X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবার গুলির শব্দ ।। চঞ্চল আশরাফ

.
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৪

আবার গুলির শব্দ ।। চঞ্চল আশরাফ
১ ঃ ৩ পদক্ষেপে আমি সিঁড়িগুলো অতিক্রম করে চারতলায় উঠে দেখি দরজা বন্ধ। লাথি কষলে খুলে যায়, ১ ঃ ১ পদক্ষেপে সাবধানে আর উত্তেজনায় একেকটি কক্ষ পেরিয়ে দেখি সে আর গোঁফঅলা ফর্মা ছেলেটি হাত ধরে দাঁড়িয়েছে—তারা বুঝতে পেরেছে যে আমি এসে গেছি তাদের সামনে, আমি কোটের পকেট থেকে (তখন শীত পড়ছিল) পিস্তল বের করছি; কিন্তু কাকে আগে মারবো (আমার সিদ্ধান্ত ছিলো : প্রথমে ওকে, তারপর গোঁফঅলাকে, তারপর নিজেকে) সেটা না-ভেবে পরপর দু’রাউন্ড ছুঁড়লাম : গোঁফঅলা ছিঁটকে পড়লো, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করার জন্যে আরো দু’রাউন্ড... বাকি দু’রাউন্ড ওর জন্যে খরচ করে (৬ রাউন্ড গুলি ছিল) দেখি, নিজের মৃত্যু নিশ্চিত করার জন্যে একটা গুলিও নাই।

‘তোমার সঙ্গে আমার বন্ধুত্ব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন পৃথিবীর সব পাতা ঝরে যাবে। এই নাও, নিচ্ছ না কেন? হান্ড্র্রেড পাইপার্স, বুঝেছ? হা হা হা। এইটার নাম নিলে হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড বইটার কথা মনে পড়ে। পড়েছ তো। ওই যে, হত্যাকাণ্ড দিয়ে শুরু হলো।’...

‘আচ্ছা, পৃথিবীর সব পাতা ঝরে যাবে; সবই কি হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুডের পাতা, না গাছের, অ্যাঁ? আরেক পেগ। উম্ম।’ 

পুলিশ, লোহার গরাদ এবং প্রায়ান্ধকার কক্ষের ভেতর সমলিঙ্গের সঙ্গে আমার দিন ও রাতগুলো একে একে দ্রবীভূত হতে থাকে। হঠাৎ একদিন, আলো, এত আলো আমার চোখ, ত্বক ও অন্যান্য ইন্দ্রিয় সহ্য করতে চায় না; তবু মনে হয়, মানুষেরা বন্দিত্ব ও মুক্তির ঠিক মাঝখানটায় থাকে। ফলে যেখানে তার নিয়তি, অপ্রতিবাদে ও নিঃশর্তে সেখানেই  অভিযোজিত হয়ে যায়।

‘আরেক পেগ চলবে না কি? একটা ব্যাপারে তোমার সাহসের তুলনা হয় না। যে মহিলাকে তুমি ভাগিয়েছ, স্যরি, যে মেয়ের সঙ্গে তোমার প্রেম, শুনলাম, এর আগে ওর আরও দুটো ছিল। প্রেম। বিয়েও না কি করেছিল একটা? তোমার প্রেম কিন্তু পিওর। করো, করো। আচ্ছা, কোথায় করো? আমার এখানে করলেই তো পারো। নিয়ে এসো তো। দেখবো। আমি সেই রূপসীরে দেখে লই। আহা। ভাবো, কত আগে। শীত এসে নিয়ে গেছে তারে। কত আগে। অ্যাই, চিকেন উইংস তো খাওয়া হলো না। ঠাণ্ডা হয়ে গেল!’

আদালতে রায় ঘোষিত হয় মৃত্যুদণ্ডের, তবু আমার মনে হয় আমি জিতে গেছি; কারণ দু’জনকে হত্যার শাস্তি একজন, মানে, আমার মৃত্যুবরণ (বরণ বলা কি ঠিক? হ্যাঁ, ঠিক), অর্থাৎ আমি : সে ও গোঁফঅলা লোকটি, ১ ঃ ২; আমি বুকের ভেতর অদ্ভুত উল্লাস অনুভব করি। হুররে! আহ্!... ফাঁসির দড়ি পরানোর মুহূর্তে, সবার চোখকে ফাঁকি দিয়ে একটা স্বপ্ন দেখে ফেলি : আমি জীবিত হয়ে উঠছি, আমার প্রেমিকা, যাকে আমি খুন করেছি—তার হাত ধরে আমি এক নীরবনির্জন বিলের পাশে দাঁড়িয়েছি সূর্যাস্তের সামনে।

আ—আ—আ...


 

আরো পড়ুন— 

সহবাস ৩০০০।। হামীম কামরুল হক

 

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা