X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই

সাদমান সাবের
০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪০

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই নিউ ইয়র্ক টাইমস প্রতি বছরের মতো এবারো নির্বাচন করেছে ২০১৭ সালের সেরা দশটি বই। এ তালিকার পাঁটটি বই নিয়ে আমাদের এই আয়োজন।

 

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই অটাম (Autumn) সেরা বইয়ের তালিকায় এক নম্বরে রয়েছে। আলি স্মিথ শরৎ ঋতুকে কেন্দ্র করে উপন্যাসটি লিখলেও ব্রেক্সিট এর প্রধান উপজীব্য। অটাম চারটি সিরিজের প্রথম পর্ব। পরবর্তী সিরিজ শীতকাল নিয়ে প্রকাশিত হবে। অটাম প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ২০ অক্টোবর। প্রকাশ করে হ্যামিশ হ্যামিলটন। বইটির অলংকরণ করেন টমি পারকার। ২৭২ পৃষ্ঠার উপন্যাসটি বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছিল।
আলি স্মিথ স্কটিশ লেখক, নাট্যকার এবং সাংবাদিক। তার জন্ম ১৯৬২ সালের ২৪ আগস্ট যুক্তরাজ্যে।

 

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই এক্সিট ওয়েস্ট (Exit West) দ্বিতীয় সেরা বইটি উপন্যাস। লিখেছেন মহসিন হামিদ। এটি তার চতুর্থ উপন্যাস। প্রকাশিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। ২৩১ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশ করে হ্যামিশ হ্যামিলটন। এটিও বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছিল।
বিশ্বের উদ্বাস্তু সংকট নিয়ে রচিত উপন্যাস সম্পর্কে মহসিন হামিদ বলেন, বিশ্বে ভীতসন্ত্রস্ত হয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্বাস্তু—যারা রাষ্ট্রহীন, কেউ কেউ সাহসী—তাদেরই এখানে চিত্রায়িত করা হয়েছে।

অভিবাসন এখন বিশ্বে আলোচনার একটি কেন্দ্রবিন্দু। এর কাহিনি একেবারেই কাল্পনিক এবং অনেকটা ফ্যান্টাসিধর্মী।

মহসিন হামিদ পাকিস্তানি লেখক, ঔপন্যাসিক ও ব্র্যান্ড কনসালটেন্ট। জন্ম ১৯৭১ সালের ২৩ জুন পাকিস্তানের লাহোরে।

 

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই পাচিনকো (Pachinko) তৃতীয় সেরা বইটিও উপন্যাস। লিখেছেন কোরিয়ান-আমেরিকান লেখক মিন জিন লি। জন্ম ১৯৬৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে। এটি তার দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস ‘ফ্রি ফুড ফর মিলিওনেয়ার’ লিখেই তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। পাচিনকো উপন্যাসে তিনি জাপান কোরিয়ার মধ্যে একটি পরিবারের সম্পর্কের বিষয় তুলে ধরেছেন। কোরিয়ান পরিবারের চার প্রজন্মের অভিজ্ঞতা চিত্রায়ন করার চেষ্টা করেছেন এখানে। বিশ শতক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিও ফুটে উঠেছে গল্পে।
উপন্যাসের মূল থিম সম্পর্কে বলা যায়, ইতিহাস ব্যর্থ করেছে, কিন্তু এটা কোনো বিষয় নয়। পরিচয়, স্বদেশভূমি এবং আত্মবিশ্বাসের কেন্দ্রীয় চিন্তাধারাই একটা পরিবারকে বদলে দিতে পারে। বিভিন্ন প্রজন্মের ইচ্ছা, আশা এবং দুঃখ এই উপন্যাসের মূল উপজীব্য।

জাপানের একজন বড় ব্যবসায়ী পিনাবল। পাচিনকো নামে পরিচিত তিনি। কোরিয়া-জাপানে মাল্টিবিলিয়ন ডলারের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যা দুই দেশের অভিবাসী পরিবার দ্বারা প্রভাবিত। এই পরিবারের সংগ্রামের গল্প চিত্রায়িত হয়েছে উপন্যাসে। 

উপন্যাসটি চলতি বছরের ৭ ফ্রেব্রুয়ারিতে প্রকাশিত হয়। বইটি এ বছর ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে (ফিকশন) মনোনীত হয়েছিল।

 

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই দ্য পাওয়ার (The Power) চতুর্থ সেরা বই। এটি সায়েন্স ফিকশনধর্মী উপন্যাস। লিখেছেন ব্রিটিশ লেখক নাওমি অ্যালডার্ম। দ্য পাওয়ার ২০১৬ সালের ১০ অক্টোবর প্রকাশিত হয়।
বর্তমান বিশ্বে ইতিহাস, যুদ্ধ, রাজনীতি নিয়ে চলে অনেক রাজনীতি। এসব রাজনীতির মধ্যেও একজন নারীর সংগ্রামের গল্প চিত্রায়িত হয়েছে উপন্যাসে।
ইংলিশ লেখক নাওমি অ্যালডার্ম। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক এবং গেম ডিজাইনার। জন্ম ১৯৭৪ সালে লন্ডনে। তিনি পড়ালেখা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লিংকন কলেজ, অক্সফোর্ড, পূর্ব এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়, সাউথ হ্যাম্পস্টেড হাইস্কুলে। তার দ্য পাওয়ার উপন্যাসটি ২০১৭ সালে ফিকশন বিভাগে বেলিয়েস ওমেন প্রিইজ বিজয়ী হয়।

 

নিউ ইয়র্ক টাইমস নির্বাচিত সেরা বই সিং, আনবুরিড, সিং (Sing, Unburied, Sing) সেরা বইয়ের তালিকার পাঁচে রয়েছে। উপন্যাসটি লিখেছেন জেসমিন ওয়ার্ড। এটি তার তৃতীয় উপন্যাস। ৩০৪ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশিত হয় এ বছরের ৫ সেপ্টেম্বর। এ উপন্যাসটি ২০১৭ সালের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড (ফিকশন) বিজয়ী হয়।
একটি শিশুর কাহিনি নিয়ে এটি রচিত। জেসমিন ওয়ার্ড আমেরিকান ঔপন্যাসিক। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষক। ১৯৭৭ সালে জন্ম। জেসমিন ওয়ার্ড ২০১১ সালে ‘স্যালভেজ দ্য বোনস’উপন্যাসের জন্য এ পুরস্কার পান।


 

এছাড়া সেরা দশ বইয়ের ছয় নম্বরে রয়েছে দ্য এভুলেশন অব বিউটি। এটি লিখেছেন রিচার্ড ও প্রাম। সাত নম্বরে রয়েছে গ্রান্ট। এ গ্রন্থটি লিখেছেন রন চেরনো। আট নম্বরে রয়েছে লুকিং আপ আওয়ার ওন : ক্রাইম অ্যান্ড পানিশম্যান্ট ইন ব্লাক আমেরিকা। এটি লিখেছন জ্যামস ফরম্যান জুনিয়র। নয় নম্বরে রয়েছে পেইয়িরি ফায়ারস। এটি লিখেছেন ক্যারোলিন ফ্রেজার। এবং দশ নম্বরে রয়েছে প্রেইস্ট্যাডি। এ গ্রন্থটি  লিখেছেন প্যাট্রিসিয়া লকউড।

 

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

 

//জেডএস//
সম্পর্কিত
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি