X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মলাট খুলে আহমেদ বাসার-এর কবিতা

.
১৬ জুলাই ২০১৭, ১৪:৪৬আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৫:৩৪

মলাট খুলে আহমেদ বাসার-এর কবিতা [আহমেদ বাসারের কবিতার বই ‘ঘুড়িদের পার্থিব আকাশ’ প্রকাশিত হয়েছে মে মাসে।৪ ফর্মার ্এই বইটি প্রকাশ করেছে ‘অনিন্দ্য’। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ১২০ টাকা। বই থেকে পাঁচটি কবিতা প্রকাশ করা হলো।]

জাদুবাস্তবতা
গুম হয়ে যাওয়া মানুষের স্বপ্নের ভেতর ঝুলে থাকে জাদুবাস্তবতা।
ট্র্যাফিক জ্যামে গাড়িতে ঝুলে থাকা মানুষের চোখেও
তুমি তার দেখা পেতে পারো। যখন দুপুরের দাবদাহে
গ্যাসহীন চুলায় খই ফোটে উৎকণ্ঠার আর বেসিনের
কল খুললেই পানির বদলে নেমে আসে রক্ত আর বর্জের
মিলিত স্রোত অথবা বৈদ্যুতিক বাতির সুইচ টিপলেই আলোহীন বাল্ব
হাই তুলে ঘুমিয়ে পড়ে অবেলায় তখনই জন্ম নেয় জাদুবাস্তবতা।

 

দূরত্ব
ভেবেছিলাম, ভাসমান পাখির মতো দূরে সরে
যেতে যেতে জ্যামিতিক বিন্দুতে স্থির হবে
আমাদের প্রণয়
আজ দেখি, তুমি সেই অক্ষয় আকাশ
যত দূরে যাই ততটাই জুড়ে আছো কেবল
দূরত্ব কিছু নয়।

চেয়েছিলাম, জ্বলন্ত মোমের মতো গলে গলে
শেষ হোক এই পরিণয়
চেয়ে দেখি, তুমি সেই অনড় ধ্রুবতারা
যতটা পোড়াই ততটাই জ্বলে ওঠো শুধু
বিন্দু থেকে বিশ্বময়...

 

ধুলোর দুর্বোধ্য অক্ষরে
কিছুদুর গিয়ে পেছনে ফিরি আবার-
ফেলে আসা জন্মদাগ ঘেঁটে ঘেঁটে খুঁজি
কী লেখা তাতে ধুলোর দুর্বোধ্য অক্ষরে।
মনে হয় বুঝি পেয়ে গেছি হারিয়ে ফেলা সেই বিরল চাবি
জাগতিক সমস্ত তালা খুলে যাবে যার হীরন্ময় স্পর্শে

হয়তো এখানেই লুকানো সৃষ্টির সেই অনিবার রহস্য
যার ইঙ্গিত পেয়ে ভাষা-ভোলা কাক কেবল কা কা
ডেকে যায় বিস্ময়বোধক সমূহ বৃক্ষের ডালে!

 

মৃত্যু-নৃত্যের উৎসবে
দৃশ্যরা মরে যায়- তাকিয়ে দেখি
ছায়াদের লাশ বয়ে ক্লান্ত দিন শুয়ে পড়ে
অন্য কোনো নিহত দিনের
রক্তাক্ত পোশাক পরে

পাতারা ঝরে যায়- আয়ুর অক্ষর ঘঁষে
মৃত্যু-নৃত্যের উৎসবে মাতে গাছ
উত্থিত শেকড়ে ডাকে
প্রগতির রাজহাঁস

সুন্দর পুড়ে যায়- বনে বনে পড়ে থাকে
শ্লোকমগ্ন আত্মভোলা দধীচির হাড়
আকাশআঁতুড়ে জাগে আবার
অসুরের রক্তে ভেজা
গোলাকার চাঁদ...

 

শরীরেই সাবলীল তুমি
শরীরেই সাবলীল তুমি, হৃদয়ে নিদয়া নদী
টান টান ধনুকের ছিলায় নিজেকে গেঁথে
দাঁড়ানো আকাশকে করো অব্যর্থ চাঁদমারি
চতুর আঙুল নেড়ে হেয়ালির ঢঙে
কখনো মারো এক ঢিলে দুই পাখি

রাতেই ফুটন্ত তুমি, দিনে এক ম্রিয়মান যতি
সূর্যের সাথে সাথে নিজস্ব কক্ষপথে ভ্রমণ শেষে
জেগে ওঠো আঁধারের পরিখাজুড়ে
বসনের আড়াল হতে বাসনার ফুল হাতে

 


 

আহমেদ বাসার। জন্ম নোয়াখালীর সেনবাগে, ১৯৮২ সালের ৪ জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক। কাব্যগ্রন্থ : প্রথম অন্ধকার (প্রকাশকাল ২০১২, প্রকাশনী : বাঙলায়ন), প্রলম্বিত রাতের নর্তকী ( প্রকাশকাল ২০১৫, প্রকাশনী : অনন্যা)। প্রবন্ধগ্রন্থ : শামসুর রাহমানের কবিতা : মুক্তিযুদ্ধ প্রসঙ্গ ( প্রকাশকাল ২০১৬, প্রকাশনী : অনন্যা )। অনুবাদগ্রন্থ : ডি এইচ লরেন্সের কবিতা : ঈর্ষা ও একটি প্রেমগীতি ( প্রকাশকাল ২০১৭, প্রকাশনী: প্রকৃতি)। সম্পাদনা : ছোটকাগজ অক্ষৌহিণী।

সম্পর্কিত
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
আজকের প্রকাশিত বই
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা