X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরের আশা

মোহাম্মদ রফিক
০১ জানুয়ারি ২০১৮, ০৯:১৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১১:০৮

নতুন বছরের আশা নতুন একটি বছর আসছে, এতে আমি খুবই আনন্দিত। নতুন যেকোনো কিছুর জন্যই অপেক্ষা করার মধ্যে অন্যরকম উত্তেজনা আছে। আশা করি ২০১৮ সাল আমাদের জন্য সুখ-সমৃদ্ধির একটি বছর হবে। আমার কাছে ২০১৭ সালকে কিছুটা অন্ধকার বছর মনে হয়েছে। পৃথিবীতে ২০১৭ সালব্যাপী যেমন মারামারি হানাহানি, জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকায় বন্যা ও ভূমি ধস, আমেরিকার দাবানল, বিশেষ করে বাংলাদেশ ভারতের বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগসহ ট্রাম্পের দুঃশাসন, পৃথিবীব্যাপী উত্তেজনা ইত্যাদি ২০১৮ সালে আমি আর দেখতে চাই না। দেখতে চাই একটি অসাম্প্রদায়িক পৃথিবী, মারামারি হানাহানি ভুলে গিয়ে যেখানে আমরা সবাই শুধুই একে অপরের।

তবে ২০১৭ যে শুধুই একটি খারাপ কিংবা অন্ধকারাচ্ছন্ন বছর ছিল তা নয়। এ বছর আমার  জীবনে যেমন কিছু আনন্দের বিষয় যুক্ত হয়েছে অনেকের জীবনের সঙ্গে তেমনি যুক্ত হয়েছে অনেক আনন্দের বিষয়। ২০১৭ সালে জেমকন সাহিত্য পুরস্কারের জন্য আমার “দু’টি গাথাকাব্য” গ্রন্থটি মনোনীত হয়েছিল। এতে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। এই কাব্যগ্রন্থটিতে আমার জীবনদৃষ্টির প্রকাশ ঘটেছে। বলা যায়, আমি এক নাগাড়ে দেড় মাসের ভেতরে  ‘এ কোন বেহুলা’ ও ‘সে ছিল বেদেনি’ এই পর্ব দুটি লিখতে সক্ষম হয়েছিলাম। ২০১৭ সালের প্রথম থেকে বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম। এখন শেষের দিকে এসে বলা যায় পুরোপুরিই সুস্থ হয়ে উঠেছি। এটাও অনেক আনন্দের বিষয়। এটা তো ২০১৭ই আমাকে দিলো। আগামী বছরের পুরোটা জুড়ে এরকম সুস্থ অবস্থায় থেকে আমি পরিবারকে সময় দিতে চাই। আমি এখন বেশ আনন্দে আছি। পরিবারের সবাই এখন আমার চারিপাশে আছে। কয়েকজন আত্মীয় এসেছেন। সারাদিন কেমন একটা উৎসব উৎসব অবস্থা আমার বাড়িতে। গত বছর পরিবারের সবাইকে একসঙ্গে এতো সময় ধরে আমি কাছে পাইনি। ২০১৮ সালটি সবাইকে কাছে নিয়ে আমার এভাবেই দিনগুলো কেটে যাক সেটাই আমার প্রত্যাশা।

এছাড়া ২০১৮ সালে অপেক্ষা আছি অনেকগুলো কবিতা লেখার, অনেক নতুন বই পড়ার জন্য। মূল অপেক্ষা হলো প্রকাশের অপেক্ষায় থাকা ২৪০ পৃষ্ঠার দীর্ঘ কবিতার বই নিয়ে। তবে দীর্ঘ কবিতা না বলে মহাকবিতা বলতেই আমার ইচ্ছে। বইটির নাম রেখেছি ‘এ স্বপ্ন এ ভোর প্রভাতের আলো’। নাম শুনেই বোঝা যাচ্ছে নতুন একটি আগমনী বার্তার অপেক্ষা। আশা করি ফেব্রুয়ারির আগেই বইটি প্রকাশিত হবে। বইটি প্রকাশ করছে বাতিঘর।

২০১৮ সাল নিয়ে অপেক্ষা, প্রত্যাশা কিংবা ভাবনা যা-ই বলা হোক না কেন তা আপাতত এতটুকুই। নতুন বছর শুরু হলে তখন হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক অপেক্ষা কিংবা প্রত্যাশা তৈরি হবে।

সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা।

 

শ্রুতিলিখন : মহিউল ইসলাম

 

 

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া