X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক, জ্যোতিপ্রকাশ দত্ত ও মাজহার সরকার

সাহিত্য ডেস্ক
২০ মে ২০১৭, ২৩:১৫আপডেট : ২০ মে ২০১৭, ২৩:৩২

বা থেকে দ্বিতীয় মাজহার সরকার, চতুর্থ আহমদ রফিক এবং ষষ্ঠ জ্যোতিপ্রকাশ দত্ত
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৬ পেয়েছেন ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক, কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত ও তরুণ লেখক মাজহার সরকার। আহমদ রফিক তার 'একুশের দিনলিপি' প্রবন্ধগ্রন্থের জন্য 'প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ' শ্রেণিতে এবং জ্যোতিপ্রকাশ দত্ত তার 'স্বপ্নের সীমানায় পারাপার' গ্রন্থের জন্য 'কবিতা ও কথাসাহিত্য' বিভাগে পুরস্কৃত হন। আর মাজহার সরকার তার 'রাজনীতি' উপন্যাসের জন্য 'হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার' ক্যাটাগরিতে বিজয়ী হন।
আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
'একুশের দিনলিপি' মধ্যমা, 'স্বপ্নের সীমানায় পারাপার' অন্যপ্রকাশ এবং 'রাজনীতি' উপন্যাসটি প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
প্রথম দুটি শাখার প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা। আর তরুণ লেখক পেয়েছেন এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা। জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক হায়াৎ মামুদ, কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড পুরস্কারের জন্য সেরা এ তিনটি বই নির্বাচন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিজয়ীদের উত্তরীয় পরিয়ে দেন ও হাতে পুরস্কারের সম্মাননা স্মারক এবং চেক তুলে  দেন বিচারকমণ্ডলীর তিন সদস্য অধ্যাপক হায়াৎ মামুদ, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক এ. কে. আজাদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিচার সম্পাদক মাহবুব আজীজ।
ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, পুরস্কারপ্রাপ্তিতে দায়িত্ববোধ বাড়ে। সাহিত্যের মধ্যে যে বিনোদন, তার মাধ্যমে লেখকের মূল মেসেজটুকু পাঠকের কাছে পৌঁছে দিতে পারলেই সাহিত্যের মূল সার্থকতা।
জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, আমি আপ্লুত। চিন্তাতেও ছিল না এ ধরনের একটি পুরস্কার পাবো। লিখছি বহুকাল ধরে। এ ধরনের পুরস্কার এবারই প্রথম। যে উপন্যাসটির জন্য পুরস্কার পেয়েছি সেটি একটি ছোট উপন্যাস। ইঙ্গিতধর্মী এ উপন্যাস বিচারকদের দৃষ্টি কাড়তে পেরেছে বলে আমি ধন্য।
মাজহার সরকার বলেন, এ পুরস্কারপ্রাপ্তি আমার মধ্যে দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। আমি বুঝে গেছি, আমাকে আরও লিখতে হবে। থেমে গেলে চলবে না।
অনুষ্ঠানের পুরস্কৃত লেখকদের রচনা এবং তাদের জন্য রচিত সম্মাননা পাঠ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও বন্যা মীর্জা।
অনুষ্ঠানের প্রথমার্ধে পাপিয়া সারোয়ার গেয়ে শোনান কয়েকটি রবীন্দ্র ও নজরুলসঙ্গীত।

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়