X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেলিম আল দীন নাট্যশৈলীতে ভিন্নধারা সৃষ্টি করেছেন : আজাদ আবুল কালাম

.
১৮ আগস্ট ২০১৭, ১১:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:৪৭

সেলিম আল দীন সেলিম আল দীন শিকড় সন্ধানী নাট্যকার। তিনি ঐতিহ্যবাহী বাংলা নাটকের বিষয় ও আঙ্গিক ব্যবহার করে স্বতন্ত্র ধারার নাটক রচনা করেছেন। আজ তার ৬৮ তম জন্মদিনে আরেক শক্তিমান নাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালামের মুখোমুখি হয়েছি। কথা বলেছেন, মোহাম্মদ মারুফ।   


বাংলা ট্রিবিউন : সেলিম আল দীনের নাটককে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

আজাদ আবুল কালাম : আমি যেহেতু নাটকের মানুষ তাই আমার কাছে ওনার প্রধান পরিচয় উনি একজন নাট্যকার। উনি সবকিছু নাটকের দৃষ্টিতে দেখেছেন। ওনার লেখায় কবিতার ছাপ আছে, পুরাণ আছে, বর্ণনা আছে, ক্ল্যাসিক আছে। তবে আমার কাছে ওনাকে কথাসাহিত্যিক বলে সবচেয়ে বেশি মনে হয়েছে। উনি বর্ণনা দিতেন অসাধারণ দক্ষতায়। তিনি আবিষ্কার করতেন। বাংলাদেশের নাটক কেমন হওয়া উচিত- এ ব্যাপারে তার ঝোঁক ছিল মারাত্মক।

বাংলা ট্রিবিউন : তার নাটকের প্রধান বৈশিষ্ট বা শক্তির দিকগুলো কি?

আজাদ আবুল কালাম আজাদ আবুল কালাম : সেলিম আল দীনের নৃ-তাত্ত্বিক গবেষণার মন ছিল। তবে এই না যে, উনি শুধু লোকজ সংস্কৃতির মধ্যে আটকে ছিলেন। ওনার রচনার মধ্যে একধরনের আন্তর্জাতিকতাবাদ আছে। যেমন আমরা যদি ‘হাত হদাই’ দেখি- এটি আপাতদৃষ্টিতে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের গল্প হলেও এখানে তিনি বৈশ্বিক ভাবনা দেখিয়েছেন। আবার ‘চাকা’তে উনি অন্য এক মনস্তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন। যা দেশকালের সীমা ছাড়িয়ে যায়। এমন অসাধারণ ক্ষমতা সেলিম আল দীনের আছে।
বাংলা ট্রিবিউন : বাংলা নাটকের ইতিহাসের দিকে চেয়ে তাকে কীভাবে মূল্যায়ন করেন?
আজাদ আবুল কালাম : আমার কাছে সেলিম আল দীন গত দুইশ বছরের ইতিহাসে বাংলা নাটক ও নাট্য চিন্তার একটি বিশেষ জায়গা নিয়ে আছেন। যেকোনো ক্ষেত্রে স্বকীয়তা একটি বিশেষ ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় শ্রেষ্ঠ বাংলা নাট্যকার, এর মূল কারণ তার স্বকীয়তা। এই ব্যাপারটি সেলিম আল দীন এর মধ্যে পুরোপুরি আছে। তিনি নাট্যশৈলীতে একটি ভিন্নধারা সৃষ্টি করেছেন। নাটক বিষয়ে তার জানার পরিধি ছিল অসীম। বাংলাদেশের নাটক নিয়ে কাজ করতে হলে সেলিম আল দীনের বিকল্প নেই। তিনি একটি প্রতিষ্ঠান।
বাংলা ট্রিবিউন : সেলিম আল দীন চর্চা কেমন হচ্ছে বলে মনে করেন?
আজাদ আবুল কালাম : সত্যি কথা বলতে সেলিম আল দীনকে নিয়ে খুব বেশি কাজ হয়নি। তার জীবদ্দশায় ঢাকা থিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে খুব একটা কাজ হয়নি। আর থিয়েটারের একটি  কষ্টের দিক হল, এটি সিনেমার মতো ধারণ করে রাখা যায় না। যখনের টা তখনই। তবু বেশ কিছু দল এখন সেলিম আল দীনের নাটক নিয়ে কাজ করছেন।
বাংলা ট্রিবিউন : আপনি তার দ্বারা প্রভাবিত হয়েছেন? লেখা বা নির্দেশনায়?
আজাদ আবুল কালাম : এটা আসলে বলা কঠিন। আমি সচেতনভাবে চেষ্টা করি নিজস্ব ধারায় কাজ করতে। তবে যেহেতু সেলিম ভাইর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। উনি আমার মাথার মধ্যে আছেন, ওনার প্রভাব হয়তো কখনও চলে আসতে পারে। এটা নিয়ে আমার কোন সঙ্কোচ নেই।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!