটি কবিতা

 

ম্যানগ্রোভ মন-১


বনবিবি আহা বনদেবী
তোমার পেটানো গড়ন শ্যামলকান্তি দেহ
লাবণ্য লাবণ্য খেলা একা একা কাহারে দেখাও!
অমন শ্যামল আদুরে আদুরে ঠোঁটে
কে চুমু খায় দেবী!
ওই সুডৌল স্তন স্থির চুম্বকের মতো টানে—
অস্থির টানে।
অমাবস্যা হয়ে ফুটে থাকে নাভিগর্ত তোমার,
কামার্ত চোখ মৌসুমী বেশ
কামনা করে সামর্থবান
জঙ্গলা নিশ্বাস উত্তাল যোনিদেশ
কামনা করে সামর্থ্যবান


নোনা রক্তস্রোতে ফুঁসে ওঠা শরীরে তোমার
বাজাবে শীৎকার এক তাগড়া জোয়ান


দাও পূজা দাও হে দেবী—হৃদয়ে তাহার।





ম্যানগ্রোভ মন-২


সঙ্গমমুখর জংলী ঘ্রাণ খেলে যাবে উত্তাল হাওয়ায় হাওয়ায়
রাত বা দিনের কোন প্রহরে বাঘিনী মিলনকাতর হবে গহীন প্রান্তরে
জ্বলে উঠবে বাঘার সুখজৌলুস। রতিকাতর হরিণীর গন্ধে
আস্ফালনে ছুটে আসবে প্রথম প্রণয়কামী তরুণ হরিণ
জড়াজড়ি করে দুটি সাপ ফুঁসতে থাকবে সুখ যন্ত্রণায়
জীবন সমুদ্র থেকে উঠবে প্রাণের জোয়ার, বুনো খালের জলের মতো
সে হাওয়া পৌঁছে যাবে লোকালয়ে। কোনো মোয়ালের পো
নতুন বউয়ের সাথে জাগবে সারারাত সুখ সুখ ছোঁয়ায় ...

 





ম্যানগ্রোভ মন-৩


নুন পোড়া রোদ পাগল দুপুর বাতাসের দোলনায়
গেওয়া ফুলের গন্ধমাতাল মধুপোকা কুক পক্ষীর ডাক
বাতাসের দোলনায়।


দোলা ধরে ছোটে প্রাণ, বাঁচে প্রাণ, মরে প্রাণ-প্রাণান্তে
দোলা বহু বহু দোলা আরো আরো দোলা
দোলা অগণন।


পাগল দুপুর ম্যানগ্রোভ মন—জাগে দোলা, জাগে প্রাণে রক্তে



জাগে শিশ্নে, জরায়ুতে জননে জন্মে
জাগে বিপুল বিচিত্র শুরুর চিৎকারে শেষের চিৎকারে
যৌনে অযৌনে বিপুল, বিপুল দোলায় জাগে
অর্থহীন চিত্রে বিচিত্র সুন্দর।

 

ম্যানগ্রোভ মন-৪


মৌচাক ভেঙে ছড়িয়ে পড়ছে বিষাদ, ধোঁয়ার কুণ্ডু লী
ভনভন আওয়াজ, বলগা বাতাসে কেওড়া পাতার শিস
বানরের চিৎকার
হঠাৎ নড়ে ওঠা গোলবন ছেড়ে ছুটন্ত ক্ষুধা
দৌড়—দৌড়—দৌড় জীবনের সমান দৌড়
যেন প্রান্তর ছেড়ে নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়ে
বাহিত হবে অনন্তের মাঠে অনন্তকাল।


ছুটছে ক্ষুধা কাঁপিয়ে ভূতল
ছুটছে ক্ষুধা জ্বালিয়ে জীবন
তৃষ্ণাছবি—গলগলে তাজা রক্ত!


গীলা লতার আড়ালে নড়ছে ঝরাপাতা, প্রাচীন সরীসৃপ
খুলে নিচ্ছে শরীরের প্যাঁচ, প্যাঁচানো খালের শরীরে
পোয়াতি শূকরীর মতো ফুলছে জল, জলের তলায়
হাঙর কুমির খেলা করে ভেটকি কোরাল।


জলযানে বসে আছে এক শিকারী মাতাল


মাতালের হাতে বারুদের গন্ধ, বন্ধ্যা রাত্রি
থমকে যাওয়া কাল।

 



ম্যানগ্রোভ মন-৫


বানডাকা অমাবস্যার জল যখন দাঁড়িয়ে পড়ে
কুমির ভরা রাত বুক ঠেলে উঠে আসে বাদার ডাঙায়
বিপুল অন্ধকারে ঘন বর্ষণে থমকে যায় নিশাচর
হরিণের কম্পমান প্রহর, বেঘোরে মৃত্যুর রাত
বৃষ্টির গায়ে গায়ে মিলিয়ে যায় আর্তনাদ, মৃত্যু
ফেলে যায় বিধ্বস্ত হরিণ সকাল আর বোবা হাহাকার


তবু হ্রস্ব হ্রদের বাঁকে খেলা করে জীবনের নতুন সংরাগ
জমে থাকে জমে ওঠে কুমির সঙ্গম।


রাজু আহমেদ মামুন বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন জেলা বরগুনার তালতলী থানার সমুদ্র পাড়ের গ্রাম লালুপাড়ায় জন্ম গ্রহণ করেন ১৯৭৪ সালের ১ জানুয়ারি। সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক এবং ব্যবসায়ী। ‘সাপ্তাহিক ধাবমান’ এবং ‘ঢাকারিপোর্টটোয়েন্টিফোর.কম’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যমের পথিকৃতদের মধ্যে অন্যতম। কবিতা লিখছেন কৈশোর থেকে। গণমাধ্যমে কাজ করেন, অথচ এই বই প্রকাশ অব্দি তার কোনো কবিতা দৈনিক পত্রিকায় প্রকাশ করেননি। ‘একবিংশ’ এবং ‘নিসর্গ’-র মতো হাতে গোনা কিছু লিটল ম্যাগাজিনে মাঝে মধ্যে কবিতা প্রকাশ পেত। নিভৃতচারী, কোলাহল এড়িয়ে চলতে পছন্দ করেন। ‘ম্যানগ্রোভ মন’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে আরো দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যথাক্রমে : ‘দহন সংক্রান্তির কবিতা’(প্রকাশনী: ম্যাগনাম ওপাস, ঢাকা, ২০০৬) এবং ‘ওঁ নিরর্থকতা ওঁ গতিশাশ্বত’ (প্রকাশনী: বলাকা, চট্টগ্রাম, ২০০৮)।

 

সম্পর্কিত
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া