X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যান বুকারের শর্ট লিস্ট ঘোষণা

সাহিত্য ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

ম্যান বুকারের শর্ট লিস্ট ঘোষণা অনেক প্রতীক্ষার পর প্রকাশিত হলো ম্যান বুকার পুরস্কার ২০১৮’র শর্ট লিস্ট। চলতি বছরের ২৩ জুলাই ঘোষিত ১৩ জনের লং লিস্ট থেকে ছাটাই-বাছাই করে ৬ জনের এই শর্ট লিস্টটি ঘোষণা করা হয় গত ২১শে সেপ্টেম্বর।

তবে লং লিস্টের তালিকায় থাকা বহুল আলোচিত ও সমাদৃত এবং অনেকের মতে বিজয়ী হওয়ার মত স্যালি রুনির উপন্যাস ‘নরমাল পিপল’ এবং নিক ডেনসোর গ্রাফিক উপন্যাস ‘সাবরিনা’ বাদ পড়েছে।

এ বছরের শর্ট লিস্টে জায়গা করে নেয়া ছয়জন লেখকের তিনজন ব্রিটেনের, দুইজন যুক্তরাষ্ট্রের এবং একজন কানাডার অধিবাসী।

ফেবার অ্যান্ড ফেবার থেকে প্রকাশিত আইরিশ লেখক আন্না বার্নাস-এর উপন্যাস ‘মিল্কম্যান’ এ বছরের বুকার পুরস্কার শর্ট লিস্টে স্থান পেয়েছে। নারীবাদ, আধুনিকতা, সন্ত্রাসবাদ ও এর ভয়াবহ পরিনতির উপরে ভিত্তি করেই মূলত উপন্যাসটির গল্প এগিয়ে চলেছে। 

শর্ট লিস্টে স্থান পেয়েছে ৬৩ বছর বয়সী ব্রিটিশ কবি রবিন রবার্টসনের প্রথম উপন্যাস ‘দ্য লং টেক’। গদ্য ও পদ্য মিশিয়ে লেখা এ উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে এক যুবককে কেন্দ্র করে, যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায় না, কারণ সে মুক্তি চায়। সময়ের সাথে তার মানিয়ে চলার যুদ্ধই এই উপন্যাসের মূল কথা। বইটি প্রকাশ করেছে পিকাদর। 

শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে উইলিয়ান হেইনিম্যান থেকে প্রকাশিত মার্কিন লেখক রিচার্ড পাওয়ারসের উপন্যাস ‘দ্য ওভারস্টোরি’। নিউইয়র্ক টাইমস বুক রিভিউ-এর মতে রিচার্ড আমেরিকার অন্যতম সম্ভাবনাময় ঔপন্যাসিক। উপন্যাসটি গড়ে উঠেছে মানবতার সাথে সৃষ্টির বাকি অংশের সংযোগ এবং পুনরায় ফিরে আসার ইচ্ছা ও প্রত্যাশার এক কাহিনীর উপর ভিত্তি করে।

কানাডিয়ান লেখক ইসি এডুগিয়ানের তৃতীয় উপন্যাস “ওয়াশিংটন ব্লাক”-ও রয়েছে এবারের শর্ট লিস্টে। সারপেন্স টেইল থেকে প্রকাশিত এই উপন্যাসের গল্প এগিয়ে চলেছে এক দাসের জেগে ওঠা এবং তার মুক্তির কতিপয় সংগ্রাম কে কেন্দ্র করে।

জোনাথন কেপ থেকে প্রকাশিত মার্কিন লেখিকা রাচেল কুশনারের তৃতীয় উপন্যাস “দ্য মার্স রুম”-এ উঠে এসেছে সেই সব চরিত্রগুলো, যাদের সমাজে সব সময় অদৃশ্য করে রাখা হয়। মূলত নারী সমাজের বিভিন্ন চরিত্র প্রতিফলিত হয়েছে উপন্যাসটিতে। এইসব অদৃশ্য চরিত্রের দৃশ্যমান হওয়ার গল্পের মধ্য দিয়েই উপন্যাসটি এগিয়ে গেছে। এই উপন্যাসটিও স্থান পেয়েছে ম্যান বুকারের এবারের শর্ট লিস্টে।

এছাড়াও রয়েছে ডেইজি জনসনের উপন্যাস “এভরিথিং আন্ডার”। বইটির প্রকাশক জোনাথন কেপ। ডেইজির এই উপন্যাসে বর্ণিত হয়েছে একটি পরিবার ও তার পরিচয়ের গল্প।

ডেইজি জনসন এবারের ম্যান বুকার পুরস্কারের সর্বকনিষ্ঠ মনোনিত লেখক।     

আগামী ১৬ অক্টোবর ম্যান বুকার ঘোষনা করবে চুড়ান্ত বিজয়ীর নাম।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!