X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এই ঘটনা সত্য ।। সালমা বাণী

.
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৪

এই ঘটনা সত্য ।। সালমা বাণী
ঘুমহীন রাত কাটাতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছে ময়মনসিংহের মানুষেরা। প্রথমে ঘুমহীন রাত কাটায় ফুলবাড়িয়া গ্রামের মানুষেরা। তারপর ক্রমেই ঘুমহীন রাত কাটানো শুরু করে পুরো ময়মনসিংহের প্রাপ্তবয়স্ক পুরুষেরা। সন্ধ্যা নামার সাথে সাথে ময়মনসিংহের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ ভীরু হয়ে ওঠে। ভয়ে দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়। তারপরও তারা ঘুমাতে পারে না। মধ্যরাতের আগেই আমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায় গ্রামের পর গ্রাম। অন্ধকারের গভীর থেকে ভেসে আসে করুণ কান্নার সুর। ময়মনসিংহের পুরুষেরা এই কান্নার উৎস খোঁজার জন্য দিনের বেলা অনেক রকম পরিকল্পনা করলেও রাতে কোনো যুবকই আর এগিয়ে আসার সাহস পায় না। এবং ঘুমহীন রাত কাটাতে কাটাতে ক্রমশ পুরুষেরা কর্মহীন হয়ে পড়ছে কারণ তারা ঘুমহীন রাত কাটানোর কারণে দিনের বেলা মৃতের মতো ঘুমায়। 

যেদিন প্রথম এই কান্নার সুর ভেসে আসে সেদিন মেঘের মতো এক টুকরো গাঢ় কালো ছায়া দুলতে থাকে সুমির দেহের ওপর। নিকষ অন্ধকারে ডুবে ছিল পৃথিবী তখন।

তারও আগে সুমি ছিল বাসের শেষ যাত্রী। বাড়ি ফিরছে সুমি। সন্ধ্যা নামছে তার নিজের নিয়মে। গতি পরিবর্তন করে সুমিকে জোড় করে নিয়ে গেল নির্জন রাস্তায়। উল্লাসে মেতে ওঠে কতগুলো কামুক পুরুষ। তারা পালাক্রমে নির্যাতন করে দেহের ক্ষুধা মেটায়। নির্যাতনের এই খবর যেন প্রকাশ না পায় রাস্তার পাশের ঝোপের ভেতরে ছুঁড়ে ফেলে সুমির মৃতদেহ। ফেলে দেয়ার আগে তারা রড দিয়ে পিটিয়ে সুমির মাথা এমনভাবে থ্যাতলায় সুমির সুন্দর চেহারাটা বদলে যায় এক দলা মাংসপিণ্ডে।  

রাত গভীর হলে রক্তের গন্ধে নিশাচর শেয়াল ও কুকুরেরা আসতে থাকে। নিথর সুমির থ্যাতলানো মাথার রক্ত ঘিলু চেটে চেটে খায়। কামড়ে কামড়ে তুলে নিতে  থাকে সুমির গালের ঠোঁটের নরম মাংস।

তখন মেঘের মতো এই ছায়ার আর্বিভাব ঘটে। ছায়ার আর্বিভাব ঘটার সাথে সাথে নিশাচর প্রাণীদের মারামারি থেমে যায়। শেয়াল কুকুরের দল ভয়ে লেজ গুটিয়ে পালায় আর ছায়াটা সুমির দেহের ওপর দুলতে থাকে। শুধু শেয়াল কুকুরো নয়, আশে পাশের ঝোপঝাড়ের ভেতরে আরও কিছু রাত প্রাণীর ভয়ার্ত ডাক শোনা যায়। বট আম বা কাঁঠাল জাতীয় উঁচু গাছের ডাল থেকে বাদুর ও কাকেরাও ডানা ঝাপটিয়ে পালাতে থাকে।

ছায়া তখন সুমির সাথে কথা বলে—সুমিকে ছায়া জানায় তাকেও সুমির মতোই নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তার নাম তনিমা। সুমিকে জেগে উঠতে সাহস দিলে ধীরে ধীরে সুমি জেগে ওঠে। সুমির নিথর দেহের ভেতর থেকে বের হয়ে আসে সুমির ছায়া। তনিমা সুমির ছায়াকে বলে—আমাদের যাদেরকে এভাবে হত্যা করা হয়েছে আমরা সবাই এভাবে মেঘের মতো জমাট বাঁধবো। তখন জমাট বাঁধা ছায়ার ভেতর থেকে ভেসে আসে করুণ কান্না।

সে রাতের পর থেকে প্রতিরাতে ভেসে আসতে থাকে এই কান্না। কান্নার করুণ সুর এমন হৃদয় বিদারক কোনো পুরুষ আর ঘুমাতে পারে না। কিন্তু আশ্চর্য এই কান্না কোনো নারীর ঘুমে ব্যাঘাত ঘটায় না। এই কান্না প্রতিরাতে দ্রুত ছড়িয়ে যাচ্ছে মাঠের পর মাঠ, প্রান্তরের পর প্রান্তর। বিস্তার হতে হতে এখন ক্রমেই এগিয়ে আসছে ঢাকা শহরের দিকে। 


 

আরো পড়ুন—

ক্ষুধা ।। ভাস্কর চৌধুরী 

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!